
জেমসের বান্ধবী
জেমস রডরিগেজ সম্প্রতি যে বান্ধবীতে মজে রয়েছেন তিনি হলেন হেলগা। রাশিয়ান এই মডেল ঘুম উড়িয়ে দিয়েছেন জেমসের।

কোথায় আলাপ
এক পার্টিতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোই হেলগার সঙ্গে জেমসকে আলাপ করিয়ে দেন।

হেলগার জনপ্রিয়তা
নেট মহলে দারুণ জনপ্রিয় তন্বী এই মডেল। ইনস্টাগ্রাম প্রোফাইলে তাঁর ফলোয়ারের সংখ্যা ৩৫ লক্ষ।

আলাপের সূত্রপাত
রোনাল্ডো আলাপ করিয়ে দেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় একে অপেরর ছবিতে লাইক দেওয়া দিয়ে সম্পর্কের শুরু। তারপর শুরু অনলাইন চ্যাটিং।

জেমসের সম্পর্কের অবস্থা
এই মুহূর্তে সিঙ্গল জেমস রডরিগেজ কিন্তু ঘটনাক্রম যেভাবে এগোচ্ছে তাতে সিঙ্গল থাকা আর বেশিদিন হবে না। জুলাইতে নিজের আগের স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন তিনি।

হেলগার শুভেচ্ছা
সম্প্রতি কলম্বিয়া জেতার পরও হেলগা নিজের শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন জেমস রডরিগেজকে

বিয়ের বাঁশ কী বাজবে
জেমস রডরিগেজ এই মুহূর্তে বায়ার্ন মিউনিখের হয়ে খেলছেন, তবে হেলগার সঙ্গে ছাদনাতলায় যাবেন কিনা সেটা লাখ টাকার প্রশ্ন।