প্রতিবেশী ক্লাব মোহনবাগান যখন নাজেহাল গোষ্ঠী কোন্দলে তখন একের পর এক চমক দিয়ে চলেছে পদ্মাপাড়ের ইস্টবেঙ্গল। কোয়েসের সঙ্গে স্পনসরশিপ ডিল সমপন্ন হয়েছে সপ্তাহ গড়ায়নি, তারই মধ্যে একের পর এক চমক লাল-হলুদের।
কোস্টা রিকার বিশ্বকাপার জনি অ্যাকোস্ট জামোরাকে সই করিয়ে ইতিমধ্যেই আলোড়ন ফেলে দিয়েছে ইস্টবেঙ্গল। ২৪ ঘন্টা কাটতে না কাটতেই আরও এক বড় ফুটবলারের সঙ্গে জড়িয়ে গেল ইস্টবেঙ্গলের নাম। এবার যে চমক দিতে চলেছে লাল-হলুদ তা ভারতীয় ফুটবলের ইতিহাসে স্বর্ণক্ষরে লেখা থাকবে।
সূত্রের খবর অনুযায়ী, ব্রাজিলের বিশ্বকাপার রবিনহোর সঙ্গে কথা চালাচ্ছে ইস্টবেঙ্গল। রবিনহোকে পাওয়ার জন্য মরিয়া লাল-হলুদ শিবির ভারতীয় ফুটবলের ইতিহাসে রেকর্ড ট্রান্সফার ফি দিতেও তৈরি।
একটা সময়ে ইউরোপ তথা বিশ্বের সেরা দশ ফুটবলারের মধ্যে রাখা হতো রবিনহোকে। ব্রাজিলের জার্সিতে ১০০টি ম্যাচ খেলেছেন তিনি।
এই মুহূর্তে তুরস্কের ক্লাব সিভাসপোরের হয়ে খেলেন রবিনহো। বর্তমান ক্লাবের সঙ্গে ২০১৯ পর্যন্ত চুক্তি রয়েছে রবিনহোর।
তবে, চুক্তি থাকলেও সেই নিয়ে বিশেষ ভাবতে নারাজ লাল-হলুদ শিবির। শোনা যাচ্ছে, রবিনহোকে পেতে আগ্রহী ইস্টবেঙ্গল তাঁর ট্রন্সফার ফি বাবদ খরচ করতে পারে ১৬ কোটি টাকা। যদি এমনটা হয় তবে তা ভারতীয় ফুটবলে রেকর্ড হবে। তবে, দর কষাকষি চলছে দুই পক্ষের মধ্যেই।
২০০৬ এবং ২০১০ বিশ্বকাপে ব্রাজিলের অন্যতম ভরসা ছিলেন এই তারকা স্ট্রাইকার। নিজের ফুটবল কেরিয়ারে রবিনহো খেলেছেন রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, এসি মিলান, স্যান্টোস, অ্যাতলেটিকো মিনেইরোর মতো ক্লাবে।
যদিও রবিনহোর সঙ্গে কথা কতটা এগিয়েছে সেই বিষয়ে মুখ খুলতে চায়নি ইস্টবেঙ্গলের কর্তারা। এই বিষয়ে যোগাযোগ করা হলে বিষয়টিকে তারা এরিয়ে যান।