For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্রোয়েশিয়ার মহিলা প্রেসিডেন্ট কলিন্ডা কাঁপাচ্ছেন বিশ্বকাপের বাজার


 ক্রোয়েশিয়ার প্রথম এবং একমাত্র মহিলা প্রেসিডেন্ট কলিন্ডা গ্র্যাবার-কিতারোভিচ কাঁপাচ্ছেন বিশ্বকাপের বাজার।

  • |
Google Oneindia Bengali News

ক্রোয়েশিয়ার প্রথম এবং একমাত্র মহিলা প্রেসিডেন্ট কলিন্ডা গ্র্যাবার-কিতারোভিচ কাঁপাচ্ছেন বিশ্বকাপের বাজার। ক্রোট খেলোয়াড়দের মধ্যে অনেকে জনপ্রিয় হলেও যবে থেকে কলিন্ডা রাশিয়ায় এসেছেন, তিনিই লাইমলাইটে রয়েছেন। ক্রোয়েশিয়া দলকে নিয়ে যত আলোচনা হচ্ছে, তার চেয়েও রাশিয়ান মিডিয়া তথা অন্যান্য দেশের সংবাদমাধ্যম কলিন্ডাকে নিয়ে বেশি আলোচনা করছেন।

গ্যালারিতে কলিন্ডা

গ্যালারিতে কলিন্ডা

কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া বনাম রাশিয়া ম্যাচে কলিন্ডা মাঠে উপস্থিত ছিলেন। তাঁকে দেখেই গোটা গ্যালারি তেতে ওঠে। ক্রোটরা সেই ম্যাচে রাশিয়াকে টাই ব্রেকারে হারিয়ে জয়ঔও পায়।

 খেলা দেখতে রাশিয়ায়

খেলা দেখতে রাশিয়ায়

চার্টার্ড ফ্লাইটে কলিন্ডা ক্রোয়েশিয়া থেকে রাশিয়ায় এসেছেন। সঙ্গে ছিলেন অনেক ক্রোট ফুটবল ভক্ত। ফিফা প্রেসিডেন্ট গিয়ানি ইনফান্তিনো ও রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের সঙ্গে বলে খেলা দেখেন।

 সাধারণ দর্শক

সাধারণ দর্শক

ফিফা প্রেসিডেন্টের সঙ্গে গিয়ে দেখা করে এলেও ভিআইপি বক্সে বসে খেলা দেখেননি কলিন্ডা। কারণ ভিআইপি বক্সে টি-শার্ট পরা মানা রয়েছে। আর কলিন্ডা দেশের জার্সি পরে খেলা দেখতে এসেছিলেন। তাই তিনি গ্যালারিতে বসে খেলা দেখেন।

কলিন্ডার গুণ

পঞ্চাশ বছর বয়সী ক্রোট প্রেসিডেন্ট ২০১৫ সালে ক্ষমতায় আসেন। ক্রোট, ইংরেজি, স্প্যানিশ ও পর্তুগিজ ভাষায় সাবলীলভাবে তিনি কথা বলতে পারেন। এছাড়া জার্মান, ফরাসি ও ইতালিয়ান ভাষা তিনি বুঝতে পারেন।

English summary
Croatian President Kolinda Grabar-Kitarovic attends Fifa World Cup 2018 at Russia and stole the limelight
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X