For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এটিকে মোহনবাগান ক্লাবের নতুন পথ চলা নিয়ে ইস্টবেঙ্গল কর্তা থেকে ময়দানের প্রতিক্রিয়া জেনে নিন

এটিকে মোহনবাগান ক্লাবের নতুন পথ চলা নিয়ে ইস্টবেঙ্গল কর্তা থেকে ময়দানের প্রতিক্রিয়া জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

করোনা থাবায় রাজ্য আতঙ্কের পরিস্থিতি। প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ফলে বৃহস্পতিবার থেকে রাজ্যের কনটেইমেন্ট জোনগুলিতে চলছে কড়া লকডাউন। এই পরিস্থিতির মাঝে রাজ্য ফুটবলমহলে নতুন অক্সিজেন এনে দিল এটিকে-মোহনবাগান। শুক্রবার বহু প্রতিক্ষীত বৈঠকের পর দুই ক্লাবের একযোগে এটিকে-মোহনবাগান নামে ভারতীয় ফুটবলে পথ চলা শুরু হল। যা ঘিরে রাজ্য ফুটবলমহলে হইচই।

পারমানেন্ট রুমমেটস

পারমানেন্ট রুমমেটস

ইউটিউবে ওয়েব সিরিজ হিসাবে সবচেয়ে বেশি 'ভিউ' পেয়েছে ওয়েব সিরিজ 'পারমানেন্ট রুমমেটস'। ইউটিউবের ভিডিওগুলির মধ্যে সবচেয়ে বেশি দর্শককে ধরে রাখতে পেরেছে এই ওয়েব সিরিজটি। গল্পে তনয়া ও মিকেশ একটি প্রেমিক জুটি। যাঁদের মধ্যে মিকেশ থাকেন আমেরিকায়। ৩ বছর তনয়ার থেকে দূরে থাকার পর মিকেশ দেশে ফেরেন। তারপর কী হয়, জানার জন্য দেখতে হবে এই ওয়েব সিরিজ। মজার মোড়কে জীবনের কিছু বাস্তব সমস্যাকে তুলে ধরেছে ওয়েব সিরিজ 'পারমানেন্ট রুমমেটস'।

ময়দানে কী প্রতিক্রিয়া

ময়দানে কী প্রতিক্রিয়া

এটিকে মোহনবাগানে ঐতিহ্যের সবুজ-মেরুন জার্সি অক্ষত থাকছে। নতুন ক্লাবে অংশীদারের নাম মোহনবাগানের সামনে বসেছে। অতীতে যেমন ম্যাকডুয়েল স্পনসর হয়ে আসার পর ক্লাবের নাম ম্যাকডুকেল মোহনবাগান হয়েছিল। এবার আধুনিক যুগে এটিকের সঙ্গে গাঁটছাড়ার পর ক্লাবের নাম এটিকে মোহনবাগান হল। জার্সি বা লোগো অপরিবর্তিত থাকছে। এটিকে কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা মোহনবাগানের ঐতিহ্যের কদর করায় ময়দান জুড়ে সকলেই আপ্লুত।

ব্যাঙ বাজা বারাত

ব্যাঙ বাজা বারাত

দুজন ভিন্ন সামাজিক প্রেক্ষাপটের মানুষ ,একে অপরের প্রেমে পড়ে যান। তারপর তাঁরা ঠিক করেন বিয়ে করবেন। আর বিয়ের প্রসঙ্গ উঠতেই দুজনের পরিবার একে অপরের মুখোমুখি হয়। তারপর থেকেই গল্প মোড় নেয় অন্যদিকে। আদুনিক সমাজের প্রেক্ষিতে এক প্রাসঙ্গিক বার্তা নিয়ে তৈরি হয়েছে ওয়ব সিরিজ 'ব্যাঙ বাজা বারাত'।

ইস্টবেঙ্গল কর্তা কী জানিয়েছেন

ইস্টবেঙ্গল কর্তা কী জানিয়েছেন

ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার এটিকে-মোহনবাগান ক্লাবকে অভিনন্দন জানানোর মতো ভাষা নেই বলে প্রতিক্রিয়া দিয়েছেন। সেই সঙ্গে তিনি বলেন, কোনও দলকে কোনও সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধতে গেলে শেয়ার ছাড়তে হয়। মোহনবাগানও তাই করেছে। এরপর প্রতিবেশি ক্লাব ঐতিহ্য ধরে রাখতে পারে কিনা, সেটা প্রশ্ন ছিল! সেক্ষেত্রে নিজেদের ইতিহাসকে ধরে রেখেই এগোচ্ছে মোহনবাগান।

লাভ শটস

লাভ শটস

একসঙ্গে ৬ টি শর্ট ফিল্ম নিয়ে তৈরি হয়েছে 'লাভ শটস'। অভিনেত্রী ফরিদা জালাল, নিম্রাত কউর, শাকিব সলিম, শ্বেতা ত্রিপাঠি রয়েছেন এই সিরিজের বিভিন্ন শর্ট ফিল্মে। প্রতিটি শর্ট ফিল্মেই 'প্রেম'-কে একটু আলাদা রকমভাবে তুলে ধরা হয়েছে। আর সেই সমস্ত ফিল্মগুলিকে একত্রিত করে এক সুঁতোয় বাঁধা হয়েছে প্রেম নিয়ে এক অনন্য ভাবনা।

 মহামেডান সচিব যা জানালেন

মহামেডান সচিব যা জানালেন

সদ্য মহামেডান ক্লাবের সচিব পদে দায়িত্ব নিয়েছেন ওয়াসিম আক্রম। মোহনবাগানের পড়শি ক্লাবের কর্তা জানিয়েছেন, বাংলা ফুটবল মানেই তিন প্রধান। মোহনবাগান ক্লাবের নতুন পথ চলার জন্য অভিনন্দন।

ট্রিপলিং

ট্রিপলিং

তিন ভাই বোনের গল্প 'ট্রিপলিং'। বড়ভাই চন্দন বিদেশ দেখে আচমকাই ভাই চিত্বনের সঙ্গে দেখা করতে চলে আসে। দুজনে নানান সমস্যায় পড়ে মুম্বই থেকে রোডট্রিপে বেড়িয় পড়েন রাজস্থানের উদ্দেশ্যে। রাজস্থানের এক নামী রাজপরিবারে ঘরনী তাঁদের বোন চঞ্চল। এরকমই এক প্রেক্ষেপটে 'রোড ট্রিপ' ও তাকে কেন্দ্র করে ভাই বোনের সম্পর্ক নিয়ে আক দারুন জনজমাট ওয়েব সিরিজ 'ট্রিপলিং'।

 আইএফএ সচিব যা বললেন

আইএফএ সচিব যা বললেন

এটিকে মোহনবাগান নতুন ক্লাব প্রসঙ্গে আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় বলেন, এবার শুধু ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে বাংলার ফুটবলের নামডাক হবে। আগামীদিনে ইস্টবেঙ্গল, মহামেডানের মতো ক্লাবও এভাবেই আধুনিক ভাবনা নিয়ে এগিয়ে আসবে বলে আশা রাখছি।

বেকড

বেকড

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ৩ পড়ুয়ার গল্প 'বেকড'। যাঁরা নিজের অবসর সম.কে কাজে লাগাতে চায় খাবার ডেলিভারির কাজে। সেই কাজ করতে গিয়ে তাদের কী হাল হয় সেই নিয়েই গল্প বেকড। নিপুণ কাহিনি বিন্যাসে তৈরি করা হয়েছে এই ওয়েব সিরিজটিকে।

English summary
East Bengal Club offcials Congratulate Atk-Mohunbagan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X