For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২২ গজেও কোয়েসের থাবা! বেতন থেকে বঞ্চিত ইস্টবেঙ্গলের ক্রিকেটাররা

২২ গজেও কোয়েসের থাবা! বেতন থেকে বঞ্চিত ইস্টবেঙ্গলের ক্রিকেটাররা

  • |
Google Oneindia Bengali News

ফুটবলের পর ক্রিকেটেও থাবা বসাল কোয়েস। ফুটবলারদের পাশাপাশি ইস্টবেঙ্গলের ক্রিকেটারদেরও বেতন আটকে রেখেছে এই বিনিয়োগকারী সংস্থা। করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া আপদকালীন পরিস্থিতিতে কোয়েস নাকি জানিয়ে দিয়েছে যে তারা ক্রিকেটারদের টাকা দিতে পারবে না। ফলে লকডাউনের মধ্যে ঘর সামলাতে নাজেহাল হতে হচ্ছে লাল-হলুদ শিবিরকে।

দল গড়ে কোয়েস

দল গড়ে কোয়েস

চলতি ক্রিকেট মরশুমের জন্য ইস্টবেঙ্গলের ক্রিকেট দল গড়ার দায়িত্ব নিয়েছিল কোয়েস। ৯০ লক্ষ টাকা খরচ বাংলার অধিনায়ক অভিমন্যু ইশ্বরণ, ওপেনার অভিষেক রমন, ব্যাটসম্যান অর্নব নন্দী এবং পেসার ইশান পোড়েলকে নিয়ে শক্তপোক্ত দল তৈরি করেছিল লাল-হলুদ। কোয়েসের তৈরি চুক্তিতে সই করেছিলেন ক্রিকেটাররা।

ইস্টবেঙ্গল বনাম কোয়েস

ইস্টবেঙ্গল বনাম কোয়েস

করোনা ভাইরাসের কারণে আর্থিক অস্থিতিশীলতাকে কারণ দেখিয়ে ইস্টবেঙ্গলের ফুটবলারদের সঙ্গে চুক্তি ভঙ্গ করেছিল বিনিয়োগকারী সংস্থা কোয়েস। তা নিয়ে ওই সংস্থার সঙ্গে লাল-হলুদ কর্তাদের দ্বন্দ্ব চরমে ওঠে। সেই সঙ্গে একাধিক ইস্যুতে কোয়েস ও ইস্টবেঙ্গলের চুক্তি শেষ হচ্ছে চলতি মাসেই। কলকাতার অফিসও ছেড়ে দিচ্ছে বেঙ্গালুরুর এই বিনিয়োগকারী সংস্থা।

অধিক সমস্যায় ক্রিকেটাররা

অধিক সমস্যায় ক্রিকেটাররা

কলকাতা ময়দানে ফুটবলের অনেক পরে শুরু ক্লাব ক্রিকেটের মরশুম। কোয়েস চুক্তিভঙ্গ করায়, সংস্থার কাছ থেকে অগ্রিম ৪০ থেকে ৫০ হাজার টাকার বেশি কোনও ক্রিকেটার পাননি। ক্রিকেটারদের তারা আর টাকা দিতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছে কোয়েস। যে সব ক্রিকেটারদের সরকারি চাকরি করেন, তাঁদের ক্ষেত্রে সমস্যা কিছুটা কম হলেও, যে সব খেলোয়াড়দের খরচ ক্লাবের টাকায় চলে, তাঁরা তীব্র সমস্যায় পড়েছেন।

ক্ষুব্ধ ক্রিকেটাররা

ক্ষুব্ধ ক্রিকেটাররা

কোয়েসের আচমকা চুক্তিভঙ্গ নিয়ে প্রকাশ্যে কেউ মুখ খুলতে না চাইলেও এ ব্যাপারে যে তাঁরা ক্ষুব্ধ হয়েছেন, তা বুঝিয়ে দিয়েছেন অভিমন্যু ইশ্বরণরা। শুধু জানিয়েছেন, ক্লাব কর্তাদের ওপর আস্থা রেখেছেন তাঁরা।

করোনা আতঙ্কে পৃথিবীর মন খারাপ ভালো করে দিল বুন্দেসলিগার প্রত্যাবর্তন, সেলিব্রেশনে চমক!করোনা আতঙ্কে পৃথিবীর মন খারাপ ভালো করে দিল বুন্দেসলিগার প্রত্যাবর্তন, সেলিব্রেশনে চমক!

English summary
East Bengal's cricketers will not recive salary as Quess is showing no interest
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X