For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপের জন্য এক বুলফাইটারকে ব্যক্তিগত দেহরক্ষী নিযুক্ত করলেন রোনাল্ডো

আসন্ন বিশ্বকাপের আগে একাধিকবার বিভিন্ন ভাবে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে হুঙ্কার ছেড়েছে আইএস। প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়েছে।

Google Oneindia Bengali News

আসন্ন বিশ্বকাপের আগে একাধিকবার বিভিন্ন ভাবে লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে হুঙ্কার ছেড়েছে আইএস। বিশ্বকাপে খেলতে এলে তাঁরা আর নিজেদের দেশে ফিরবেন না, এমনও হুমকি দেওয়া হয়েছে। এই হুমকিগুলিকে যে একেবারেই ভুয়ো ভেবে উড়িয়ে দেননি সিআর ৭, তা বোঝা গেল বিশ্বকাপের আগে নেওয়া রোনাল্ডোর এক সিদ্ধান্ত থেকে।

বিশ্বকাপের জন্য এক বুলফাইটারকে ব্যক্তিগত দেহরক্ষী নিযুক্ত করলেন রোনাল্ডো

আসন্ন বিশ্বকাপের জন্য বিশ্বের অন্যতম সেরা বুলফাইটার নুনো মাহকসকে ব্যক্তিগত দেহরক্ষী করে রাশিয়ায় নিয়ে যাচ্ছেন পর্তগিজ মহাতারকা।

রোনাল্ডোর ঘনিষ্ঠ মহল থেকে জানাগিয়েছে যে, নিয়মিত ষাঁড়ের লড়াই দেখে থাকেন সিআর ৭। সেখানেই তাঁর নজরকাড়ে নুনো। স্রেফ বাহুবলে যে ভাবে একের পর এক ষাঁড়কে কুপোকাত করেন নুনো, তা দেখেই নুনোকে তাঁর সফরসঙ্গী করার সিদ্ধান্ত নেন রোনাল্ডো। কারণ রোনাল্ডো মনে করেন তাঁর দেখা অন্যতম শক্তিশালী মানুষ নুনো।

বিশ্বকাপের জন্য এক বুলফাইটারকে ব্যক্তিগত দেহরক্ষী নিযুক্ত করলেন রোনাল্ডো

রাশিয়া বিশ্বকাপের মূল আকর্ষণ থাকবেন মেসি এবং রোনাল্ডো। ফলে তাঁদের দু'জনকে ঘিরেই যে সমর্থকদের উন্মাদনা বেশি থাকবে, তাও জানেন রোনাল্ডো। আর এটাকে সামলানোর জন্য নুনোকে নেওয়া। রাশিয়াতে বাইরের কেউ যাতে তাঁর কাছে পৌছতে না পারে সেই কারণেই এই ব্যবস্থা। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও রোনাল্ডোর দেহরক্ষী হিসেবে উপস্থিত ছিলেন নুনো মাহকস।

English summary
Cristiano Ronaldo selected a bullfighter as his personal bodyguard.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X