For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেসির ক্লাব বার্সেলোনায় যাচ্ছেন রোনাল্ডো! ফুটবল দুনিয়া জুড়ে হইচই

লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনা দলে খেলতে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কীভাবে জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

কেরিয়ারের শেষবেলার কী একই ক্লাবে রোনাল্ডো-মেসি! ফুটবলমহলে এমন জল্পনাই মাথা চাড়া দিয়েছে। করোনা পরবর্তী চ্যাম্পিয়ন্স লিগের প্রত্যাবর্তনে রোনাল্ডোর সময়টা একেবারেই ভালো যায়নি। চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার থেকেই রোনাল্ডোর দল জুভেন্তাস ছিটকে গিয়েছে। এরপরই নাকি শোনা যাচ্ছে, ক্লাব বদল নিয়ে ভাবছেন সি আর সেভেন। এবার রোনাল্ডোকে অফার করল বার্সেলোনা। ফুটবল মহলে এই খবরে হৈচৈ পড়ে গিয়েছে।

মেসির পাশে খেলতে পারেন রোনাল্ডো

মেসির পাশে খেলতে পারেন রোনাল্ডো

ফুটবলমহলে জোর গুঞ্জন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাব ছাড়ার ভাবনা জানতে পেরেই তাঁকে নাকি অফার করেছে বার্সেলোনা। জল্পনা সত্যি হলে মেসির পাশে খেলতে পারেন রোনাল্ডো।

রোনাল্ডোর মতো মেসির ক্লাব ছাড়া নিয়েও জল্পনা

রোনাল্ডোর মতো মেসির ক্লাব ছাড়া নিয়েও জল্পনা

অন্যদিকে রোনাল্ডোর মতো মেসির ক্লাব ছাড়া নিয়েও জল্পনা চলছে। দলের খারাপ পারফর্ম্যান্সের কারণেই নাকি ম্যানেজমেন্টের সঙ্গে মেসির সমস্যা হচ্ছে। ২০২১ সালে চুক্তি শেষ হলে মেসি নাকি ক্লাব ছাড়তে চান। যদিও বার্সালোনা প্রেসিডেন্ট অগাস্টে এক সাক্ষাৎকারে মেসি বার্সাতেই তাঁর ক্লাব কেরিয়ার শেষ করবেন বলে জোর গলায় জানিয়েছেন।

করোনার পর ফুটবল অর্থনীতির ধাক্কার মাঝে রোনাল্ডোর উপর বিনিয়োগ?

করোনার পর ফুটবল অর্থনীতির ধাক্কার মাঝে রোনাল্ডোর উপর বিনিয়োগ?

করোনা পরবর্তী সময়ে মেসি-রোনাল্ডোকে এখন একই ক্লাবে রাখা অলীক স্বপ্ন। এমনিতেই কোভিড পরিস্থিতিতে বিশ্বজুড়ে আর্থিক ধাক্কা তৈরি হয়েছে। ফুটবলের অর্থনীতিতেও করোনার প্রভাব পড়েছে। যেকারণে ইউরোপের বিভিন্ন দল নতুন ট্রান্সফার উইন্ডোতে দামি ফুটবলারদের ছেড়ে দিতে ক্লাবের কোষাগার ভরাতে চাইছেন। এই পরিস্থিতিতে বার্সলোনা, মেসি ও রোনাল্ডো ফুটবলগ্রহের দুই মহাতারকার খরচ বহন করতে পারবে কিনা, সেই নিয়ে বড় প্রশ্ন রয়েছে।

পিএসজিতে যেতে পারেন রোনাল্ডো

পিএসজিতে যেতে পারেন রোনাল্ডো

ক্রিশ্চিয়ানো নিয়ে দিন কয়েক আগেই এই খবর প্রকাশ পেয়েছে। যেখানে ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেইন রোনল্ডোকে নিতে আগ্রহ দেখিয়েছে বলে গুঞ্জন। সেক্ষেত্রেই রোনাল্ডোকে নিতে গেলে ফ্রান্সের ক্লাবকে নেইমারকে ছাড়তে হবে। করোনা ধাক্কার পর ক্লাবগুলি এখন এমন বড় ঝুঁকি নেওয়ার সাহস দেখাতে পারে কিনা, সেটাই এখন দেখার।

করোনায় কাঁপছে বিশ্ব, হঠাৎ কেন দিয়েগো মারাদোনাকে ক্লাবে আসতে নিষেধকরোনায় কাঁপছে বিশ্ব, হঠাৎ কেন দিয়েগো মারাদোনাকে ক্লাবে আসতে নিষেধ

English summary
Cristiano Ronaldo has been offered by Barcelona,would pair with Lionel Messi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X