For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফাইনালে হেরেও নতুন রেকর্ড গড়লেন ক্রোয়েশিয়ার মারিও মান্ডজুকিচ

বিশ্বকাপে ৬টি ম্যাচ খেলে ৩টি গোল করেছেন মারিও মান্ডজুকিচ। ফাইনালেও দলের হয়ে একটি গোল করেছেন তিনি। তবে ফাইনালে এক অনভিপ্রেত রেকর্ড করে নতুন দৃষ্টান্ত তৈরি করলেন ক্রোয়েশিয়ার এই স্ট্রাইকার।

  • |
Google Oneindia Bengali News

বিশ্বকাপে ৬টি ম্যাচ খেলে ৩টি গোল করেছেন মারিও মান্ডজুকিচ। ফাইনালেও দলের হয়ে একটি গোল করেছেন তিনি। তবে ফাইনালে এক অনভিপ্রেত রেকর্ড করে নতুন দৃষ্টান্ত তৈরি করলেন ক্রোয়েশিয়ার এই স্ট্রাইকার।

নতুন রেকর্ড গড়লেন ক্রোয়েশিয়ার মারিও মান্ডজুকিচ

এদিন খেলার শুরু থেকেই ফরাসি ডিফেন্সে বারবার আক্রমণ করে কাঁপুনি ধরিয়ে দিচ্ছিল ক্রোয়েশিয়া। অন্যতম নেতৃত্ব দিচ্ছিলেন মান্ডজুকিচ। তবে ১৮ মিনিটের মাথায় নিজেদের রক্ষণে নেমে এসে গোল বাঁচাতে গিয়ে গ্রিজম্যানের বল মান্ডজুকিচের মাথা ছুঁয়ে গোলে চলে গেল। চকিতে বল ড্যানিয়েল সুবাসিচের চোখের সামনে দিয়ে জড়িয়ে যায় গোলে। ক্রোট গোলরক্ষকের কিছু করার ছিল না।

ফলে না চাইতেও মান্ডজুকিচ আত্মঘাতী গোল করে দলকে পিছিয়ে দেন। এর আগে কোনও বিশ্বকাপের ফাইনালে আত্মঘাতী গোল হয়নি। মান্ডজুকিচ সেই গোল করে রেকর্ড করলেন।

যদিও ম্যাচের ৬৯ মিনিটের মাথায় ফরাসি গোলকিপার উগো লোরিসের ভুলে ক্রোয়েশিয়ার হয়ে গোল করে ব্যবধান কমিয়ে ৪-২ করেন মান্ডজুকিচ। সেটাও একটি রেকর্ড হয়ে থাকল। কারণ ফিফা বিশ্বকাপ ফাইনালে দুই দলের হয়ে এর আগে কোনও খেলোয়াড় গোল করেননি।

১৯৭৮ বিশ্বকাপে নেদারল্যান্ডসের এরনি ব্র্যান্ডস দ্বিতীয় পর্যায়ের ম্যাচে ইতালির বিরুদ্ধে খেলতে নেমে প্রথমে ১৯ মিনিটে আত্মঘাতী গোল করেন। পরে ৪৯ মিনিটে নিজেই সমতা ফেরান ডাতদের হয়ে। পরে হান-এর ৭৬ মিনিটে করা গোলে নেদারল্যান্ডস ২-১ ব্যবধানে জেতে। তবে এদিন মান্ডজুকিচের দল জিততে পারল না। তাহলে আর এক ইতিহাস তৈরি হতো।

English summary
Croatia's Mario Mandzukic is the only player in the Fifa World cup history to score a goal and own goal in the final against France
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X