For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার জেরে ঘরবন্দি রোনাল্ডোর 'লিভিং রুম কাপ' চ্যালেঞ্জ, অংশ নেবেন নাকি?

করোনার জেরে ঘরবন্দি রোনাল্ডোর 'লিভিং রুম কাপ' চ্যালেঞ্জ, অংশ নেবেন নাকি?

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের জেরে প্রায় স্তব্ধ বিশ্ব। স্বাভাবিক জনজীবন পুরোপুরি অচল হওয়ার পাশাপাশি বন্ধ রাখা হয়েছে সব ধরনের ক্রীড়া টুর্নামেন্ট। সাধারণ মানুষের মতোই ঘরে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন খেলোয়াড়েরা। তাঁদেরই মধ্যে অন্যতম পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ঘরবন্দি অবস্থায় সুস্থ ও ফিট থাকার জন্য ফ্যানদের কোন নতুন চ্যালেঞ্জ দিলেন, তা দেখে নেওয়া যাক।

করোনা ভাইরাসের প্রভাব

করোনা ভাইরাসের প্রভাব

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের বলি হয়েছেন প্রায় ৭০ হাজার মানুষ। আক্রান্তের সংখ্যা ১৩ লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছে। কেবল ইতালিতে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লক্ষ তিরিশ হাজার মানুষ। মৃত্যু হয়েছে প্রায় ১৬ হাজার মানুষের। মারণ ভাইরাসের ব্যাপক প্রভাব পড়েছে আমেরিকা, স্পেন, জার্মানি, ফ্রান্স, ব্রিটেনের মতো ইউরোপের দেশগুলি।

বন্ধ ফুটবল

বন্ধ ফুটবল

করোনা ভাইরাসের প্রভাবে ইতালিতে বন্ধ করে দেওয়া হয়েছে ঐতিহ্যবাহী ফুটবল লিগ সিরি এ। ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ, স্পেনের লা লিগা, জার্মানির বুন্দেশলিগা ও ফ্রান্সের লিগ ওয়ান-ও মারণ ভাইরাসের প্রভাবে স্থগিত করে দেওয়া হয়েছে। ফলে ঘরে বসেই সময় কাটাচ্ছেন ফুটবলাররা। সঙ্গে চলছে শরীরচর্চাও।

ঘরবন্দি রোনাল্ডো

ঘরবন্দি রোনাল্ডো

বিশ্বের অন্যান্য ফুটবলারের মতো ঘরবন্দি রয়েছেন পর্তুগিজ ও সিরি এ খ্যাত ক্লাব জুভেন্তাস তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যদিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় নিজেকে পুরোপুরি সচল রেখেছেন সিআর সেভেন। কখনও সন্তানদের সঙ্গে তো কখনও বান্ধবীর সঙ্গে বিভিন্ন মুহূর্তের ছবি পোস্ট করতে দেখা যাচ্ছে তাঁকে।

লিভিং রুম কাপ

ঘরে বসে শুধুই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, তেমনটা কিন্তু নয়। নিজেকে ফিট রাখতে প্রতিনিয়ত শারীরিক কসরতও করে চলেছেন তিনি। এবার ইনস্টাগ্রামে নিজের কোর ক্রাশারের ভিডিও পোস্ট করলেন সিআর সেভেন। ৪৫ সেকেন্ডে ১৪২ বার রেপস করলেন তিনি। ভক্তদের তাঁকে ছাপিয়ে যাওয়ার চ্যালেঞ্জও দিলেন পর্তুগিজ তারকা।

English summary
Cristiano Ronaldo gives Living Room Cup Challenge to stay active in home
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X