For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গনগনে আঁচ মশালের, ডার্বিতে তিন পয়েন্টের লক্ষ্যে ঝাঁপাচ্ছেন খালিদ স্যারের ছেলেরা

ডার্বির আগের দিন গ্যালারি জুড়ে উন্মদনা। ফুটবলারদের নিয়ে স্পেশাল গান বেঁধেছেন লালহলুদ সমর্থকরা। তাতে আরও তেতে উঠছেন ডুডু- প্লাজারা।

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

শীতে যখন ডার্বির আগে মোহন নৌকার পালে যখন ঠিকমতো হাওয়া আসছে না। তখন ইস্টবেঙ্গল প্রতিশোধের আগুনে তেতে গনগনে আঁচে জ্বলছে ইস্টবেঙ্গলের মশাল।

ডার্বিতে তিন পয়েন্টের লক্ষ্যে ঝাঁপাচ্ছেন খালিদ স্যারের ছেলের

ডার্বির আগের দিন গ্যালারি জুড়ে উন্মদনা। ফুটবলারদের নিয়ে স্পেশাল গান বেঁধেছেন লালহলুদ সমর্থকরা। তাতে আরও তেতে উঠছেন ডুডু- প্লাজারা।

ডার্বিতে তিন পয়েন্টের লক্ষ্যে ঝাঁপাচ্ছেন খালিদ স্যারের ছেলের

গত ডার্বিতে সংবাদমাধ্যমের প্রবেশে অনেক রোখটোক ছিল কিন্তু এবার খালিদের স্যারের অনুশীলনে কোনও না নেই। শুরুতে গার্সিয়ার ফিজিক্যাল ট্রেনিং , পরে খালিদের দু'দলে ভাগ করে ম্যাচ সবই ছিল। তবে নজর কাড়ল খালিদ জামিলের গোপন ক্লাস। বড় ম্য়াচের আগের দিন টিম মিটিংয়ে বেশ খানিকটা সময় দেওয়ার চল আছে। তবে এদিন তাঁর মিটিং যেন একটু বেশিই লম্বা ছিল। আসলে মেগা লড়াইয়ের আগে বারুদ ভরে দিলেন গত মরশুমে আইজল কে আই লিগ দেওয়া কোচ।

কাটসুমি গলায় আত্মপ্রত্যয়ের ঝলক , 'প্রথম ম্যাচ হেরেছি , তবে আমি পিছন ফিরে তাকাতে চাই না । এটা প্রতিশোধের ম্যাচ বলতে রাজি নই । নিজের সেরাটা মাঠে দিতে চাই , একটা দল হিসেবে খেলতে পারলেই ম্যাচটা জিততে পারি । দিনের শেষে তিনপয়েন্ট পেতে চাই ।' শুধু এটুকুতেই থামেননি লালহলুদের স্পিড মেশিন, তিনি আরও বলেছেন ,' এই ম্যাচটা দুদলের কাছেই গুরত্বপূর্ণ । সমর্থকরা ফুটবলার ও কর্মকর্তাদের বিশ্বাস ও ভরসা করেন । ওদের জন্যই এই ম্যাচটা জেতা দরকার । আমি নিজের দল নিয়েও আশাবাদী ।'

তাঁর এক মরশুম আগের মোহনবাগানের সতীর্থ এই ম্যাচে অনিশ্চিত তবুও একবাক্যে নিজের পুরোন ফুটবলারকে সেরা বলতে ভাবেননি কাটসুমি। তবে ইস্টবেঙ্গল দল গোটা মোহনবাগান দলকেই প্রতিপক্ষ হিসেবে দেখছে।

এদিকে এর আগে ডার্বি খেলে গেলেও এবারে একেবারে ডার্বি দিয়েই অভিষেক। ডুডু জানিয়েছেন কলকাতা ডার্বির সব চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি তিনি। অনুশীলনে দলের সঙ্গে বোঝাপড়া গড়ে উঠেছে বলেও দাবি লালহলুদের নবাগত বিদেশির। প্লাজার সঙ্গে কিম্বা একা শুরু যাই হোক লালহলুদ মশাল জ্বালানোর প্রত্যয় তাঁর গলায়। তিনি জানিয়েছেন, দুদিনেই ওদের সঙ্গে মাঠে বোঝাপোড়াটা গড়ে উঠেছে । লিগ জিততেই এখানে এসেছি , তাই এই ম্যাচ জেতাটাও জরুরি।

English summary
East Bengal is ready to snatch 3 points from Mohun Bagan to gear up in I League title race
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X