For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রয়াত চুনী গোস্বামী ও পিকে বন্দ্যোপাধ্যায়ের স্মরণসভা, কেন প্রধানমন্ত্রীকে তোপ ক্রীড়ামন্ত্রীর

প্রয়াত চুনী গোস্বামী ও পিকে বন্দ্যোপাধ্যায়ের স্মরণসভা, কেন প্রধানমন্ত্রীকে তোপ ক্রীড়ামন্ত্রীর

  • |
Google Oneindia Bengali News

কলকাতায় এই প্রথম প্রয়াত চুনী গোস্বামী ও পিকে বন্দ্যোপাধ্যায়ের স্মরণসভা। ভারতীয় ফুটবলের প্রয়াত দুই কিংবদন্তিকে অনলাইনে শ্রদ্ধার্ঘ্য জানাল ইস্টবেঙ্গল ক্লাব। শনিবার সন্ধ্যায় অনলাইনে প্রযুক্তির সাহায্য দেশের প্রাক্তন ফুটবলারদের এক ফ্রেমে এনে দুই কিংবদন্তিকে স্মরণ করা হয়।

রাজ-শুভশ্রী একসঙ্গে

রাজ-শুভশ্রী একসঙ্গে

গুজরাতের রণথম্বোরে একসঙ্গে বেড়াতে গিয়েছেন রাজ ও শুভশ্রী। এই ছবিটি সম্প্রতি টুইটারে পোস্ট করেছেন রাজ।

দুই কিংবদন্তির প্রয়াণে কলকাতায় এই প্রথম স্মরণসভা হল

দুই কিংবদন্তির প্রয়াণে কলকাতায় এই প্রথম স্মরণসভা হল

এর আগে নয়াদিল্লি ফুটবল সংস্থা ভারতীয় ফুটবলের দুই কিংবদন্তি চুনী গোস্বামী ও পিকে বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে ৪ মে এক স্মরণসভা করা হয়েছিল। এরপর শনিবার কলকাতায় এই প্রথমবার দুই কিংবদন্তির প্রয়াণ স্মরণসভা হয়।

একা নয় যদিও

একা নয় যদিও

যদিও শুধু রাজ আর শুভশ্রী এই সফরে ঘুরতে যাননি সঙ্গে রয়েছেন তাদের ঘনিষ্ঠ আরও কিছু বন্ধু। তবে একেবারে হাল্কা ফুরফুরে মেজাজে দেখা গেল রাজ-শুভশ্রীকে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তোপ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তোপ

শনিবারের এই স্মরণসভায় রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তোপ দাগলেন

ছবির শখ

ছবির শখ

শুভশ্রী ছবি তুলতে পছন্দ করেন, তাই রণথম্বোরের প্রাকৃতিক সৌন্দর্য ক্যামেরাবন্দি করেছেন।

কেন প্রধানমন্ত্রীকে তোপ

কেন প্রধানমন্ত্রীকে তোপ

সম্প্রতি ভারতীয় ফুটবলে দুই নক্ষত্রপতন হয়েছে। কিংবদন্তি পিকে বন্দ্যোপাধ্যায় ও পরে চুনী গোস্বামীর প্রয়াণে ভারতীয় ফুটবল পিতৃহারা হয়েছে। দুই কিংবদন্তি চুনী-পিকের প্রয়াণের পর প্রধানমন্ত্রী নিজে কোনও শোকবার্তা তো পাঠাননি। সেই নিয়ে প্রধানমন্ত্রীকে তোপ দাগা হয়েছে।

ভাইরাল ভিডিও

ভাইরাল ভিডিও

শুভশ্রী-রাজের ঘুরতে যাওয়ার যে ভিডিওটি রাজ সোস্যাল মিডিয়ায় আপলোড করেছেন তা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।

