For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোয়েসের সঙ্গে শান্তিপূর্ণ বিচ্ছেদ ইস্টবেঙ্গলের, নতুন বিনিয়োগকারীর খোঁজ চলছে

কোয়েসের সঙ্গে শান্তিপূর্ণ বিচ্ছেদ ইস্টবেঙ্গলের, নতুন বিনিয়োগকারীর খোঁজ চলছে

  • |
Google Oneindia Bengali News

অবশেষে ইস্টবেঙ্গলের সঙ্গে শান্তিপূর্ণ বিচ্ছেদ ঘটল বিনিয়োগকারী কোয়েসের। কলকাতার ঐতিহ্যবাহী ক্লাবের ওপর নিজেদের সব দায়, দায়িত্ব, অধিকার আনুষ্ঠানিক ভাবে তুলে নিল কোয়েস। এই পরিস্থিতিতে নতুন বিনিয়োগকারীর খোঁজ পেতে কালঘাম ছুটে যাচ্ছে লাল-হলুদ কর্তাদের।

কোয়েস বনাম ইস্টবেঙ্গল

কোয়েস বনাম ইস্টবেঙ্গল

করোনা ভাইরাস সহ নানা অজুহাত দেখিয়ে ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি ভঙ্গ করে বিনিয়োগকারী সংস্থা কোয়েস। ফলে মে মাসের বেতন থেকে বঞ্চিত হন লাল-হলুদের ফুটবলাররা। কোয়েস হাত উঠিয়ে নেওয়ায় ইস্টবেঙ্গলে খেলা বিদেশি ফুটবলারদের (ফ্রান্সের কাশিম আইডারা, কোস্টারিকার জনি অ্যাকোস্টা) লকডাউনের মধ্যেই ফ্ল্যাট খালি করার নির্দেশ দেওয়া হয়। তাঁদের জন্য নতুন বাসস্থানের ব্যবস্থা করে লাল-হলুদ কর্তারা।

আনুষ্ঠানিক বিচ্ছেদ

আনুষ্ঠানিক বিচ্ছেদ

এক মাস আগেই নিজেদের তলপি-তলপা গুটিয়ে ফেলেছিল কোয়েস। তাদের কলকাতার অফিসও বন্ধ করে দেওয়া হয়েছিল বেশকিছু দিন আগে। রবিবার আনুষ্ঠানিক ভাবে লাল-হলুদের সঙ্গে নিজেদের বিচ্ছেদ ঘোষণা করে বেঙ্গালুরুর বিনিয়োগকারী সংস্থা। এ ব্যাপারে কোনও জটিলতা নেই বলে কোয়েসের তরফ থেকে জানানো হয়েছে। বলা হয়েছে, ইস্টবেঙ্গল ফুটবল দলের স্বত্ত্বাধিকার যত শীঘ্র সম্ভব ক্লাব কর্তাদের হাতে তুলে দেওয়া হবে।

কবে থেকে চুক্তি

কবে থেকে চুক্তি

২০১৮ সালের জুলাইতে বিনিয়োগকারী কোয়েসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল ইস্টবেঙ্গল। এরপর থেকে কোয়েস ইস্টবেঙ্গল এফসি প্রাইভেট লিমিটেড হিসেবে চিহ্নিত হয় লাল-হলুদ। ক্লাবের ৭০ শতাংশ স্টেক নিজেদের হাতে রেখেছিল বেঙ্গালুরুর বিনিয়োগকারী সংস্থা।

কোয়েসের বক্তব্য

কোয়েসের বক্তব্য

ইস্টবেঙ্গলের সঙ্গে তাদের সংঘাতের বিষয়টি মেনে নিয়েছে কোয়েস। জানিয়েছে, গত এপ্রিলেই তারা ফুটবলারদের সঙ্গে চুক্তি শেষ করেছে। ইস্টবেঙ্গলের অধিকাংশ ফুটবলার তাদের পদক্ষেপ মেনে নিয়েছে বলেও দাবি কোয়েসের। কাউকে অন্ধকারে রাখার উদ্দেশ্য তাদের নেই বলেও জানিয়েছে বেঙ্গালুরুর বিনিয়োগকারী সংস্থা। একই সঙ্গে কলকাতায় আটকে থাকা বিদেশি ফুটবলারদের শীঘ্র তাঁদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছে কোয়েস।

নতুন বিনিয়োগকারীর খোঁজ

নতুন বিনিয়োগকারীর খোঁজ

সূত্রের খবর, রেড চিলিজের না করে দেওয়ায় এক আন্তর্জাতিক ফাস্ট মুভিং কনজিউমার গুডস বা এফএসসিজি সংস্থার সঙ্গে কথা বলছে ইস্টবেঙ্গল। কোনও অঘটন না ঘটলে এই চুক্তি সফল হবে বলেই জানানো হয়েছে। তবে ওই সংস্থার সঙ্গে বহু বিনিয়োগ সংক্রান্ত চুক্তি করা হবে না বলে লাল-হলুদ শিবিরের তরফে জানানো হয়েছে।

English summary
East Bengal and Quess has been separated peacefully, What next?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X