For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফাস্ট ফুডের দোকান চালিয়ে সংসার টানছেন এটিকের হয়ে আইএসএল জয়ী প্রাক্তনী

ফাস্ট ফুডের দোকান চালিয়ে সংসার টানছেন এটিকের হয়ে আইএসএল জয়ী প্রাক্তনী

  • |
Google Oneindia Bengali News

২০১৪ সালে আইএসএলের উদ্বোধনী মরসুমে এটিকের ট্রফি জয়ের দলে ছিলেন। সেমিফাইনাল-ফাইনাল বাদ দিলে লিগ ম্যাচে দারুণ খেলেছিলেন বাঙালি ডিফেন্ডার বিশ্বজিৎ সাহা। সেই বিশ্বজিৎকে এখন কেরিয়ারের সোনালী সময়ের থেকে ছিটকে বাস্তবের জমিতে জীবনের লড়াই লড়তে হচ্ছে।

ফাস্ট ফুডের দোকান চালিয়ে সংসার টানছেন এটিকের হয়ে আইএসএল জয়ী প্রাক্তনী

শুধু এটিকে জার্সিতেই নয়, মোহনবাগান থেকে ইস্টবেঙ্গল জার্সিতেও খেলেছেন। কলকাতা লিগেও খেলেছেন বাঙালি এই ডিফেন্ডার। পিছনে ফিরে তাকালে সেই সময়গুলো আজ বিশ্বজিৎ সাহার কাছে স্বপ্নের মতো মন হয়।

ফুটবল থেকে ছিটকে যাওয়ার পর সংসার টানতে এখন অবশ্য কঠিন পেশায় নামতে হয়েছে। বাড়ির সামনেই ফাস্ট ফুডের দোকান চালান বিশ্বজিৎ। করোনা ধাক্কায় শেষ সম্বল সেই পোশাতেও এবার টান!

এটিকের সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পরে বিশ্বজিৎ বিভিন্ন ক্লাবে খেলেছেন। ২০১৭-১৮ মরসুমে মুম্বই সিটি এফসিতে সই করেন। কিন্তু হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ফিরে আসতে হয়। মুম্বই সিটি থেকে চোট পেয়ে ফেরার পরেই পরিবারের পরামর্শে বাড়ির কাছে ফাস্ট ফুডের দোকান খুলে নতুন পেশা শুরু করেছিলেন। জনা পাঁচেক কর্মী নিয়ে ধীরে ধীরে ব্যবস্থা জমিয়েও দিয়েছিলেন বিশ্বজিৎ। কিন্তু করোনা ধাক্কা-লকডাউন-আনলকে বিনিকিনি এখন একেবারেই বন্ধ।

ফাস্ট ফুডের দোকান চালিয়ে সংসার টানছেন এটিকের হয়ে আইএসএল জয়ী প্রাক্তনী

এই পরিস্থিতিতে ভাইরাস আতঙ্কে স্বাস্থ্য সচেতনায় বাজারে এখন ফাস্ট ফুডের চাহিদা নেই। দ্বিতীয় দফার আনলকে দোকান খুলেও দিনের পর দিন বিক্রি না থাকায় মাথায় হাত বিশ্বজিতের। ডিফেন্স লাইনে দাঁড়িয়ে তাবড় তাবড় স্ট্রাইকারদের একসময় আটকে দিতেন, এবার জীবনের কঠিন সময়কে আটকানো চ্যালেঞ্জের সামনে বাঙালি ডিফেন্ডার।

English summary
Defender Biswajit Saha part of ATK's ISL title win in 2014 now running food stall is his last hope
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X