For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউনে দেখুন মেসির ছেলের মজার ফিটনেস চর্চা

লকডাউনে দেখুন মেসির ছেলের মজার ফিটনেস চর্চা

  • |
Google Oneindia Bengali News

করোনার গ্রাসে বিশ্ব। ভাইরাসের সংক্রমণে ইতিমধ্যে ৪৯ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। সংক্রমিত ৯ লক্ষের বেশি মানুষ। ভয়াবহ পরিস্থিতিতে এখন বিশ্বজুড়ে লকডাউন। বাদ পড়েনি আর্জেন্তিনাও। করোনার করাল গ্রাস থেকে বাঁচতে আর্জেন্তিনায় লকডাউনে গৃহবন্দি লিওনেল মেসি।

বন্ধ ফুটবল, স্তব্ধ দুনিয়া

বন্ধ ফুটবল, স্তব্ধ দুনিয়া

স্পেনে ফুটবল এখন বন্ধ। ইউরোপে করোনা থাবায় ইতালি ও স্পেন সবেচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে। যেকারণে স্প্যানিশ লিগ লা -লিগা এখন অনির্দিষ্ট কালের জন্য স্থগিত রয়েছে। ফলে গৃহবন্দি অবস্থায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন মেসি-সুয়ারেজরা।

ফিটনেস চর্চায় মেসি

ফিটনেস চর্চায় মেসি

গৃহবন্দি হয়ে ফিনটেসে জোর দিয়েছেন মেসি। ব্যক্তিগত জিমে নিয়মিত গা ঘামাচ্ছেন। এবার বাবাকে দেখে মেসি পুত্রও ফিটনেস চর্চায় নেমে পড়ল। ইনস্টাগ্রামে ছেলে কিরোর ফিটনেস চর্চার মজার ভিডিও পোস্ট করেছেন লিও।

মেসির ছেলের মজার ফিটনেস চর্চা

ভিডিওতে ২ বছরের কিরোকে কীভাবে ক্রাঞ্চ এক্সারসাইজটি করতে হবে মেসি তা দেখিয়ে দেন। এরপর বাবাকে নকল করে অবিকল একই স্টাইলে কিরো এক্সারসাইজটি করে দেখায়। পরে মেসি ক্রাঞ্চ এক্সারসাইজটি করতে যান। বাবা এক্সারসাইজ সম্পূর্ণ করলে এরপর বাবার হাতে তালি দিয়ে আসে কিরো। মেসির স্ত্রী আন্তোনেলা রুকুজ্জো পুরো ভিডিওটি করেছেন।

করোনা মোকাবিলায় দান করছেন মেসি

করোনা মোকাবিলায় দান করছেন মেসি

উল্লেখ্য গৃহবন্দি থাকলে করোনা মোকাবিলায় দেশ ও ক্লাবের পাশে দাঁড়াতে ভোলেননি লিও। আর্জেন্তিনা ও স্পেনকে মিলিতভাবে মেসি ১ মিলিয়ন ইউরো দান করেছেন। সেই সঙ্গে বার্সোলোনা ক্লাবের বেতনের ৭০ শতাংশ করোনা যুদ্ধে দান করেছেন ফুটবল তারকা।

English summary
CoronaVirus lockdown: Messi's adorable two-year-old Ciro attempted work out with his dad
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X