For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আবহে মোহনবাগান-এটিকে'র বোর্ড মিটিং কবে জেনে নিন

করোনা আবহে মোহনবাগান-এটিকে'র বোর্ড মিটিং কবে?

  • |
Google Oneindia Bengali News

করোনা আবহে দুই ক্লাবে দুই চিত্র। একদিকে কোয়েসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ইস্টবেঙ্গল। অন্যদিকে এটিকে মোহনবাগান ক্লাবের সংযুক্তিকরণের পর নতুন ক্লাবের নাম নিয়ে জোর চর্চা। মোহনবাগান-এটিকের মধ্যে চুক্তির স্বাক্ষর আগেই হয়ে গিয়েছে। ২০২০ সালের জানুয়ারি মাসে দুই ক্লাবের মধ্যে চুক্তি সাক্ষরিত হয়। চুক্তির সেই কপি ফেডারেশনকে ইতিমধ্যে পাঠিয়ে দেওয়াও হয়।

করোনা আবহে ফুটবলে ধাক্কা

করোনা আবহে ফুটবলে ধাক্কা

কিন্তু এখনও দুই ক্লাবের কর্তাদের নিয়ে কোনও বোর্ড তৈরি হয়ে ওঠেনি। করোনা আবহে ফাঁকা মাঠে আইএসএল ফাইনাল অন্যদিকে আই লিগ স্থগিতের পর পয়েন্টের বিচারে এগিয়ে থাকায় মোহনবাগানকে চ্যাম্পিয়ন ঘোষণা করে গত মরসুম শেষ হয়েছিল। এরপর করোনার করাল গ্রাসে ভারতীয় খেলাধুলোর জগৎ বন্ধ থাকায় বোর্ড মিটিংয়ের জন্যে দুই ক্লাবের সদস্যদের নিয়ে বোর্ড তৈরিও হয়ে ওঠেনি।

কবে বৈঠক হওয়ার কথা ছিল

কবে বৈঠক হওয়ার কথা ছিল

আগে জানা গিয়েছিল ৮ বা ১০ জুন কর্তারা বৈঠকে বসতে পারেন। কিন্তু এখন দেশে করোনা আরও ভয়ংকর রূপ নিয়েছে। ভারতে ভাইরাসে আক্রান্ত প্রায় ২ লক্ষ মানুষ। যে পরিস্থিতিতে করোনা ধাক্কায় বৈঠক আরও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা।

জুনের মিটিংয়ে কী কী নিয়ে আলোচনা

জুনের মিটিংয়ে কী কী নিয়ে আলোচনা

জুনের এই মিটিংয়ে নতুন ক্লাবের নাম, জার্সির রঙ, লোগো নিয়ে সিদ্ধান্তে আসার কথা ছিল। দুই ক্লাবের পক্ষ থেকে নতুন ক্লাবের প্রথম বোর্ড মিটিংয়ে ফ্যানেদের সব কৌতুহল দূর করা হবে বলে জানিয়ে রাখা হয়েছিল। কিন্তু জুনের শুরুতেও দেশে করোনা পরিস্থিতির কোনও উন্নতি না হওয়ায় বৈঠক ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে।

পিছিয়ে কবে

পিছিয়ে কবে

জুন মাসে পরিস্থিতির উপর নজর কেড়ে বৈঠকের মাধ্যমে সিদ্ধান্তে আসা না গেলে দুই ক্লাব জুলাই থেকে পথ চলা শুরু করতে পারে।

সোশ্যাল মিডিয়ায় প্রতীক বিকৃতির চেষ্টার অভিযোগে পুলিশের দ্বারস্থ মোহনবাগানসোশ্যাল মিডিয়ায় প্রতীক বিকৃতির চেষ্টার অভিযোগে পুলিশের দ্বারস্থ মোহনবাগান

English summary
Corona in Sports: When will atk mohun bagans first board meeting will organise,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X