For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিদেশি ক্লাবের মতো নতুন 'বিজনেস মডেল' দিয়ে আত্মনির্ভর হওয়ার পথে হাঁটতে পারে ইস্টবেঙ্গল

বিদেশি ক্লাবের মতো নতুন 'বিজনেস মডেল' দিয়ে আত্মনির্ভর হওয়ার পথে হাঁটতে পারে ইস্টবেঙ্গল

  • |
Google Oneindia Bengali News

বিদায়ী বিনিয়োগকারী কোয়েসের সঙ্গে কোনও রকম ঝামেলায় যেতে নারাজ ইস্টবেঙ্গল। ৩১ মে প্রাক্তন লগ্নীকারী সংস্থা কোয়েসের সঙ্গে ইস্টবেঙ্গলের সম্পর্ক শেষ হয়েছে। যদিও এখনও কোয়েসের থেকে ইস্টবেঙ্গল স্পোর্টিং রাইটস বা ক্রীড়াস্বত্ব পাইনি। সেই নিয়ে কোনওভাবে কোয়েসের সঙ্গে আইনি পথে ঝামেলায় যেতে নারাজ ইস্টবেঙ্গল।

সমঝোতা চাইছে লাল-হলুদ ব্রিগেড

সমঝোতা চাইছে লাল-হলুদ ব্রিগেড

জানা গিয়েছে, বিদায়ী বিনিয়োগকারীর সঙ্গে কোনও ঝামেলায় যাওয়ার পরিবর্তে সমঝোতা সূত্র বের করতে চাইছে লাল-হলুদ ব্রিগেড। প্রসঙ্গত বুধবার ক্লাব তাঁবুতে ইস্টবেঙ্গলের কার্যকরী কমিটির সভা ছিল। সেই সভায় কোয়েসকে নিয়ে অবশ্য কোনও কথা হয়নি।

কোথায় আঁটকে ইস্টবেঙ্গল

কোথায় আঁটকে ইস্টবেঙ্গল

ফেডারেশনে এখনও ক্লাব 'কোয়েস ইস্টবেঙ্গল' নামে নথিভুক্ত রয়েছে। আগামী দিনে কোনও প্রতিযোগিতায় খেলতে গেলে ক্লাবের এই ক্রীড়াস্বত্বের নাম পরিবর্তনের প্রয়োজন। সেপ্টেম্বরের মধ্যে কোয়েসের থেকে তাই ইস্টবেঙ্গলকে নো অবজেকশন সার্টিফিকেট জোগাড় করতে হবে।

ইস্টবেঙ্গল কর্তা যা জানিয়েছেন

ইস্টবেঙ্গল কর্তা যা জানিয়েছেন

অন্যদিকে ইস্টবেঙ্গলের অন্যতম শীর্ষকতা দেবব্রত সরকার জানিয়েছেন, ' আগামী দিনে ক্লাবকে বাণিজ্যিকীকরণ করা নিয়ে সদস্যদের মধ্য়ে আলোচনা হয়েছে। এখন নিজেদের শক্তি বৃদ্ধির করার কথা ভাবে হচ্ছে। ইস্টবেঙ্গল স্বনির্ভর হোক, সদস্যরা সেটাই চাইছেন। কোয়েসকে নিয়ে এখনই কিছু বলার সময় আসেনি।'

বিদেশের ধাঁচে স্বনির্ভর হতে পারে ইস্টবেঙ্গল

বিদেশের ধাঁচে স্বনির্ভর হতে পারে ইস্টবেঙ্গল

ক্লাব সূত্রে খবর, বিদেশের রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ক্লাবগুলির মতো এবার থেকে ফুটবলের পাশাপাশি একাধিক বাণিজ্য ক্ষেত্রে পা রাখতে পারে ইস্টবেঙ্গল। সেক্ষেত্রে শিক্ষা, হাসপাতাল,নির্মাণ শিল্পে পা রাখতে পারে ইস্টবেঙ্গল।

মাস্ক-স্যানিটাইজারের উদ্বোধন

মাস্ক-স্যানিটাইজারের উদ্বোধন

প্রসঙ্গত বৃহস্পতিবার ক্লাব তাঁবুতে ইস্টবেঙ্গলের শতবর্ষে লোগা দেওয়া মাস্ক ও স্যানিটাইজারের উদ্বোধনের জন্য সাংবাদিক বৈঠকের ডাক দেওয়া হয়েছে।

ক্রীড়ামন্ত্রীর উপস্থিতিতে ইস্টবেঙ্গল ক্লাবে আজ সাংবাদিক বৈঠকক্রীড়ামন্ত্রীর উপস্থিতিতে ইস্টবেঙ্গল ক্লাবে আজ সাংবাদিক বৈঠক

English summary
East Bengal club tinkering with idea of changing business modules to become self sufficient
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X