টুইট করেননি প্রধানমন্ত্রী

টুইট করেননি প্রধানমন্ত্রী

ছোট থেকে ছোট ইস্যুতে দেশের প্রধানমন্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে দেশবাসীর সঙ্গে যোগাযোগ রাখতে দেখা যায়। কিন্তু বাংলা তথা দেশের ফুটবল মানচিত্র দুই কিংবদন্তির প্রয়াণে প্রধানমন্ত্রী কোনও টুইট করেননি। সেই নিয়ে বাংলার খেলার দুনিয়ায় ক্ষোভ।

কেমিস্ট্রি

কেমিস্ট্রি

এই প্রথমবার নয়, এর আগেও একসঙ্গে কাজ ছাড়াও বাইরে ঘুরতে গিয়েছেন দুজনে। রাজের প্রাক্তন বান্ধবী মিমিও দুজনের নয়া কেমিস্ট্রি নিয়ে প্রায় নিশ্চিত।

ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস যা বলেন

ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস যা বলেন

ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস শনিবারের স্মরণসভায় বলেন, 'চুনী গোস্বামী ও পিকে বন্দ্যোপাধ্যায়ের মতো কিংবদন্তিদের প্রয়াণে প্রধানমন্ত্রীর শোকজ্ঞাপন না করাটা অসম্মানের ও দুর্ভাগ্যের।'

প্রাক্তন ফুটবল-কোচও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন

প্রাক্তন ফুটবল-কোচও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন

ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের মতো প্রাক্তন ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিকও ক্ষোভ প্রকাশ করেন। দুই কিংবদন্তির প্রয়াণে মোদী টুইট না করায় ক্ষোভপ্রকাশ করেছেন সুভাষ।

দুই কিংবদন্তিকে নিয়ে ভাইচুং ভুটিয়া যা বলেন

দুই কিংবদন্তিকে নিয়ে ভাইচুং ভুটিয়া যা বলেন

স্মরণসভায় দুই কিংবদন্তিকে নিয়ে ভাইচুং ভুটিয়া বলেন, 'চুনী গোস্বামীকে অন্য প্রাক্তনদের মতো জুনিয়র ফুটবলারদের কোনও দিনও নিন্দা করতে শুনিনি। ভারতীয় ফুটবলের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন।অন্যদিকে কোচ পিকে বন্দ্যোপাধ্যায়ের কাছে ছাত্র হিসেবে আমি অনেক কিছু শিখেছি।'

অনলাইন শ্রদ্ধার্ঘ্যে আর কারা উপস্থিত ছিলেন

অনলাইন শ্রদ্ধার্ঘ্যে আর কারা উপস্থিত ছিলেন

ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস,সুভাষ ভৌমিক,ভাইচুং ভুটিয়া ছাডা় বাড়িতে বসে অনলাইনে অরুণ ঘোষ, শ্যাম থাপা, পিকের কন্যা পলা বন্দ্যোপাধ্যায় , মোহনবাগান প্রেসিডেন্ট টুটু বসু ও ইস্টবেঙ্গল সচিব কল্যাণ মজুমদার শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন।

দেড় মাসেরও কম সময়ে মহানগর দুই কিংবদন্তিকে হারিয়েছে

দেড় মাসেরও কম সময়ে মহানগর দুই কিংবদন্তিকে হারিয়েছে

এক মাস ১০ দিন! প্রসঙ্গত এই সময়ের ব্যবধানের মধ্যে ভারতীয় ফুটবলে দুই নক্ষত্রপতন হয়েছে। ২০ মার্চ কিংবদন্তি পিকে বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে পিতৃহারা হয়েছিল ভারতীয় ফুটবল।। এর দেড় মাসেরও কম সয়মের মধ্যে ৩০ এপ্রিল না ফেরার দেশে চলে গিয়েছেন ভারতীয় ফুটবলের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব চুনী গোস্বামী। দুই কিংবদন্তির প্রয়াণে ভারতীয় ক্রীড়াজগতে শোকের ছায়া নেমে আসে।

English summary
East Bengal pay Online tribute to chuni goswami-pk banerjee,question raise on Why Pm Modi didnot pay any tribute
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X