For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডুরান্ডের ফাইনালে মোহনবাগান, সেমিতে গোকুলামের কাছে হার ইস্টবেঙ্গলের

রিয়াল কাশ্মীরকে উড়িয়ে দিয়ে ডুরান্ড কাপের ফাইনালে গেল মোহনবাগান। বুধবার সবুজ-মেরুন ব্রিগেড ম্যাচ জিতল ৩-১ ব্যবধানে। দিনের অন্য সেমিফাইনালে টাইব্রেকারে হার ইস্টবেঙ্গলের।

  • |
Google Oneindia Bengali News

রিয়াল কাশ্মীরকে উড়িয়ে দিয়ে ডুরান্ড কাপের ফাইনালে গেল মোহনবাগান। বুধবার সবুজ-মেরুন ব্রিগেড ম্যাচ জিতল ৩-১ ব্যবধানে। দিনের অন্য সেমিফাইনালে টাইব্রেকারে হার ইস্টবেঙ্গলের। লাল-হলুদের প্রাক্তন উদেবের গোলকিপিংয়ের দৌলতে ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড কাপের ফাইনালে উঠল কেরালার দল গোকুলাম।

ডুরান্ডের ফাইনালে মোহনবাগান, সেমিতে গোকুলামের কাছে হার ইস্টবেঙ্গলের

বাগান ম্যাচে মেরিনার্সের হয়ে দুটি গোল সুপার সাব সুহের ভিপির। তাঁর সৌজন্যেই শতাব্দী প্রাচীন টুর্নামেন্টের ফাইনালের টিকিট পেলে শতাব্দী প্রাচীন ক্লাব। অন্য একটি গোল করেন চামোরা। কলকাতা লিগে খারাপ পারফর্ম্যান্স দিয়ে শুরু করলেও ডুরান্ডে কিন্তু দারুণ ছন্দে কিবু ভিকুনার দল। বুধবার পাসিং ফুটবলে ভর করেই ম্যাচ জিতে নেয় মোহনবাগান। ম্যাচের ৪২ মিনিটে চামোরার কামান দাগা শট থেকে গোলের খাতা খোলে মোহনবাগান।

এরপর ৯২ মিনিটে বাগানের জালে বল ঠেলে দিয়ে রিয়াল কাশ্মীরকে সমতায় ফেরান ক্রিজো। এক্সট্রা টাইমে বাগানের হয়ে এরপর দুটি গোল করে নায়ক সুহের। পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠে নেমে এক্সট্রা টাইমের দুই অর্ধে দুটি গোল করে মোহনবাগানকে ৩-১ ব্যবধানে ম্যাচ জেতান তিনি। ২৪ অগাস্ট ডুরান্ড ফাইনালে গোকুলামের বিরুদ্ধে ম্যাচ খেলবে মোহনবাগান।

অন্যদিকে ডুরান্ডে ইস্টবেঙ্গলকে ছিটকে দিল তাঁদের প্রাক্তন গোলকিপার উদেব। নির্দিষ্ট সময়ে ম্যাচের ফল ১-১ হলে খেলা টাইব্রেকারে গড়ায়। সেখানে ৩-২ গোলে শুটআউট জিতে ফাইনালে গেল গোকুলাম। পেনাল্টি শুটআউটে উবেদ কোলাডো ও তনডম্বার শট রুখে দেন।ডিকার অন্য একটি শট পোস্টে লাগে। ম্যাচের শুরুতে অবশ্য সামাদের গোলে লাল-হলুদ ব্রিগেড লিড পেয়েছিল। পরে ৯৩ মিনিটে গোকুলামকে ম্যাচে ফেরান মার্কাস জোসেফ।

English summary
durand cup 2019: mohun bagan beat real kashmir reach final, east bengal lost by Gokulam by Tiebreaker
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X