For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিঠি যুদ্ধের মাঝে বিশ্বকাপার অ্যাকোস্টার জন্য কী উদ্যোগ ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী কোয়েসের

চিঠি যুদ্ধের মাঝে বিশ্বকাপার অ্যাকোস্টার জন্য কী উদ্যোগ ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী কোয়েসের

  • |
Google Oneindia Bengali News

৩১ মে ইস্টবেঙ্গল ফুটবলারদের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে কোয়েসের। তার আগে ফুটবলার-কোচ-সার্পোট স্টাফদের সঙ্গে কোয়েসের চিঠি যুদ্ধ। যার মাঝে এবার বিশ্বকাপার জনি অ্যাকোস্টাকে ঘরে ফেরানোর উদ্যোগ ইস্টবেঙ্গলের বিদায়ী বিনিয়োগকারী সংস্থার।

মে মাসের মাইনে কাটা নিয়ে চিঠিযুদ্ধ

মে মাসের মাইনে কাটা নিয়ে চিঠিযুদ্ধ

প্রাকৃতিক দুর্যোগ করোনার কারণে ভারতে মার্চ মাস থেকে ফুটবল বন্ধ। ফুটবলারদের সঙ্গে কোয়েসের ৩১ মে পর্যন্ত চুক্তি রয়েছে। তবে ফুটবল বন্ধের কারণে, বিনিয়োগ কারী সংস্থার তরফে লাল হলুদ ফুটবলার এবং কোচ মারিও রিবেরাকে মে মাসের মাইনে কাটা হবে বলে জানানো হয়।

ফুটবলে ধাক্কা, বিশ্বজুড়ে কাটা হচ্ছে মাইনে

ফুটবলে ধাক্কা, বিশ্বজুড়ে কাটা হচ্ছে মাইনে

করোনা মহামারীর কারণে বিশ্বফুটবলে তালা পড়েছিল। যেকারণে বিশ্বের প্রতিটি লিগই বন্ধ থাকে। এই পরিস্থিতি ক্লাবগুলি আর্থিক ক্ষতির মুখে পড়ে। আর এই আর্থিক ধাক্কা সামলাতে বিশ্বজুড়ে ফুটবলারদের বেতনে কাটছাঁট করা হয়েছে।

বেতন মিটিয়ে দেওয়া নিয়ে ফুটবলারদের চিঠি

বেতন মিটিয়ে দেওয়া নিয়ে ফুটবলারদের চিঠি

দুমাসের বেতন মিটিয়ে দেওয়া নিয়ে কিছুদিন আগে ইস্টবেঙ্গল ফুটবলাররা বিনিয়োগকারী কোয়েসকে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছিলেন। যারপর চিঠি পাঠিয়ে একমাসের বেতন কাটা ও চুক্তি ছিন্ন করা মেনে নিলে এপ্রিলের বেতন মিটিয়ে দেওয়া হবে বলে কোয়েস জানায়

প্রাকৃতিক বিপর্যয় হলে এক মাসের বেতন কাটার উল্লেখ

প্রাকৃতিক বিপর্যয় হলে এক মাসের বেতন কাটার উল্লেখ

কোয়েসের পক্ষ থেকে পাল্টা চিঠিতে চুক্তি অনুযায়ী প্রাকৃতিক বিপর্যয় হলে এক মাসের বেতন কাটার কথা লেখা রয়েছে বলে পরিষ্কার করে দেওয়া হয়েছে। সেই নিয়মে করোনা ধাক্কায় সময় এক মাসের বেতন কাটা হচ্ছে বলে কোয়েস জানায়। সেই কারণেই ফুটবলার-কোচ সবারই মে মাসের বেতন কাটা হয়েছে বলে বিদায়ী বিনিয়োগকারীর বার্তা।

কোলাডোর আইনি পদক্ষেপ

কোলাডোর আইনি পদক্ষেপ

কোলাডো ছাড়া দলের বেশিরভাগ ফুটবলার বিনিয়োগকারী সংস্থা কোয়েসের পাঠানো প্রস্তাবে সম্মত হয়ে সই করে এপ্রিল মাসের বেতন তুলে নেন। কোলাডোর সঙ্গে কোয়েস ইস্টবেঙ্গলের দুই বছরের চুক্তি, কোলাডো তাই বিদায়ী বিনিয়োগকারী সংস্থাকে আইনি চিঠি ধরিয়ে সমস্যার সমাধান খুঁজছেন।

বিশ্বকাপার জনি অ্যাকোস্টার দেশে ফেরার ব্যাপারে আসরে কোয়েস

বিশ্বকাপার জনি অ্যাকোস্টার দেশে ফেরার ব্যাপারে আসরে কোয়েস

ফুটবলারদের মে মাসের বেতন কাটা নিয়ে বিতর্কের মাঝে এবার কোস্টারিকার বিশ্বকাপার জনি অ্যাকোস্টার দেশে ফেরার ব্যাপারে দায়িত্ব নিচ্ছে ইস্টবেঙ্গলের বিদায়ী বিনিয়োগকারী সংস্থা কোয়েস।

চুক্তি শেষ হলেও ভারতে আরও কিছুদিন অ্যাকোস্টা

চুক্তি শেষ হলেও ভারতে আরও কিছুদিন অ্যাকোস্টা

কোস্টারিকার বিশ্বকাপার জনি অ্যাকোস্টকে দেশে ফেরানোর বিষয়ে কোয়েস সহানুভূতিশীল। কোস্টরিকার সঙ্গে যোগাযোগ করে কোয়েস প্রত্যাবর্তনের ব্যাপারে আগ্রহী। যদিও করোনার কারণে দীর্ঘ লকডাউনে যা এখন বেশ সময়সাপেক্ষ। যেকারণে ৩১ মে ফুটবলারদের সঙ্গে চুক্তি শেষ হলেও আরও কিছুদিন ভারতে থাকতে পারেন অ্যাকোস্টা। উল্টো দিকে এপ্রিলের বেতন ও কোয়েসের সঙ্গে সম্পর্ক ছিন্নের চুক্তিতেই সই করে লাল-হলুদের স্প্যানিশ ফুটবলাররা দেশে ফিরে গিয়েছেন।

এমনটা হলে সৌরভ টেস্টে আরও সফল হতে পারতেন বলে মনে করেন লেজেন্ড বেঙ্গসরকারএমনটা হলে সৌরভ টেস্টে আরও সফল হতে পারতেন বলে মনে করেন লেজেন্ড বেঙ্গসরকার

English summary
East bengal's invester quess will help johnny acosta to return to home amid Corona Lockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X