For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনায় ক্ষতিগ্রস্ত ফুটবল অর্থনীতি, তৃতীয় সিরি এ-র লক্ষ্যে রোনাল্ডো কি জুভেন্তাসে থাকছেন?

করোনায় ক্ষতিগ্রস্ত ফুটবল অর্থনীতি, তৃতীয় সিরি এ-র লক্ষ্যে রোনাল্ডো কি জুভেন্তাসে থাকছেন?

  • |
Google Oneindia Bengali News

একদিকে বার্সেলোনার লিওনেল মেসির ক্লাব ছাড়া নিয়ে যখন জল্পনা তু্ঙ্গে তখন তাঁর চিরপ্রতিন্দ্বী ক্রিশ্চিয়োনা রোনাল্ডো আরও এক মরসুম জুভেন্তাসে থাকার ইঙ্গিত দিয়ে রাখলেন।

সিরি এ লিগে জুভেন্তাসকে চ্যাম্পিয়ন করেছেন রোনাল্ডো

সিরি এ লিগে জুভেন্তাসকে চ্যাম্পিয়ন করেছেন রোনাল্ডো

সম্প্রতি ক্লাবকে সিরি এ লিগে চ্যাম্পিয়ন করেছেন রোনাল্ডো। ইতালির ক্লাবে যোগ দেওয়ার পর টানা দুই মরসুম জুভেন্তাসকে ইতালির সেরা করলেন। এরপর আরও এক মরসুম ইতালির ক্লাবে থাকার ইচ্ছাপ্রকাশ করেছেন সি আর সেভেন।

করোনার কারণে ফুটবল দুনিয়ায় আর্থিক সংকট

করোনার কারণে ফুটবল দুনিয়ায় আর্থিক সংকট

করোনা ভাইরাসের জেরে বিশ্বের অর্থনীতি অনেকটাই ক্ষতিগ্রস্ত। যার হাত থেকে ফুটবল ক্লাবগুলিও রেহাই পায়নি। আর্থিক সমস্যার জেরে ক্লাবের ফুটবলারদের বেতন কাটাও ঘটনাও ঘটেছে। পাশাপাশি ফুটবলবিশ্বের ট্রান্সফার মার্কেটেও প্রভাব পড়তে চলেছে।

রোনাল্ডোকে বিক্রি করা নিয়ে জল্পনা

রোনাল্ডোকে বিক্রি করা নিয়ে জল্পনা

সেই কারণেই মনে করা হচ্ছিল, আর্থিক সমস্যার জেরবার ইতালিয়ান ক্লাবগুলি সেরা ফুটবলারদের বিক্রি করতে পারে। জুভেন্তাস আর্থিক ধাক্কা থেকে বাঁচতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বিক্রি করে দিতে পারে বলেও শোনা যাচ্ছিল। পর্তুগিজ সুপারস্টার সেই জল্পনা অবশ্য উড়িয়ে দিলেন। আরও এক মরসুম তিনি তুরিনের ক্লাবেই থাকতে চলেছেন বলে সি আর সেভেন জানিয়েছেন।

তৃতীয় সিরি এ শিরোপার খোঁজে রোনাল্ডো

তৃতীয় সিরি এ শিরোপার খোঁজে রোনাল্ডো

প্রসঙ্গত শেষবার রিয়াল মাদ্রিদকে টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি দিয়েছিলেন। এরপরই জুভেন্তাসে আসেন ক্রিশ্চিয়ানো। জুভেন্তাসে এসে টানা দুই মরসুমে দুবার দলকে ইতালি সেরা করার পর এবার হ্যাটট্রিক করে টানা তৃতীয় সিরি এ শিরোপা জেতার লক্ষ্যে এগোতে চান বলে রোনাল্ডো জানিয়েছেন।

আইএসএল নিশ্চিত নয় ইস্টবেঙ্গলের, অন্য ক্লাব খুঁজছেন ইরানের ওমিদআইএসএল নিশ্চিত নয় ইস্টবেঙ্গলের, অন্য ক্লাব খুঁজছেন ইরানের ওমিদ

English summary
Cristiano Ronaldo hints to stay in Juventus stay for 1 more year
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X