For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনায় ২১ দিনের লকডাউনে আটকে থাকা শ্রমিকদের জন্য মানবিক বাইচুং ভুটিয়া

করোনায় ২১ দিনের লকডাউনে আটকে থাকা শ্রমিকদের জন্য মানবিক বাইচুং ভুটিয়া

  • |
Google Oneindia Bengali News

করোনার কারণে দেশজুড়ে ২১ দিনের লকডাউন পরিস্থিতি। রাজ্যে রাজ্যে আটকে পড়া মানুষদের সীমিত পুঁজি শেষ হওয়ায় সমস্যায় পড়েছেন হাজারও মানুষ। এই পরিস্থিতিতে সীমান্তও বন্ধ রয়েছে। বাংলা-সিকিম সীমান্তে আটকে বহু দিনমজুর।

করোনায় ২১ দিনের লকডাউনে আটকে থাকা শ্রমিকদের জন্য মানবিক বাইচুং ভুটিয়া

কঠিন এই অবস্থায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়া। মারণ ভাইরাস আটকাতে দেশে এখন ২১ দিন জরুরী লকডাউন ঘোষণ করেছে কেন্দ্রে। লকডাউনে গণপরিবহন বন্ধ রয়েছে। বাস, ট্রেন, বিমান সবধরনের পরিষেবাই বন্ধ রাখা হয়েছে। এই অবস্থায় কাজ করতে গিয়ে বাংলা আর বিহারের শ্রমিকরা সিকিম বর্ডারে আটকে রয়েছেন। তাদের জন্যেই সাহায্য নিয়ে হাজির বাইচুং ভুটিয়া।

ভারতের প্রাক্তন ফুটবলার বাইচুং এই মুহূর্তে শিলিগুড়িতে রয়েছেন। সেখানেই তাঁর কাছে সিকিমে আটকে পড়া বাংলা-বিহারের শ্রমিকদের খবর পৌঁছয়। আটকে পড়া মানুষরা লকডাউনের ছয় দিন শেষে সমস্যায় রয়েছে জানতে পেরে সাহায্যের জন্যে উদ্যোগী হন বাইচুং।

পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বাইচুং জানিয়েছেন, গ্যাংটকে নির্মীয়মান বাড়িতে ১০০ জনের বেশি শ্রমিককে আশ্রয় দেওয়া হয়েছে। সেখানে তাঁদের মেডিক্যাল সার্পোটও দেওয়া হবে। শ্রমিকদের মধ্যে কেউ এখনও করোনা আক্রান্ত বলে খবর পাওয়া যায়নি।

সিকিমে আটকে পড়া শ্রমিকদের গ্যাংটকে নিজের বাড়িতেই থাকার ব্যবস্থা করে দিয়েছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক। শুধু থাকার জন্য লকডাউনে ঘরে না ফেরা পর্যন্ত এই মানুষরা আপতত বাইচুংয়ের বাড়িতেই থাকতে চলেছেন।

পরে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তাঁদের ঘরে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। বাইচুংয়ের বাড়িতে শ্রমিকদের খাবার ব্যবস্থাও করা দেওয়া হচ্ছে। বাইচুংয়ের ক্লাব ইউনাইটেডের সিকিমের কর্তারা প্রাক্তন ফুটবলারের কথায় এই ব্যবস্থা করেছেন। আটকে পড়া শ্রমিকদের জন্যে কেউ সাহায্য় করতে চাইলে সিকিম ইউনাইটেডের এক কর্তার নম্বর দিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করার জন্যে ফেসবুকে জানিয়েছেন বাইচুং।

English summary
Coronavirus Pandemic: Indian football icon Bhaichung Bhutia offers shelter to migrant workers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X