For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রচারে মোহনবাগান-ইস্টবেঙ্গল

করোনার বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রচারে মোহনবাগান-ইস্টবেঙ্গল

  • |
Google Oneindia Bengali News

বিশ্বজুড়ে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। বিশ্বে আক্রান্তের সংখ্যা ১৩ লক্ষ ছাড়িয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক বিশ্বব্যাপী প্রচারে এবার অংশ হতে চলেছে মোহনবাগান-ইস্টবেঙ্গল।

করোনার বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রচারে মোহনবাগান-ইস্টবেঙ্গল

ভারতের শীর্ষস্থানীয় দুই ক্লাব হুয়ের প্রচারে যোগ দেবে। বিশ্বজুড়ে কোভিড -১৯ মহামারীজনিত কারণে লক্ষ লক্ষ মানুষকে ঘরে বসে থাকার বিষয়ে এক ক্যাম্পেনে উৎসাহিত করা হবে। ভাইরাস মোকাবিলা করার ক্ষেত্রে ঘরে গৃহবন্দি থাকাই যে একমাত্র উপায়, ভিডিও বার্তায় সেটাই সচেতন করা হবে। আর সেই প্রচারেই বড় মুখ ভারতের দুই ফুটবল ক্লাব।

করোনার বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রচারে মোহনবাগান-ইস্টবেঙ্গল

শুধু মোহন-ইস্টই নয় ফিফার সঙ্গে হুয়ের এই প্রচার উদ্যোগে বিশ্বজুড়ে আরও অনেকগুলি ক্লাব থাকতে চলেছে।

উল্লেখ্য জাতিসংঘের আন্তর্জাতিক ক্রীড়া ও উন্নয়ন দিবসে 'হ্যাস ট্যাগ বি অ্যাকটিভ' প্রচারটির উদ্বোধন হয়। যেখানে করোনা মোকাবিলায় বিশ্বকে একত্রিতভাবে ঘরে থাকার জন্য উৎসাহ দান করার ভাবনা নেওয়া হয়েছে। সেই সঙ্গে মানুষকে ঘরের থাকার পাশাপাশি 'হ্যাস ট্যাগ হেলদি অ্যাট হোম' অর্থাৎ ঘরে সুস্থ থাকতে শরীরচর্চা করার জন্যে উৎসাহ দেওয়া হচ্ছে।

করোনার বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রচারে মোহনবাগান-ইস্টবেঙ্গল

হুয়ের মতে বিশ্ববাসীকে এই জরুরী অবস্থায় স্বাস্থ্যের নিরাপত্তার জন্যে শুধু ঘরে থাকলেই হবে না, প্রতিদিন ৩০ মিনিট করে শরীরচর্চা করা উচিত। 'হেলদি অ্যাট হোম' এই প্রচারেই ফিফা এগিয়ে এসেছে। কোভিড ১৯ ভাইরাসের সংক্রমণের বিরুদ্ধে সেই প্রচারেই এবার কাজ করবে মোহন-ইস্ট।

জাতিসংঘ ও হুয়ের প্রচারে রিয়েল মাদ্রিদ সিএফ, এফসি বার্সেলোনা, লিভারপুল এফসি এবং ম্যানচেস্টার ইউনাইটেড এফসি ক্লাবও রয়েছে। এছাড়া ক্লাব আমেরিকা, সিডি গুয়াদালাজারা, বেইজিং গুয়ান এফসি, সাংহাই শেনহুয়া এফসি, মোহনবাগান এসি, ইস্টবেঙ্গল এফসি, মেলবোর্ন সিটি এফসি, সিডনি এফসি, অকল্যান্ড সিটি এফসি, টিম ওয়েলিংটন এফসি, সিএ রিভার প্লেট, অলিম্পিক ডি মার্সেই, টিপি মাজেম্বে, সিআর ফ্লেমেঙ্গো এবং এসই পালমিরাসও ক্লাব আগামী দিনে এই প্রচার উদ্যোগে যোগ দেবে।

হু সমস্ত সুস্থ ও প্রাপ্ত বয়স্কদের দিনে কমপক্ষে ৩০ মিনিটের শরীরচর্চা এবং কমপক্ষে বাচ্চাদের কমপক্ষে ৬০ মিনিট শরীরচর্চা করার পরামর্শ দিয়েছে।

করোনার বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রচারে মোহনবাগান-ইস্টবেঙ্গল

ক্যাম্পেইনে নাচ, সক্রিয় ভিডিও গেমস খেলা, দড়ি জাম্পিং এবং ঘরে সুস্থ থাকার মতো অন্য যে কোনও বিনোদন এবং ক্রিয়াকলাপকে উৎসাহ দেওয়া হচ্ছে। ভিডিওর মাধ্যমে এবার বিশ্বের বিভিন্ন দেশের ক্লাবগুলি তাঁদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ভুলে একসঙ্গে শরীরচর্চার জন্য ক্যাম্পেনে নামবে।

জাতিসংঘের সচিব আন্তোনিও গুতেরেস এই উদ্যোগ নিয়ে বলেছেন, 'ফুটবল বিশ্বের ক্লাব- খেলোয়াড় এবং অনুরাগীদের কাছে করোনা আটকাতে ঘরে থাকা ও অন্তত দিনে নির্দিষ্ট একটি রুটিন নেমে শরীরচর্চাকে নিয়মে পরিণত করার সমর্থন প্রদর্শন করতে বলেছে। এবং ক্লাব- সমর্থকদের মধ্যে প্রতিদ্বন্দ্বতী ভুলে একত্র হয়ে করোনা যুদ্ধ কাটিয়ে উঠতে ওঠার সময়।'

English summary
CoronaVirus COVID-19: Mohun Bagan- East Bengal to join UN/WHO campaign
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X