For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বজুড়ে করোনা উদ্বেগের মাঝে লিওনেল মেসির কেন করোনা পরীক্ষা?

বিশ্বজুড়ে করোনা উদ্বেগের মাঝে লিওনেল মেসির কেন করোনা পরীক্ষা?

  • |
Google Oneindia Bengali News

করোনা পরবর্তী সময়ে বিশ্বজুড়ে ফুটবল শুরুর দামামা বেজে গেল। চলতি মাসে বিশ্বের প্রথম ক্লাব হিসেবে বরুসিয়া ডর্টমুন্ড করোনা পরবর্তী সময় ফুটবল খেলা শুরু করছে। এরপর স্পেন-ইতালিতে ক্রমে ফুটবল চালু হওয়ার কথা রয়েছে। সেই নিয়ে এবার প্রস্তুতি শুরু হয়ে গেল।

ক্লাবে এখন কোভিড ১৯ পরীক্ষা শুরু

স্পেনের সরকার ইতিমধ্যে করোনা পরবর্তী সময়ে ফুটবল শুরুর বিষয়ে সবুজ সংকেত দিয়েছে। তবে স্থগিত লা-লিগা কবে ফিরবে সেটা ফেডারেশন ও লিগ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। করোনা পরবর্তী সময়ে ফুটবল খেলা শুরুর ভাবনার মাঝে ক্লাবে এখন কোভিড ১৯ পরীক্ষা শুরু।

লিওনেল মেসির করোনা পরীক্ষা

বার্সেলোনার জোয়ান গাম্পার ট্রেনিং গ্রাউন্ডে বার্সেলোনা দলকে ডেকে পাঠিয়ে করোনা পরীক্ষা করা হয়েছে। বুধবার লিওনেল মেসির করোনা পরীক্ষা হয়েছে। সোয়াব নমুনা নেওয়া হয়। কার্ডিওগ্রাম, বিএমআই পরীক্ষাও হয়।

কাঁদের কাঁদের করোনা পরীক্ষা করতে আসতে দেখা গিয়েছে

মেসি সহ আঁতোয়া গ্রিজম্যান, সের্জি রবার্তো, মার্ক আন্দ্রে টের স্টেগেনকে ক্লাবে প্র্যাকটিস মাঠে এসে কোভিড -১৯ পরীক্ষা করতে দেখা যায়। মুখে মাস্ক ও হাতে গ্লাভস করে মেসি-গ্রিজম্যানরা করোনা পরীক্ষা করাতে এসেছিলেন।

করোনা উদ্বেগের মাঝে এই প্রথম প্রকাশ্যে মেসি

করোনা উদ্বেগের মাঝে এই প্রথমে মেসিকে প্রকাশ্যে দেখা গেল। সাদা রঙের টি-শার্ট পরে করোনা পরীক্ষা করাতে এসেছিলেন মেসি।

রিয়াল মাদ্রিদ ফুটবলারদেরও করোনা পরীক্ষা হয়েছে

রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের ফুটবলারদেরও করোনা পরীক্ষা হয়েছে। রিয়াল মাদ্রিদের সের্জিও র‌্যামোস, লুকা মডরিচ, ইডেন হ্যাজার্ড,কোচ জিদান অন্যদিকে অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনেকে করোনা পরীক্ষা করতে আসতে দেখা গিয়েছে।

স্পেনে কত করোনা পরীক্ষার ভাবনা

স্পেনে মাঠে বল গড়়ানোর আগে ৪২টি পেশাদার ক্লাব মিলিয়ে প্রায় ২০০০ কোভিড-১৯ পরীক্ষা করানো নিয়ে আয়োজকরা পরিকল্পনা করে রেখেছেন।

উদ্বেগ কোথায়

উদ্বেগ কোথায়

করোনা নিয়ে সরকারি কড়া নির্দেশিকা মেনেই ফুটবল শুরু করা হবে। আয়োজকদের আশঙ্কা ফুটবলারদের মধ্যে ২ শতাংশ ফল ইতিবাচক আসতে পারে। অর্থাৎ ফুটবলারদের নিয়ে মোট করোনা পরীক্ষার মধ্যে ২ শতাংশ কোভিড পসিটিভ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের কোয়ারেন্টাইনে রেখে বাকিদের ব্যক্তিগত ট্রেনিংয়ে যোগ দিতে শুরু করতে বলা হবে।

English summary
CoronaVirus in sports:Messi returns to Barcelona practice ground for Covid-19 Corona test
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X