For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডুরান্ড কাপ ফাইনাল: বাগানের হারের কারণ হিসেবে রেফারিকে কাঠগড়ায় তুললেন সবুজ-মেরুন কোচ

শনিবার যুবভারতীতে মোহনবাগানকে ২-১ গোলে হারিয়ে ডুরান্ড কাপ জিতেছে গোকুলাম।দক্ষিণের দলের কাছে এই হারের কারণে হিসেবে রেফারিকে কাঠগড়ায় তুলেছেন বাগান কোচ কিবু ভিকুনা।

  • |
Google Oneindia Bengali News

শনিবার যুবভারতীতে মোহনবাগানকে ২-১ গোলে হারিয়ে ডুরান্ড কাপ জিতেছে গোকুলাম।দক্ষিণের দলের কাছে এই হারের কারণে হিসেবে রেফারিকে কাঠগড়ায় তুলেছেন বাগান কোচ কিবু ভিকুনা।

হারের কারণ হিসেবে রেফারিকে কাঠগড়ায় তুললেন সবুজ-মেরুন কোচ

সাংবাদিক সম্মেলনে এসেও ভিকুনাকে যুদ্ধংদেহী রুপে পাওয়া যায়। ম্যাচে ১-২ পিছিয়ে বাগান। শেষ দিকে সুহেরের শট ইরশাদের হাতে লাগলেও পেনাল্টি দেওয়া হয়নি। নিশ্চিত হ্যান্ডবল রেফারি কীভাবে অগ্রাহ্য করলেন সেই নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন কিবু।

ক্ষুব্ধ ভিকুনা সাংবাদিক সম্মেলনে বলেন, 'নিশ্চিত পেনাল্টি। রেফারি সেটা দেখল না! গোকুলাম কোচ নিজেও স্বীকার করেছেন হ্যান্ডবল ছিল।' অন্যদিকে ম্যাচ চলাকালীন রেফারির সঙ্গে তর্কাতর্কিতে জড়ান কোচ। শুধু তাই নয়, ম্যাচ শেষে ফাইনালের রেফারি অজিত কুমার মিতেইয়ের সঙ্গে কিবু ঝামেলায় জড়ান। রেফারির রিপোর্টের ভিত্তিতে বাগান কোচের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে ফেডারেশন।

হ্যান্ডবল না পওয়া নিয়ে দুঃখপ্রকাশ করার পাশাপাশি ক্লান্তিকেও দুষলেন ভিকুনা। টানা ম্যাচ খেলে যাওয়ায় ফুটবলাররা ক্লান্তি শিকার হয়েছে বলে উল্লেখ করেন তিনি।সেকারণেই প্রথামার্ধেই আমরা ম্যাচ হেরে গিয়েছি।

প্রসঙ্গত দুই অর্ধে দুটি গোল করে গোকুলামকে প্রথম বারের জন্য ডুরান্ড ফাইনাল জেতালেন অধিনায়ক মার্কাস জোসেফ। ম্যাচের সেরা হয়েছেন মার্কাস।

English summary
Durand cup 2019: Mohun Bagan lost to Gokulam, mb Coach Kibu Vicuna Blames Refereeing for lose
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X