For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডুবল সবুজ-মেরুনের পালতোলা নৌকা, শেষ ম্যাচে ড্র করলেই চ্যাম্পিয়ন আইজল

আইজলকে হারিয়ে গৌরব অর্জন করাটা ছিল স্বপ্ন। কিন্তু সেই আইজলের কাছেই হেরে বসল মোহনবাগান। এবার বোধহয় তিরে এসে তরী ডুবল। শেষ ম্যাচ ড্র করলেই আই লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে আইজল এফসি।

Google Oneindia Bengali News

আইজল, ২২ এপ্রিল : আইজলকে হারালেই স্বপ্ন পূরণ হবে। তিন বছরের মধ্যে দু'বার চ্যাম্পিয়নের শিরোপা উঠবে জাতীয় ক্লাবের মাথায়। এই অবস্থায় পাহাড়ে খেলতে নেমেছিল মোহনবাগান। সঞ্জয় সেনের হাত ধরে পাঁচ বার লিগ জয়ের কৃতিত্বের মাঝে শুধু বাধা হয়ে দাঁড়িয়েছিল আইজল। তাদেরই ঘরের মাঠে সেই আইজলকে হারিয়ে গৌরব অর্জন করাটা ছিল স্বপ্ন। কিন্তু সেই আইজলের কাছেই হেরে বসল মোহনবাগান। এবার বোধহয় তিরে এসে তরী ডুবল। শেষ ম্যাচ ড্র করলেই আই লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে আইজল এফসি। পাহাড়ের দল হিসেবে লিগ চ্যাম্পিয়ন হয়ে তৈরি করবে ইতিহাস।

মিজোরামের আইজল এফসি এবার সমানে টক্কর দিয়ে গিয়েছে। দীর্ঘ সময় লিগ টেবিলের শীর্ষে থেকেছে খালিদ জামিলের টিম। শেষ ল্যাপে এসে গোল পার্থক্যে মোহনবাগান এগিয়ে যায়। তাই আইজলের কাছেও সমান সুযোগ ছিল চ্যাম্পিয়ন হওয়ার। ৮৪ মিনিটে রালতের করা গোলে সেই লক্ষ্যে অনেকটা এগিয়ে গেল তারা। শেষ ম্যাচে লাজংয়ের সঙ্গে ড্র করলেই চাম্পিয়ন হয়ে যাবে তারা।

ডুবল সবুজ-মেরুনের পালতোলা নৌকা, শেষ ম্যাচে ড্র করলেই চ্যাম্পিয়ন আইজল

এবার নিজেদের ঘরের মাঠে অপ্রতিরোধ্য আইজল। কোনও ম্যাচ তারা হারেনি। সেই ধারা অক্ষত রইল আজও। মোহনবগানকেই হার মানতে হল। ফলে তীরে সবুজ-মেরুন ব্রিগেডের পালতোলা নৌকা ডুবে গেল। আজই লিগ শেষ করতে গিয়ে ভরাডুবি হয়ে গেল মোহনবাগানের। পরের ম্যাচে চেন্নাই সিটিকে হারালেও তাকিয়ে থাকতে হবে লাজং-আইজন ম্যাচের দিকে। পাহাড়ের মাটিতে অঘোষিত ফাইনাল ম্যাচ জিতে এখন অ্যাডভান্টেজ আইজল।

এই ম্যাচের পরই স্টেডিয়ামে অকাল হোলি শুরু হয়ে যায়। পাহাড়ের জল হিসেবে আইজল আই লিগ চাম্পিয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, আনন্দের বাঁধ ভেঙেছে পাহাড়ে।

English summary
Defeating Mohun Bagan, Aizawl is advantage position to be champion of I league.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X