For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাসের আতঙ্কেও রফিক ও লিংডোর আগমনে শক্ত হল ইস্টবেঙ্গলের মাঝমাঠ

করোনা ভাইরাসের আতঙ্কেও রফিক ও লিংডোর আগমনে শক্ত হল ইস্টবেঙ্গলের মাঝমাঠ

  • |
Google Oneindia Bengali News

আইএসএল না আই লিগ! আগামী মরশুমে কোন লিগে অংশ নেবে ইস্টবেঙ্গল। তা নিয়ে টানাপোড়েনের মধ্যেই নতুন তিন ফুটবলারকে সই করিয়ে মাঝমাঠের শক্তি বাড়াল লাল-হলুদ। মন্দার বাজারে কোন কোন ফুটবলারদের নিল ইস্টবেঙ্গল, তা দেখে নেওয়া যাক।

আইএসএল না আই লিগ

আইএসএল না আই লিগ

ইতিমধ্যেই এটিকে-এর সঙ্গে সংযুক্ত হয়েছে আই লিগ জয়ী মোহনবাগান। আগামী মরশুমে আইএসএল খেলবে সবুজ-মেরুণ। সেই দেখাদেখি আইএসএলে খেলার ইচ্ছাপ্রকাশ করেছে ইস্টবেঙ্গলও। তবে করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়ার কঠিন পরিস্থিতিতে আইএসএলে নতুন কোনও দল অন্তর্ভূক্ত করতে রাজি হচ্ছে না এআইএফএফ। শেষে ইস্টবেঙ্গলের হয়ে ভারতীয় ফুটবল সংস্থার কাছে দরবার করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাতেও যে পরিস্থিতির পরিবর্তন অবশ্যম্ভাবী, তা কিন্তু বলা যাচ্ছে না।

লাল-হলুদে লিংডো ও মিলন

লাল-হলুদে লিংডো ও মিলন

করোনার জেরে বাতিল হয়ে যাওয়া আই লিগে দ্বিতীয় স্থান দখল করা ইস্টবেঙ্গলে সই করলেন ইউজেনসন লিংডো। হাঁটুতে অস্ত্রোপচারে পর দীর্ঘদিন ফুটবলের বাইরে ছিলেন এই মিডফিল্ডার। গত মরশুমে বেঙ্গালুরু এফসি-র হয়ে আইএসএল খেলেন লিংডো। টুর্নামেন্টে মাত্র ৭২ মিনিট খেলার সুযোগ পেয়েছিলেন ৩৩ বছর বয়সী এই ফুটবলার।

ফিরলেন রফিক

গত মরশুমে দাপিয়ে আইএসএল খেলা মহম্মদ রফিককে ফের নিজেদের শিবিরে সই করাল ইস্টবেঙ্গল। অন্যদিকে গত মরশুমে নর্থইস্ট ইউনাইটেডের হয়ে আইএসএল খেলা মিলন সিং-কেও সই করিয়েছে লাল-হলুদ। মুম্বই সিটি এফসি, কেরালা ব্লাস্টার্স ও দিল্লি ডায়ানামোর মতো দলে খেলা মিলনের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় ইস্টবেঙ্গল।

দলে মির্শাদ

গত মরশুমে তাদের হয়ে আই লিগ খেলা কেরলের গোলরক্ষক মির্শাদ মিচুকে আগামী মরশুমের জন্যও সই করিয়ে নিল ইস্টবেঙ্গল। আই লিগ জয়ী মোহনবাগানের গোলরক্ষক শঙ্কর রায়কে দলে নিয়ে ইতিমধ্যেই চমক দিয়েছেন লাল-হলুদ কর্তারা।

এখনই নয় আন্তর্জাতিক ক্রিকেট, কেন এমন বললেন টিম ইন্ডিয়ার হেড কোচএখনই নয় আন্তর্জাতিক ক্রিকেট, কেন এমন বললেন টিম ইন্ডিয়ার হেড কোচ

English summary
East Bengal has abled to sign mohammed rafique and Egueneson Lyngdoh for the next session
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X