For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা সংকট কাটিয়ে ফুটবল শুরুর আগে ধাক্কা! প্রিমিয়র লিগে ৬ ক্লাবের হুমকি

করোনা সংকট কাটিয়ে ফুটবল শুরুর আগে ধাক্কা! প্রিমিয়র লিগে ৬ ক্লাবের হুমকি

  • |
Google Oneindia Bengali News

করোনা সংকট কাটিয়ে প্রিমিয়র লিগ শুরুর আগেই একাধিক সংস্যা শুরু। ৬ ক্লাবের হুমকিতে নতুন সমস্যায় ইপিএল।

চলতি সপ্তাহেই লিগ শুরুর ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছনোর সম্ভাবনা

চলতি সপ্তাহেই লিগ শুরুর ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছনোর সম্ভাবনা

প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ চাইছে চলতি সপ্তাহেই লিগ শুরুর ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছতে। জার্মানিতে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ফুটবল শুরু কথা জানানো হয়েছে। যদিও এরপরই কোনল ক্লাবে করোনা পরীক্ষায় দুই ফুটবলার ও এক সার্পোট স্টাফের সংক্রমণ ধরা পড়েছে। ইতালিতেও ফুটবল শুরু হচ্ছে। ইতিমধ্যেই সেদেশে সোমবার থেকে ব্যক্তিগত ট্রেনিং ও ১৮ মে থেকে দলগত ট্রেনিং নিয়ে সবুজ সংকেত দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে প্রিমিয়র লিগ শুরু নিয়ে লিগ কর্তৃপক্ষ দ্রুত সিদ্ধান্তে পৌঁছতে চায়।

ইপিএলে কেন ৬ ক্লাবের হুমকি

ইপিএলে কেন ৬ ক্লাবের হুমকি

লিগ শুরু করা নিয়ে এখন যখন চিন্তা রয়েছে, তার মাঝেই লিগ তালিকায় নীচের দিকে থাকা ছয় ক্লাব হুমকি দিয়েছে। অবনমন তুলে দিলে তবেই তারা বাকি লিগ খেলতে রাজি হবে বলে জানিয়েছে।

ফুটবলারদের ঝুঁকির বিষয়কে ঢাল

ফুটবলারদের ঝুঁকির বিষয়কে ঢাল

ইপিএলে এবছর বোর্নমাউথ, অ্যাস্টন ভিলা, নরউইচ, ওয়াটফোর্ড, ওয়েস্টহ্যামের মতো ক্লাবগুলির উপর অবনমনের খাঁড়া ঝুলছে। জানা গিয়েছে এই সব ক্লাব অবনমন তুলে নিলে তবেই লিগের বাকি ম্যাচ খেলতে চায়। ইতিমধ্যে ক্লাবের পক্ষ থেকে নাকি তাদের ডাক্তারদের মাধ্যমে ফুটবলারদের মাঠে নামা নিয়ে সতর্ক করা হয়েছে। খেলা শুরু হলে করোনার ঝুঁকি থাকবে, ফুটবলারদের এটাই নাকি বোঝানো হচ্ছে।

বাকি ক্লাবগুলির সিদ্ধান্ত

বাকি ক্লাবগুলির সিদ্ধান্ত

উপরের দিকের ১৩টি ক্লাব অবশ্য অন্য মরসুমের মতো অবনমনের নিয়ম মেনেই স্থগিত লিগ শুরু হোক চাইছে।

English summary
CoronaVirus in sport: Six teams wants scrapping of relegation in Premier League after football resumes
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X