For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নবরূপে ক্লাব বিশ্বকাপ! ইউরোপের বাধা সত্ত্বেও বেপরোয়া ফিফা প্রেসিডেন্ড ইনফ্যান্তিনো

ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্তিনো বলেছেন ইউরোপের বিরোধিতা সত্ত্বেও তিনি নতুন প্রতিযোগিতা চালুর সমর্থনে চাপ দিয়ে যাবেন।

  • |
Google Oneindia Bengali News

ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্তিনো, সাফ জানিয়ে দিলেন ইউরোপের বিরোধিতা সত্ত্বেও তিনি নতুন ফুটবল প্রতিযোগিতা চালুর চেষ্টা চালিয়ে যাবেন। কারণ তিনি মনে করেন 'ফুটবলের প্রাসঙ্গিকতা' রক্ষা করা তাঁর দায়িত্ব। ইনফ্যান্তিনো জানিয়েছেন বেশ কিছু বিনিয়োগকারী নতুনভাবে ক্লাব বিশ্বকাপকে জাগিয়ে তুলতে এবং বিশ্বব্যাপী নতুন দেশভিত্তিক লিগ চালুকে সমর্থন জানাতে আগ্রহ দেখিয়েছেন।

গাধার খাটুনি

গাধার খাটুনি

গাধাদের দুঃখ-কষ্ট আর মিটল কই। এখন তো কোটি টাকার বিলাসবহুল ল্যান্ড ক্রুসার গাড়িও তাদেরই টানতে হচ্ছে!

ইনফ্য়ান্তিনোর সংস্কারের প্রস্তাব

ইনফ্য়ান্তিনোর সংস্কারের প্রস্তাব

২০১৬ সালে ফিফা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সময়ই ইনফ্যান্তিনো জানিয়েছিলেন ফুটবলের সিস্টেমের সংস্কার করার বিষয়টিকে তিনি অগ্রাধিকার দেবেন। সম্প্রতি তিনি সারা বিশ্বের ফুটবলারদের ট্রান্সফার ফি-এর মধ্যে একটি সমতা রক্ষার জন্য কিছু প্রস্তাব দিয়েছেন। তাঁর প্রস্তাব, খেলোয়াড়দের মূল্য নির্ধারণে একটি নির্দিষ্ট অ্যালগোরিদম বা গাণিতিক নিয়ম চালু করা হোক।

গর্ধব প্রতিবাদ

গর্ধব প্রতিবাদ

নিত্যনতুন সমস্যায় তিতিবিরক্ত হয়ে একেবারে অভিনবভাবে প্রতিবাদ দেখালেন সুরাতের এক ব্যবসাদার। মিডিয়ার উপস্থিতিতে কোটি টাকার বহুমূল্য গাড়িটি গাধায় টানা গাড়িতে পরিণত করলেন শিল্পপতি তুষার গিলানি।

বিশ্ব ক্লাব কাপের পুনরুজ্জীবন ও কনফেডারেশনস কাপের বিদায়

বিশ্ব ক্লাব কাপের পুনরুজ্জীবন ও কনফেডারেশনস কাপের বিদায়

ফুটবলারদের ফি নিয়ন্ত্রণের পাশাপাশি ফুটবলের প্রসার ও উন্নতির জন্য তিনি নতুন করে ক্লাব বিশ্বকাপ চালুর প্রস্তাব দিয়েছেন। বর্তমানে বিশ্বের ৭টি মহাদেশের সেরা ৭টি ক্লাবকে নিয়ে অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট। কিন্তু এর না আছে প্রচার, না আছে বানিজ্যিক আবেদন। তাই এই টুর্নামেন্টের বর্তমান ফর্মটি বাতিল করে নতুন ভাবে ক্লাব বিশ্বকাপ চালু করতে চান তিনি।

তার সঙ্গে সঙ্গে বাতিল করতে চান আরও এক ম্যাড়মেড়ে টুর্ণামেন্ট কনফেডারেশনস কাপ। বিশ্বকাপের ওয়ার্মআপ টুর্নামেন্ট হিসেবেই দেখা হয় এই টুর্নামেন্টকে। এটি বাতিল করে বিশ্বকাপের পাশাপাশি আরও একটি অন্য ধরণের আকর্ষণীয় আন্তর্জাতিক টুর্নামেন্ট চালুর প্রস্তাব দিয়েছেন ইনফ্যান্তিনো।

