For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেসিকে আটকানো ডিফেন্ডার এবার কলকাতা ময়দানে, ইস্টবেঙ্গলের জার্সি গায়ে কার খেলার অপেক্ষা

কোচ খালিদ জামিল নতুন মরশুমে শুরু থেকেই গুছিয়ে নিচ্ছেন দল। উইলিস প্লাজা, আল আমনার পর এবার তৃতীয় বিদেশিও নিশ্চিত হয়ে গেল ইস্টবেঙ্গলে

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

কলকাতা ময়দানে ফের চমক। ইস্টবেঙ্গলে আসছেন নতুন বিদেশি কার্লাইল মিচেল। ত্রিনিদাদ এন্ড টোবাগোর জার্সি গায়ে খেলা এই স্টপার হলেন লালহলুদের তৃতীয় বিদেশি। এর আগে উইলিস প্লাজা ও আল আমনাকে সই করিয়েছে তারা। গত মরশুমে উইলিস প্লাজা সেভাবে কার্যকরী না হলেও এবার কোচ খালিদ জামিল চেয়েছেন তাঁকে। অন্যদিকে জামিলের আই লিগ জয়ী আইজল এফসি থেকে এসেছেন মিড ফিল্ডার আল আমনা।

ইস্টবেঙ্গলের বিদেশিরা

এই দুই বিদেশির পর এবার তৃতীয় বিদেশি নিশ্চত করে নিল লালহলুদ শিবির। ত্রিনিদাদ -টোবাগোর এই ডিফেন্ডার মেসির আর্জেন্টিনার বিরুদ্ধেও দলে খেলেছেন। উইলিস প্লাজার প্রস্তাব মতই কার্লাইল মিচেলের সঙ্গে কথা বলে ইস্টবেঙ্গল। আর সেই কথা চূড়ান্ত হয়ে যেতে তিনি আসতে চলেছেন কলকাতায়।

 ত্রিনিদাদ -টোবাগোর কার্লাইল মিচেল

দেশের হয়ে ৩২টি ম্যাচ খেলেছেন ত্রিনিদাদ -টোবাগোর এই ডিফেন্ডার। ২টি গোলও রয়েছে তাঁর। মেসিকে আটকানোর অভিজ্ঞতা সম্পন্ন এই ফুটবলার অবশ্য বেশ সাহসি। প্রতিপক্ষ কে মাথায় না রেখে নিজের কাজটা তিনি করে যান।

ইস্টবেঙ্গল কোচ খালিদ জামিল আশা করছেন নতুন বিদেশিরা সকলে এসে গেলে ধীরে ধীরে দলকে নিয়ে নিজের প্ল্যানিং এগিয়ে নিয়ে যেতে পারবেন তিনি।

English summary
East bengal locks it's foreigner for these season
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X