For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এই কাজটি করে দিলে ৭ লক্ষ টাকা পুরস্কার দেবেন, ঘোষণা মারাদোনার

মারাদোনা ঘোষণা করেছেন, তাঁর মৃত্যুর গুজব রটানো ধরিয়ে দিলে তিনি ৬.৮৬ লক্ষ টাকা পুরস্কার দেবেন।

  • |
Google Oneindia Bengali News

নাইজেরিয়ার বিরুদ্ধে ২-১ গোলে জিতে পরের রাউন্ডে গিয়েছে লিওনেল মেসির আর্জেন্তিনা। আর সেদিন গ্যালারিতে উল্লাস দেখিয়ে উন্মাদনা সপ্তমে চড়িয়ে দিয়েছিলেন ফুটবল ঈশ্বর দিয়েগো আর্মান্দো মারাদোনা। সেদিন অতিরিক্ত উচ্ছ্বাস দেখিয়ে মারাদোনা অসুস্থ হয়ে পড়েন।

এই কাজটি করলে ৭ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা মারাদোনার

তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। গুজব ছড়িয়ে যায়, প্রয়াত হয়েছেন মারাদোনা। স্যোশাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় এই খবর ছড়িয়ে পড়ে। যা দেখে রাগে অগ্নিশর্মা মারাদোনা ঘোষণা করেছেন, যিনি এই খবরের উৎস জানাতে পারবেন অর্থাৎ কে বা কারা এই খবর প্রথম রটিয়েছে তা জানাবেন তাঁকে বা তাঁদের তিনি ভারতীয় মুদ্রায় ৬.৮৬ লক্ষ টাকা পুরস্কার দেবেন।

নাইজেরিয়ার বিরুদ্ধে না জিতলে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হতো আর্জেন্তিনাকে। সেই ম্যাচে গ্যালারিতে মারাদোনা হাজির ছিলেন। মেসি সেদিন বিশ্বকাপের প্রথম গোল করে দলকে এগিয়ে দিতেই আর মারাদোনা স্থির থাকতে পারেননি। উচ্ছ্বাসে ফেটে পড়েন। তারপরই অসুস্থ হয়ে যান।

ম্যাচ শেষ হওয়ার পরে মারাদোনাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। খবর রটে হৃদরোগে আক্রান্ত হয়ে মারাদোনা প্রয়াত হয়েছেন। পরে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে মারাদোনা জানিয়েছেন, গুজব ছড়ানো ব্যক্তিকে খুঁজে দিতে পারলে ৬.৮৬ লক্ষ টাকা তিনি পুরস্কার দেবেন। সেকথা তাঁর আইনজীবী মাতিয়াস মোরলা ঘোষণা করেছেন।

শনিবার নক আউটের প্রথম ম্যাচে আর্জেন্তিনা খেলতে নামছে ফ্রান্সের সঙ্গে। কাজান এরিনা স্টেডিয়ামে সেই ম্যাচে মারাদোনা ফের হাজির থাকবেন বলে জানা গিয়েছে।

[আরও পড়ুন: বিশ্বকাপের মধ্যেও মারাদোনায় মেতে ফুটবলপ্রেমীরা, 'ফুটবল ঈশ্বর'-এর জন্য কত খরচ হচ্ছে ফিফার জানেন][আরও পড়ুন: বিশ্বকাপের মধ্যেও মারাদোনায় মেতে ফুটবলপ্রেমীরা, 'ফুটবল ঈশ্বর'-এর জন্য কত খরচ হচ্ছে ফিফার জানেন]

English summary
Diego Maradona announces reward to identify source who spread his 'death' rumours
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X