For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পরপর পেনাল্টি আটকে বিশ্বকাপে নয়া রেকর্ড ক্রোয়েশিয়ার সুবাসিচের

বিশ্বকাপে এক নয়া রেকর্ড গড়লেন ক্রোয়েশিয়ার গোলকিপার ড্যানিয়েল সুবাসিচ।

  • |
Google Oneindia Bengali News

বিশ্বকাপে এক নয়া রেকর্ড গড়লেন ক্রোয়েশিয়ার গোলকিপার ড্যানিয়েল সুবাসিচ। শেষ ১৬-র ম্যাচে ডেনমার্ককে ৩-২ গোলে হারায় ক্রোয়েশিয়া। ১২০ মিনিটের পর খেলা ১-১ ছিল। পরে গোলকিপার সুবাসিচ দারুণ সেভ করে দলকে উতরে দেন। মোট তিনটি সেভ করেন তিনি।

পরপর পেনাল্টি আটকে বিশ্বকাপে নয়া রেকর্ড ক্রোয়েশিয়ার সুবাসিচের

তারপরে এদিন রাশিয়ার বিরুদ্ধে ফের পরপর দুদিন পেনাল্টি শ্যুটে দলকে বাঁচিয়ে সেমিফাইনালে তুললেন ড্যানিয়েল সুবাসিচ। এদিন স্মোলোভের প্রথম পেনাল্টিটাই বাঁচিয়ে দেন তিনি।

ফলে বিশ্বকাপে চারটি পেনাল্টি বাঁচিয়ে তিনি ছুঁয়ে ফেললেন আর্জেন্তিনার গোলকিপার সের্গিও গোয়কোচিয়া ও পশ্চিম জার্মানির গোলকিপার হেরাল্ড শ্যুমাখারকে।

এই দুই প্রাক্তন গোলকিপার নিজেদের দেশের হয়ে বিশ্বকাপে চারটি করে পেনাল্টি বাঁচিয়েছিলেন। এদিন ক্রোয়েশিয়াকে পেনাল্টি বাঁচিয়ে সেমিতে তুলে সেই দলে নাম লেখালেন সুবাসিচও।

প্রসঙ্গত এদিন ক্রোয়েশিয়া টাইব্রেকারে ৪-৩ গোলে রাশিয়ার বিরুদ্ধে জিতে সেমি ফাইনালে পৌঁছে গেল। সেমিতে তাঁদের খেলতে হবে ইংল্যান্ডের বিরুদ্ধে। ১২০ মিনিটের মধ্যে ২-২ ফল হওয়ায় পেনাল্টিতে যায় ম্যাচ। সেখান থেকে ক্রোয়েশিয়া ম্যাচ জেতে।

English summary
Croatian goalkeeper Danjiel Subasic has stopped 4 penalties and created new record at the Fifa World Cup 2018
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X