For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা উদ্বেগের মাঝে ফুটবল শুরু হলে স্বাস্থ্য বিমার দাবি

করোনা উদ্বেগের মাঝে ফুটবল শুরু হলে স্বাস্থ্য বিমার দাবি

  • |
Google Oneindia Bengali News

করোনা ধাক্কায় বেসামাল খেলার দুনিয়া। মারণ ভাইরাসের সংক্রমণের কারণে বিশ্বজুড়ে ফুটবল মাঠে তালা ঝুলছে। মে মাস থেকে অবশ্য করোনার চোখরাঙানির সামলে বিশ্বের কিছু জায়গায় ফুটবল শুরু হচ্ছে।

স্বাস্থ্য বিমার দাবি

স্বাস্থ্য বিমার দাবি

মারণ ভাইরাসে দেশ যখন সংকটের সামনে দাঁড়িয়ে তখন ঝুঁকি নিয়ে আইএফএ কলকাতা লিগ শুরু করতে চাইলে মহামেডান ক্লাব চিকিৎসা বিমার দাবি জানিয়েছে।

আইএফএ-কে চিঠি মহামেডানের

আইএফএ-কে চিঠি মহামেডানের

করোনা উদ্বেগের মাঝে ফুটবল শুরু করলে কমপক্ষে দুই লক্ষ টাকার চিকিৎসা বিমা করা হোক এই মর্মে আইএফএ-কে মহামেডান ক্লাব চিঠি দিয়েছে।

লিগ শুরু নিয়ে আইএফএ-র চিঠি

লিগ শুরু নিয়ে আইএফএ-র চিঠি

গত সপ্তাহে কলকাতা লিগ আয়োজন নিয়ে আইএফএ-র বৈঠক থাকলেও করোনা লকডাউনের জেরে বৈঠক হয়নি। তবে লকডাউন উঠলে কলকাতা লিগ আয়োজন নিয়ে কীভাবে পরিকল্পনা তৈরি করা যায়, সেই নিয়ে ১৬১টি ক্লাবকে আইএফএ চিঠি দিয়ে মতামত জানতে চেয়েছে।

মহামেডানের বার্তা

মহামেডানের বার্তা

মহামেডান ক্লাবে সচিব মহম্মদ কামারুদ্দিনের কথায়, কলকাতা লিগ শুরু হলে ঝুঁকি থাকবেই। আইএফএ-র পক্ষ থেকে চিঠি দিয়ে মতামত জানতে চাওয়া হয়েছে। লিগ শুরু কীভাবে করা যেতে পারে সেই নিয়ে ক্লাবগুলি থেকে পরামর্শ চাওয়া হয়েছে। আমরা করোনা আবহে ঝুঁকির পরিস্থিতিটা জানিয়েছি। ফুটবলারদের সুরক্ষা যেমন প্রয়োজন ঠিক তেমনি রেফারি, ম্যাচ রেফারি, মাঠের বল বয় সবার স্বাস্থ্যের সুরক্ষা থাকা উচিত। করোনা সংকটে কেউ প্রাণ হারালে কে দায় নেবে!

বিমা নিয়ে কী পরামর্শ

বিমা নিয়ে কী পরামর্শ

ন্যুনতম দুই লক্ষ টাকার চিকিৎসা বিমা করার জন্য মহামেডান প্রস্তাব দিয়েছে। করোনা আক্রান্তের কারণে কেউ মারা গেলে পরিবারকে দশ লক্ষ টাকা দেওয়ার পরামর্শ দিয়েছে মহামেডান।

কলকাতা লিগে বল গড়াবে কবে? মোহনবাগান ইস্টবেঙ্গল মহামেডান কী ভাবছে?কলকাতা লিগে বল গড়াবে কবে? মোহনবাগান ইস্টবেঙ্গল মহামেডান কী ভাবছে?

English summary
demand of health insurance amid talks of restart of football during coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X