For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জোড়া হলুদ কার্ডের কারণে কোয়ার্টার ফাইনালে দেখা যাবে না এই তারকাদের

অন্তিম পর্যায় এসে উপস্থিত রাশিয়া বিশ্বকাপ ২০১৮। ৩২টি দল নিয়ে শুরু হওয়া বিশ্বকাপে প্রি কোয়ার্টার ফাইনাল পর্ব শেষে দল সংখ্যা কমে দাঁড়িয়েছে আট।

Google Oneindia Bengali News

অন্তিম পর্যায় এসে উপস্থিত রাশিয়া বিশ্বকাপ ২০১৮। ৩২টি দল নিয়ে শুরু হওয়া বিশ্বকাপে প্রি কোয়ার্টার ফাইনাল পর্ব শেষে দল সংখ্যা কমে দাঁড়িয়েছে আট। এই আটটি দলই শেষ চারে যাওয়ার লড়াইয়ে নামবে কোয়ার্টার ফাইনালে।

কোয়ার্টার ফাইনালের ম্যাচে বেশ কিছু তারকার সার্ভিস পাবে না সুইডেন-ব্রাজিলের মতো দলগুলি। কারণ জোড়া হলুদ কার্ড দেখার ফলে কোয়ার্টার ফাইনালের ম্যাচে ব্রাজিল, ফ্রান্স, ক্রোয়েশিয়া এবং সুইডেন নিজেদের দলের প্রধান ফুটবলারদের মিস করবেন।

কাসেমিরো

কাসেমিরো

চলতি বিশ্বকাপে ভাল ছন্দে রয়েছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। গ্রুপ পর্যায়ের খেলায় একটি কার্ড দেখে ছিলেন কাসেমিরো। কিন্তু মেক্সিকোর বিরুদ্ধে প্রি কোয়ার্টার ফাইনালে আরও একটি কার্ড দেখেন তিনি। যার ফলে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে কাসেমিরোর সার্ভিস পাবে না ব্রাজিল।

মিকায়েল লাসটিগ

মিকায়েল লাসটিগ

শেষ আটের লড়াইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে লাসটিগের সার্ভিস পাবে না সুইডেন। সুইত্জারল্যান্ডের বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ডটি দেখেন তিনি। ডিফেন্সে লাসটিগের না থাকা সমস্যায় ফেলতে পারে সুইডেনকে।

মাতুইদি

মাতুইদি

দু'টি হলুদ কার্ড দেখার ফলে উরুগুয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে মাতুইদির সার্ভিস পাবে না ফ্রান্স।
মার্সেলো ব্রোজোভিচ: হলুদ কার্ডের প্রকোপ থেকে বাদ যাননি ক্রোয়েশিয়ার মিডফিল্ডার। দু'টি হলুদ কার্ড দেখায় কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন তিনি।

মার্সেলো ব্রোজোভিচ

মার্সেলো ব্রোজোভিচ

হলুদ কার্ডের প্রকোপ থেকে বাদ যাননি ক্রোয়েশিয়ার মিডফিল্ডার। দু'টি হলুদ কার্ড দেখায় কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন তিনি।

English summary
Footballers like Casemiro, Matuidi will miss quarterfinal of 2018 fifa world cup because of Double yellow card.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X