বিলাসবহুল

বিলাসবহুল

এই গাড়িটির দাম ১ কোটি ১৩ লক্ষ টাকা। এই গাড়িটির জন্য বছরে ৮ লক্ষ টাকার বিমা ভরেন গাড়ির মালিক।

ইউরোপিয় বাধা

ইউরোপিয় বাধা

ইনফ্য়ান্তিনো বড় আকারে ক্লাব বিশ্বকাপ করতে চাইলেও এতে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে ইউরোপিয়ান ফুটবল ফেডারেশন। উয়েফার নথিভুক্ত ক্লাবগুলি আর বেশি ম্যাচ খেলতে নারাজ। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগের জনপ্রিয়তাকে টক্কর দিতে পারে একম কোনও টুপর্নামেন্ট খেলায় সায় নেই উয়েফার।

চতুষ্কোণ

চতুষ্কোণ

চারটি গাধা দিয়ে টানানো হচ্ছে কোটি টাকার ল্যান্ড ক্রুসার। সুরাতের রাস্তায় অত্যুৎসাহী জনতা সে দৃশ্যই দেখছে।

ক্লাব বিশ্বকাপে বিনিয়োগ

ক্লাব বিশ্বকাপে বিনিয়োগ

নতুন করে ক্লাব বিশ্বকাপ চালু হলে অনেকেই বিনিয়োগে আগ্রহী বলে দাবি করেছেন ইনফ্যান্তিনো। কিন্তু এখনও পর্যন্ত জাপানের সফট ব্যাঙ্ককে নিয়ে তৈরি একটি কনসোর্টিয়াম ছাড়া আর কোনও বিনিয়োগকারীর নাম শোনা যায়নি। তারা ২৫ বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগ করতে রাজি।

কোটি টাকার গাড়ির চেয়ে ন্যানোই ভাল!

কোটি টাকার গাড়ির চেয়ে ন্যানোই ভাল!

শিল্পপতির কথায়, এত দামী গাড়ি কেনার কয়েক দিন পর থেকেই বিভিন্ন সমস্যা হতে শুরু করে। গাড়ির অধিকাংশ যন্ত্রাংশও ডিলারদের কাছে নেই। এর থেকে তো ন্যানো গাড়ি কেনা ভাল ছিল, গাড়ির যে সব কলকব্জার দরকার হতো অন্তত সহজে পেয়ে তো যেতাম।

মহিলাদের ফুটবলে অর্থ

মহিলাদের ফুটবলে অর্থ

বিশঅবকাপ হোক কী ফিফার অন্য কোনও টুর্নামেন্ট, মহিলা ফুটবলারদের পুরষ্কার মূল্য সবসময়ই পুরুষদের থেকে কম থাকে। এই নিয়ে মহিলা ফুটবলারদের মধ্যে ক্ষোভ রয়েছে। ইফান্তিনো জানিয়েছেন তাঁরা ধীরে ধীরে এই ফারাকটা মিটিয়ে ফেলতে চান। এবারের মহিলাদের বিশ্বকাপেই পুরস্কার অর্থটা গত বারের থেকে দ্বিগুণ করে ৩০ মিলিয়ন মার্কিন ডলার করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত ছেলেদের বিশ্বকাপ থেকে ফিফার যে আয় হয় তার ধারে কাছে নেই মেয়েদের বিশ্বকাপ। তবে ফিফা প্রেসিডেন্টের আশা, 'এমন দিন আসবে, য়খন পুরুষদের ফুটবল থেকে মহিলাদের ফুটবলে বেশি আয় হবে। '

তারকাদের সওয়ারি

তারকাদের সওয়ারি

টয়োটা ল্যান্ড ক্রুসার এসইউভি জনপ্রিয় বিলাসবহুল গাড়িগুলির মধ্যে প্রথম সারিতেই রয়েছে। দেশের বহু তারকাই এই গাড়ির মালিক। যার মধ্যে অন্যতম হলেন অভিনেতা অমিতাভ বচ্চন, কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধী।

এই প্রথমবার নয়

এই প্রথমবার নয়

এই প্রথমবার নয়, এর আগেও ভাদোদরা শহরে মার্সিডিসের মতো বিলাসবহুল গাড়িও গাধা দিয়ে টানিয়েছেন গাড়ির মালিক। সেবারও স্থানীয় ডিলার নিয়েই অভিযোগ ছিল মালিকের।

English summary
FIFA President Gianni Infantino said that he will keep pushing for support of new competitions despite Europe's opposition.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X