For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ম্যাচের ২০ মিনিট আগে টয়লেটে যায়, সে হবে নেতা! ফের মেসি নিয়ে বিস্ফোরক মারাদোনা

ফের লিওনেল মেসির সমালোচনা করলেন দিয়েগো মারাদোনা। বললেন, মেসি বার্সেলোনা ক্লাবের হয়ে মেসি যেরকম খেলেন, জাতীয় দলের হয়ে তাঁকে সেরকম খেলতে দেখা যায় না।

  • |
Google Oneindia Bengali News

আবার লিওনেল মেসির সমালোচনায় মাতলেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো আর্মান্দো মারাদোনা। মেসিকে তিনি মাঠের নেতা হিসেবে মানতে নারাজ। তাঁর মতে মেসি 'ফুটবল দেবতা'-ও নন। অন্য অনেকের মতো এবার তিনিও বলে বসলেন বার্সেলোনার হয়ে মেসি অসাধারণ, কিন্তু আর্জেন্টিনার জার্সিতে নামলে অন্য মেসিকে দেখা যায়।

ম্যাচের ২০ মিনিট আগে টয়লেটে যায়, সে হবে নেতা!

বর্তমানে মেক্সিকোর এক ক্লাবে কোচিং করাচ্ছেন মারাদোনা। রবিবার সেখান থেকেই এক সাক্ষাতকারে তিনি বলেন, 'আমাদের আর মেসিকে দেবতা বানানো উচিত নয়। য়খন ও বার্সেলোনার হয়ে খেলে তখন ও মেসির মতো খেলে। ওই শার্টটা পড়লেই ও বদলে যায়। আর আর্জেন্টিনার হয়ে খেলে অন্য মেসি।'

মেসির নেতৃত্ব গুণের অভাব নিয়ে আগেও সরব হয়েছেন মারাদোনা। এবার শুধু মেসির নেতৃত্ব নয়, তাঁর নার্ভাসনেস নিয়েও ব্যঙ্গ করলেন তিনি। তিনি বলেন, 'ও দারুণ খেলোয়াড় কিন্তু ও নেতা নয়। যে ম্যাচের ২০ মিনিট আগে টয়লেটে যায়, তাঁকে নেতা বানানোর চেষ্টা করার মানে নেই।'

৩১ বছরের মেসিকে এর আগে অনেকসময়ই বড় ম্যাচের আগে নার্ভাস তাকতে দেখা গিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে ম্যাচের আগে নার্ভআসমেস থেকে বমিও করেন তিনি। মারাদোনার ব্যঙ্গ সেই ঘটনাকেই ইঙ্গিত করছে বলে মনে করা হচ্ছে।

অথচ মাত্র কয়েকদিন আগেই তিনি মেসির পক্ষ নিয়ে বলেছিলেন, 'মেসির আর দলে ফেরা উচিত নয়। আর্জেন্টিনার সব কিছু খারাপের জন্য একা মেসিকেই দায়ী করা হয়। এবার দেখা যাক মেসিকে ছাড়া দল কী করে।'

রাশিয়া বিশ্বকাপের পর আর মেসিকে জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি। অবসর ঘোষণা না করলেই মেসি নীলসাদা জার্সিতে খেলা থেকে সাময়িক বিরতি নিয়েছেন। তাঁকে ছাড়াই অবশ্য আর্জেন্টিনা দল বেশ ভাল খেলছে। মেসির এই বিরতি নেওয়ার সিদ্ধান্তকে মারাদোনা অবশ্য সমর্থনই করেছেন।

এটা ঠিকই যে বার্সেলোনার জার্সিতে মেসি যত ট্রফি হতে পারে, সব জিতেছেন। অপরদিকে, দেশকে এখনও কোনও বড় ট্রফি দিতে পারেননি। একবার বিশ্বকাপ ফাইনালে ও তিনবার কোপা আমেরিকা ফাইনালে আটকে গিয়েছেন। কিন্তু দেশের জার্সিতে তিনি যে খারাপ খেলেন একথা বলা যাবে না। মনে রাখতে হবে তিনিই আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা।

English summary
Diego Maradona has lashed out at Lionel Messi, said he was one player at his club Barcelona and another with the national side.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X