For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএসএলের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি বেঙ্গালুরু ও নর্থ-ইস্ট, মূল আকর্ষণ সুনীল-আসামোয়া

২০১৪ থেকে শুরু হওয়া আইপিএলের চতুর্থ মরশুমে অভিষেক হয়েছিল বেঙ্গালুরু এফসি-র। সেবার টুর্নামেন্টে রানার্স হয়েছিল তারা। পরের মরশুম বা ২০১৮-র আইএসএল খেতাব গিয়েছিল দক্ষিণের অভিজাত শহরে।

  • |
Google Oneindia Bengali News

২০১৪ থেকে শুরু হওয়া আইপিএলের চতুর্থ মরশুমে অভিষেক হয়েছিল বেঙ্গালুরু এফসি-র। সেবার টুর্নামেন্টে রানার্স হয়েছিল তারা। পরের মরশুম বা ২০১৮-র আইএসএল খেতাব গিয়েছিল দক্ষিণের অভিজাত শহরে। এবার সেই খেতাব ধরে রাখতে মরিয়া বেঙ্গালুরু এফসি। তাদের মূল শক্তি ভারতীয় ফুটবল দলের অধিনায়ক তথা স্ট্রাইকার সুনীল ছেত্রী।

আইএসএলের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি বেঙ্গালুরু ও নর্থ-ইস্ট, মূল আকর্ষণ সুনীল-আসামোয়া

ঘরের মাঠে বেঙ্গালুরু শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে এবছরের আইএসএলে, নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছেন সুনীল ছেত্রীরা। টুর্নামেন্টের গত মরশুমের প্লে-অফের প্রথম লেগে এই দলের কাছেই হার হজম করতে হয়েছিল বেঙ্গালুরুকে। যদিও দ্বিতীয় লেগে তারকা জন আব্রাহামের দলকে হারায় চ্যাম্পিয়নরা। তাই আজকের ম্যাচে দুই দলের তুল্যমূল্য লড়াই দেখতে মুখিয়ে আছেন ফুটবল প্রেমীরা।

ধারেভারে এগিয়ে থাকলেও নর্থ-ইস্ট ইউনাইটেডকে সমীহ করছেন বেঙ্গালুরু এফসি-র স্প্যানিশ কোচ কার্লেস কুদ্রাত। এখনই খেতাব ধরে রাখার ব্যাপারে না ভেবে ম্যাচ ধরে ধরে এগোতে চান তিনি। কারণ প্রতিপক্ষ গত মরশুমের থেকে অনেক বেশি নতুন বলেই মত বেঙ্গালুরু এফসি-র স্প্যানিশ কোচ কার্লেস কুদ্রাতের। অন্যদিকে দুর্ধর্ষ বেঙ্গালুরু এফসিকে এগিয়ে রেখেই আজকের ম্যাচ খেলতে নামছে নর্থ-ইস্ট ইউনাইটেডের কোচ রবার্ট জার্নি। সুনীল ছেত্রী ও তাঁর ব্রিগেডকে সমীহ করছেন তিনি।

বেঙ্গালুরুর বিরুদ্ধে লড়াইয়ে নামার আগে নর্থ-ইস্ট ইউনাইটেডের প্রধান অস্ত্র দলের কোচ তথা ক্রোয়েশিয়া জাতীয় দলের প্রাক্তন ডিফেন্ডার রবার্ট জার্নির ফুটবল মস্তিষ্ক। ঘানার বিশ্বকাপার তথা সিরি এ, ইপিএল ও ফরাসি লিগে দাপিয়ে খেলা আসামোয়া গিয়ানের উপস্থিতি এই ম্যাচের অন্যতম সেরা আকর্ষণ। সুনীল ছেত্রীর সঙ্গে তাঁর লড়াই দেখতে মুখিয়ে রয়েছেন দেশের ফুটবল প্রেমীরা।

অন্যদিকে বেশকিছু পরিবর্তন ঘটানো হয়েছে বেঙ্গালুরু এফসি-তেও। গত দুই মরশুমে আইপিএল দাপানো নিকোলাস ফেদর ফ্লোরেস এ বার খেলছেন না। তাঁর পরিবর্তে লা লিগা খেলে আসা স্ট্রাইকার মানুয়েল ওনৌ ভিয়াফ্রাঙ্কাকে এই ম্যাচে সুনীলের পাশে খেলতে দেখা যেতে পারে।

English summary
Defending champion Bengaluru FC will face North-East United at the 2nd match of ISL
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X