For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রস্তুতিতে ফিরল লিভারপুল, করোনার পর খেলোয়াড়দের কোন ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা দিতে চান ক্লপ?

প্রস্তুতিতে ফিরল লিভারপুল, করোনার পর খেলোয়াড়দের কোন ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা দিতে চান ক্লপ?

  • |
Google Oneindia Bengali News

নতুন করে করোনা সংক্রমণে লিগ শুরুর পথে বাধা। জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে করোনা ধাক্কা কাটিয়ে ইপিএল শুরু হওয়ার আশা শোনানো হয়েছে। তবে এখন প্রিমিয়ার লিগের ক্লাব থেকে ছয় করোনা সংক্রমিতে খবর পাওয়া যাওয়ায় টুর্নামেন্ট শুরু নিয়ে ফের কালো মেঘ! এর মাঝে লিভারপুল ম্যানেজার য়ুর্গেন ক্লপ কী ভাবছেন জেনে নেওয়া যাক।

ইপিএলে গোষ্ঠীতে অনুশীলন শুরু

মঙ্গলবার থেকে প্রিমিয়ার লিগের দলগুলি ছোট ছোট টিমে ভাগে করে অনুশীলন শুরু করেছে। একই দিনে আবার তিন ক্লাব মিলিয়ে ছয়জনের করোনা সংক্রমণের খবর পাওয়া গিয়েছে।

ওয়ার্টফোর্ড ক্লাবে করোনা হানা

ওয়ার্টফোর্ড ক্লাবের এক ফুটবলার ও দুই কর্মী মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগের আর এক ক্লাব বার্নলির সহকারী ম্যানেজারেরও শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি মিলিছে। লিগের ক্লাবগুলির মধ্যে ৬ জনকে এখন সেল্ফ কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।

য়ুর্গেন ক্লপের মত

করোনা পরবর্তী ফুটবল শুরু নিয়ে পরিস্থিতির উপর নজর রাখছেন লিভারপুল ম্যানেজার য়ুর্গেন ক্লপ। করোনার প্রকোপ কাটিয়ে ফুটবলাররা মাঠে প্রস্তুতিতে নেমে পড়ায় খুশি ক্লপ।

কবে থেকে বন্ধ প্রিমিয়ার লিগ

করোনা ধাক্কায় ১৩ মার্চ থেকে প্রিমিয়ার লিগের ২০১৯-২০ আসর স্থগিত হয়েছে।

প্রস্তুতিতে ফিরল লিভারপুল

নয় সপ্তাহের বিরতির পর বুধবার মেলউডে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার এক নম্বরে থাকা লিভারপুল অনুশীলনে নেমেছে।

প্রথম দিন কেমন হল প্রস্তুতি

তিনটি সেশনে ফুটবলারদের সঙ্গে কাজ করেন ক্লপ। প্রতিটি সেশনে দশ জন করে খেলোয়াড় নেওয়া হয়েছিল। তারা পাঁচ জনের দুটি দলে ভাগ করে মাঠে আলাদা আলাদা অংশে অনুশীলন করানো হয়।

তারকা কোচ কী বললেন

আড়াই মাসেরও বেশি সময় পর ইউরোপে ফুটবল শুরু হয়েছে। জার্মানি বুন্দেসলিগায় দিয়ে শুরু, ব্রিটিশ যুক্তরাষ্ট্রে এখন ফুটবল শুরুর দামামা বেজেছে। এই পরিবেশে মুখে চওড়া হাসি ক্লপের। ক্লাবের ওয়েবসাইটে তিনি বলেছেন, ' করোনার পর ফুটবল শুরু নিয়ে আমি বরাবর বলেছি, তাড়াহুড়োর কোনও দরকার নেই। মাঠে নামা নিয়ে ক্লাব দলকেও কোনও তাড়া দিচ্ছে না। তবে এখন যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাকে মোটেও তাড়াহুড়ো বলা যাবে না।'

ক্লপ আরও বলেন

'ধীরে ধীরে এভাবেই জনজীবন স্বাভাবিক করতে হবে।একযোগে সব কিছু খুলে দিতে বিপদ বাড়তে পারে। এভাবেই ধাপে ধাপে ফুটবল শুরু হোক ,সেই প্রার্থনাই করি।' সঙ্গে ফুটবলারদের নিয়ে ক্লপ বলেছেন 'আমার দলের ফুটবলারেরা করোনার কারণে বিশ্রামের পর শারীরিক ভাবে দারুণ জায়গায় রয়েছে । এবার মাঠে নেমে বল পায়ে লড়াই শুরু করতে হবে। সবাই দ্রুত ছন্দ ফিরে পাবে বলে আশা রাখছি। তবে ফুটবলারদের উপর কোনও ধরনের মানসিক চাপ তৈরি করা হবে না।'

স্বাধীনতা দিতে চান ক্লপ

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্লপ বলেছেন, ' সেশন শুরুর আগে খেলোয়াড়দেরকে বলেছি সবাই এখানে নিজের ইচ্ছায় এসেছে। স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কায় কেউ যদি নিরাপদ বোধ না করলে কাউকে প্রস্তুতিতে আসার জন্যে জোর করা হবে না। এই ক্ষেত্রে ফুটবলারদের পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে।'

মাঠে ফুটবল, গ্যালারিতে সেক্স ডল! করোনার আবহে এমন ভুলে রেকর্ড অর্থের শাস্তি ঘোষণামাঠে ফুটবল, গ্যালারিতে সেক্স ডল! করোনার আবহে এমন ভুলে রেকর্ড অর্থের শাস্তি ঘোষণা

English summary
Corona in Sports: Liverpool back in practice, player will be forced to train says Klopp
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X