For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সম্বরণ বন্দ্যোপাধ্যায় ও বাইচুং ভুটিয়ার হাত ধরে করোনা যুদ্ধে ইস্টবেঙ্গলের নতুন পথ চলা শুরু

সম্বরণ বন্দ্যোপাধ্যায় ও বাইচুং ভুটিয়ার হাত ধরে করোনা যুদ্ধে ইস্টবেঙ্গলের নতুন পথ চলা শুরু

  • |
Google Oneindia Bengali News

রঞ্জি জয়ী প্রাক্তন বাংলা অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায় ও ভারতের প্রাক্তন ফুটবলার তথা ইস্টবেঙ্গলের 'ঘরের ছেলে' বাইচুং ভুটিয়ার হাত ধরে আজ ইস্টবেঙ্গল তাঁবুতে বসল স্যানিটাইজিং টানেল।

সম্বরণ বন্দ্যোপাধ্যায় ও বাইচুং ভুটিয়ার হাত ধরে করোনা যুদ্ধে ইস্টবেঙ্গলের নতুন পথ চলা শুরু

করোনাকালে ভাইরাস রুখতে প্রতিটি ক্লাবই জৈব সুরক্ষা বলয় নিয়ে ভাবছে। ভাইরাসের থাবায় ভারতে ফুটবল বন্ধ। রাজ্যেও একই ছবি। প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ায় দেশে ফের কবে ফুটবল মাঠে বল গড়াবে অনিশ্চিত। সেপ্টেম্বরে কলকাতায় এবার দ্বিতীয় ডিভিশন আই লিগে আসর হতে পারে। রাজ্যের ফুটবল সমর্থকরা সেই দিকেই তাকিয়ে। সেই কারণে ময়দানের প্রথম ক্লাব হিসেবে মহমেডান প্রথম তাঁদের ক্লাবে স্যানিটাইজিং টানেল লাগায়। এরপর ময়দানের দ্বিতীয় ক্লাব হিসেবে আজ লেসলি ক্লডিয়াস সরণীর লাল-হলুদ ক্লাবে করোনা নিষ্ক্রীয় করতে পারে এমন স্যানিটাইজিং টানেল বসল।

সম্বরণ বন্দ্যোপাধ্যায় ও বাইচুং ভুটিয়ার হাত ধরে করোনা যুদ্ধে ইস্টবেঙ্গলের নতুন পথ চলা শুরু

দলের ফুটবলার থেকে সভ্য-সমর্থক,কর্তা-কর্মীরা বিশেষ এই টানেল বা গেটের ভিতর দিয়ে যাওয়ার সময় স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় জীবাণুমুক্ত করার সুব্যবস্থা রয়েছে। টানেল প্রবেশ করলে সেন্সারের মাধ্যমে বার্তা গিয়ে, জীবাণুমুক্ত করার প্রক্রিয়া শুরু করে দেবে। প্রসঙ্গত স্যানিটাইজিং টানেল বসলেও এবছর সমর্থকদের ম্যাচ দেখতে মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা থাকছে।

অন্যদিকে আজ ১৩ অগাস্ট, প্রয়াত পল্টু দাসের জন্মদিনটা স্পোর্টস ডে হিসেবে পালন করে ইস্টবেঙ্গল। আজ ক্লাবে পল্টু দাসের ছবিতে মাল্যদান করে কর্তারা অনুষ্ঠান শুরু করে। এরপর নেতাজী ইন্ডোরে ক্লাবের পক্ষ থেকে ছোট করে সামাজিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

আইপিএল ২০২০ : রোহিতের লুক নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা, দেখুন ছবিআইপিএল ২০২০ : রোহিতের লুক নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা, দেখুন ছবি

English summary
East bengal install covid sanitizing tunnel on 13th august clubs sports day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X