For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আন্তর্জাতিক গোলের সেঞ্চুরি থেকে কত দূরে রোনাল্ডো জেনে নিন, ইউরো ২০২০-র মূলপর্বে পর্তুগাল

পর্তুগালের জার্সিতে ১০০তম গোলের আরও কাছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রবিবার ইউরো ২০২০-র যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে লুক্সেনবুর্গের বিরুদ্ধে ২-০ গোলে ম্যাচ জিতল পর্তুগাল।

  • |
Google Oneindia Bengali News

পর্তুগালের জার্সিতে ১০০তম গোলের আরও কাছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রবিবার ইউরো ২০২০-র যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে লুক্সেনবুর্গের বিরুদ্ধে ২-০ গোলে ম্যাচ জিতল পর্তুগাল। ম্যাচের জয়সূচক শেষ গোলটি ক্রিশ্চিয়ানোর রোনাল্ডোর। এই গোলের ফলে দেশের জার্সিতে ৯৯ তম গোল করে ফেললেন সি আর সেভেন।

আন্তর্জাতিক গোলের সেঞ্চুরি থেকে কত দূরে রোনাল্ডো জেনে নিন, ইউরো ২০২০তে যোগ্যতা পেল পর্তুগাল

লুক্সেনবুর্গের বিরুদ্ধে এই জয়ের ফলে ২০২০ সালে ইউরোতে জায়গা পাকা করল পর্তুগাল। শেষবার ২০১৬ সালে রোনাল্ডোর অধিনায়কত্বে ইউরো কাপ জিতেছিল পর্তুগিজরা। প্রসঙ্গত এদিন দুটি গোল করলেই দেশের হয়ে একশো গোলের কীর্তি ছুঁতে পারতেন রোনাল্ডো। এই নজির গড়ার জন্য রোনাল্ডোকে অবশ্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। ৯৯ তম গোল করে এই মুহূর্তে ১ গোলের খোঁজে সি আর সেভেন। লুক্সেনবুর্গের বিরুদ্ধে পর্তুগালের হয়ে ৩৯ মিনিটে প্রথম গোলটি করেন ব্রুনো ফার্নান্ডেজ।

<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">Cristiano Ronaldo has scored more goals for Portugal in 2019 than any other year since his debut in 2003 📈<br><br>He’s 34 years old. <a href="https://t.co/xB5X3RSlkC">pic.twitter.com/xB5X3RSlkC</a></p>— ESPN FC (@ESPNFC) <a href="https://twitter.com/ESPNFC/status/1196123352542437377?ref_src=twsrc%5Etfw">November 17, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

অন্যদিকে ম্যাচ বাঁচাতে রোনাল্ডোর মনসংযোগ বিগড়ে দিতে গ্যালারি থেকে শব্দব্রহ্মে লুক্সেনবুর্গ ফ্যানেরা মেসির নামে জয়ধ্বনি তুলতে থাকে। শেষ পর্যন্ত অবশ্য গোল করে বিরোধী দলের সমর্থকদের চুপ করিয়ে দেন ক্রিশ্চিয়ানো। প্রসঙ্গত কেরিয়ারে এই বছরই দেশের হয়ে সবচেয়ে বেশি ১৪টি গোল করলেন। এর আগে ২০১৬ সালে দেশের হয়ে সর্বোচ্চ ১৩টি গোল করেছিলেন রোনাল্ডো।

দেশের জার্সিতে সর্বাকালীন গোলের রেকর্ড থেকে এই মুহূর্তে ১০ গোল পিছনে রয়েছেন সি আই সেভেন। আন্তর্জাতিক ফুটবলে দেশের হয়ে সবচেয়ে বেশি ১০৯টি গোল করে ইরানের ফুটবলার আলি দেই নজির গড়েছিলেন।

English summary
Cristiano Ronaldo scored his 99th international goal, Portugal Qualify For Euro 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X