For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার পর ফিরে পেনাল্টি মিসে সমালোচনা! যোগ্য জবাব দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

পেনাল্টিতে ফের গোল রোনাল্ডোর, বড় জয় জুভেন্তাসের

  • |
Google Oneindia Bengali News

করোনা পরবর্তী ফুটবলে প্রত্যাবর্তনটা সুখকর ছিল না। মাঠে ফিরে এ সি মিলানের বিরুদ্ধে কোপা ইতালিয়ার বিরুদ্ধে পেনাল্টি মিস করেছিলেন। যার পর রোনাল্ডোকে নিয়ে জোর সামলোচনা হয়। কোপা ইতালিয়ার ফাইনালে নাপোলির বিরুদ্ধে ফর্মের ধারেকাছে ছিলেন না ক্রিশ্চিয়ানো। পরের দুই ম্যাচে এবার নিজের জাত চেনালেন পর্তুগাল মহাতারকা।

পেনাল্টি নিলেন ক্রিশ্চিয়ানো

পেনাল্টি নিলেন ক্রিশ্চিয়ানো

ইতালির সিরি এ লিগে টানা দুই ম্যাচে পেনাল্টি থেকে গোল করলেন ক্রিশ্চিয়ানো। গত ম্যাচে বোলোগনার বিরুদ্ধে পেনাল্টিতে গোল করার পর এবার শুক্রবার রাতে লিচের বিরুদ্ধে পেনাল্টিতে গোল করলেন রোনাল্ডো। ৪-০ গোলে ম্যাচ জিতল জুভন্তাস।

 রোনাল্ডোর গোল

রোনাল্ডোর গোল

দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটে পোনাল্টি থেকে রোনাল্ডো গোল করেন। ডি-বক্সের ভেতর ফাউলের শিকার হন ক্রিশ্চিয়ানো। স্পটকিক থেকে গোল করে স্কোরশিটে নাম তোলেন রোনাল্ডো। চলতি লিগে এটি তাঁর ২৩তম গোল।

করোনাকে হারিয়ে মাঠে ফিরে ধারাবাহিকতা দিবালার

করোনাকে হারিয়ে মাঠে ফিরে ধারাবাহিকতা দিবালার

অন্যদিকে করোনার বিরুদ্ধে যুদ্ধ জয়ের পর মাঠে ফিরে জুভেন্তাসের জার্সিতে আর্জেন্তাইন ফুটবলার পাওলো দিবালা ধারাবাহিকতা দেখাচ্ছেন। বোলোগনার বিরুদ্ধে গত ম্যাচে গোল করার পর এবার লিচের বিরুদ্ধে শুক্রবার রাতে ম্যাচে প্রথম গোলটি দিবালা করেন। দ্বিতীয়ার্ধে ফিরে অষ্টম মিনিটেই জাল খুঁজে নেন দিবালা। প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুল পাস বল পেয়েছিলেন রোনাল্ডো। তিনি সেটি দিবালার পায়ে এগিয়ে দিলে, ডি-বক্সের বাইরে থেকে দর্শনীয় শটে দিবালা ম্যাচের প্রথম গোলটি করেন।

ম্যাচের স্কোর

ম্যাচের স্কোর

জুভেন্তাসের হয়ে ৮৩মিনিটে গঞ্জালো হিগুয়েন গোলের তালিকায় যোগ দেন। দিবালার পরিবর্তিত খেলোয়াড় হিসেবে তাঁকে ৭৭ মিনিটে নামানো হয়েছিল। গোল করতে মাত্র ৫ মিনিট সময় নেন তিনি। রোনাল্ডোর ব্যাকহিলে পাওয়া বলে ঠাণ্ডা মাথায় গোল করেন হিগুয়েন। এরপর ডগলাস কোস্তার কাছ থেকে বল পেয়ে ম্যাথিয়াস ডি লিট ৮৫ মিনিটে গোল করে লিচের কফিনে শেষ পেরেক ঠুকে দেন। জুভে ম্যাচ জিতল ৪-০ ব্যবধানে।

 পয়েন্ট টেবিল

পয়েন্ট টেবিল

এ জয়ের পর ২৮ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান জাঁকিয়ে বসল জুভেন্টাস। এক ম্যাচ কম খেলে ৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে লাজিও।

English summary
Cristiano Ronaldo scored in penalty for Juventus,team win by 4-0 goals agianst Lecce
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X