For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘বিভীষণ’ অঁরিকে কী ভাবে দেখছে ফ্রান্স, বেলজিয়াম-ফ্রান্স দ্বৈরথের আগে অন্য লড়াই অঁরির

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি ফ্রান্স-বেলজিয়াম। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে আলোচনার মূল কেন্দ্রে অঁরি, যিনি ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের সদ্য। কিংবদন্তি অঁরি এখন বেলজিয়ামের সহকারী কোচ।

Google Oneindia Bengali News

ঘর শত্রু বিভীষণ, কথাটা বহু প্রচলিত আমাদের সমাজে। কাছের মানুষ যখন প্রতিপক্ষের সঙ্গে পরামর্শ করে আঘাত হানেন, তখন এই একটা কথাই প্রথম বেড়িয়ে আসে মুখ থেকে।

 ‘বিভীষণ’ অঁরিকে কী ভাবে দেখছে ফ্রান্স, বেলজিয়াম-ফ্রান্স দ্বৈরথের আগে অন্য লড়াই অঁরির

সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে ব্যবহার করা হয়ে থাকে এই কথা। আর চুম্বকে এটাই এখন ক্যাচ লাইন ২০১৮ ফিফা ওয়ার্ল্ড কাপের প্রথম সেমিফাইনালের আগে।

কিন্তু হঠাৎ কেন ফ্রান্স বনাম বেলজিয়াম দ্বৈরথের আগে উঠে আসছে বিভীষণের কথা? কেন উঠছে 'ঘর শত্রু'-এর প্রসঙ্গ?

এর উত্তর খুঁজতে গেলে উঠে আসবে দুই ফরাসির কথা। এক জন থিয়েরি অঁরি এবং অপর জন দিদিয়ে দেশঁ।
প্রথম জনের পরিচয় করিয়ে দেওয়া প্রয়োজন পড়ে না। ১৯৯৮ বিশ্বকাপে ফ্রান্সের জয়ের অন্যতম কাণ্ডারী ছিলেন অঁরি। ফ্রান্সের কিংবদন্তিদের তালিকাতেও আছে তাঁর নাম। ফ্রান্সের জার্সিতে সর্বোচ্চ গোল রয়েছে তাঁরই। ১২৩ ম্যাচে করেছেন ৫১টি গোল।

আজ সেই অঁরিকেই দেখা যাবে 'বিভীষণ'-এর ভূমিকায়। গত দু'বছর ধরে লুকাকু, কেভিনদের সঙ্গে যুক্ত রয়েছে অঁরি। বেলজিয়ামের সহকারী কোচ তিনি। মূলত বেলজিয়ামের স্ট্রাইকিং ফোর্সকেই শক্তিশালী করা দায়িত্ব রয়েছে তাঁর উপর।

দ্বিতীয় জন হলেন দিদিয়ে দেশঁ। তাঁর নেতৃত্বেই প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ পায় ফ্রান্স। দেশের হয়ে বিশ্বকাপে স্মরণীয় পারফরম্যান্স করা দেশঁয়ের সামনে ফের সুযোগ ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ের স্বাদ পাওয়া, তবে এবার কোচ হিসেবে।

কিন্তু আদৌ কী বিভীষণের চোখে অঁরিকে দেখছে ফ্রান্স না কি অন্য কিছু?
বিভীষণ নয়, গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে অঁরি প্রতিপক্ষ বেঞ্চে বসবে এটা ভেবেই অবাক হচ্ছেন ফ্রান্সের জার্সিতে বহু ম্যাচ অঁরি সঙ্গে খেলা ফরাসি কোচ দেশঁ। তিনি বলছেন, 'ভাবতেই অবাক লাগছে ওর মতো দেশপ্রেমী মানুষ কী ভাবে বেলজিয়ামের বেঞ্চে বসে আমাদের হারানোর ছক কষবে! ও যদি ফ্রান্সের সঙ্গে থাকত খুব খুশি হতাম আমি। এটা ওর কাছেও একটা কঠিন দিন হতে চলেছে।'

তবে, বেলজিয়ামের তারকা কেভিন দি ব্রুইন স্পষ্ট জানিয়ে দেন ম্যাচের আগে যদি ফ্রান্সের জাতীয় সঙ্গীতের সময় তাঁদের কোচ দাঁড়িয়ে ঠোঁট মেলান তাতে বেলজিয়াম অবাক হবে না।

আট বছর আগে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো অঁরির সম্পর্কে কথা বলতে গিয়ে ফ্রান্সের অধিনায়ক হুগো লরিস বলেন, 'আমি ভাগ্যবান যে আমি ওর সঙ্গে দু'টো মরসুম খেলার সুযোগ পেয়েছি। খুব বড় মানের প্লেয়ার এবং খুবই ভদ্র এক জন মানুষ অঁরি।'

কোচ দেশঁয়ের সঙ্গেই তাল মিলিয়ে ফ্রান্সের আক্রমণের অন্যতম সেরা অস্ত্র জিহু বলেন, 'অঁরি ভুল শিবিরকে বেছেছেন এবং আমি সেটা প্রমাণ করতে পারলে খুশি হব। বেঞ্চে থাকলেও ম্যাচটা খুব কঠিন হতে চলেছে ওর জন্য।'

English summary
France will face Belgium in the first semi final match of 2018 Russia world cup. But before the match Thierry Henry is the topic of the football world. Because Henry is now assistant coach of Belgium.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X