For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইস্টবেঙ্গল-স্পোর্টিং রাইটসের মাঝে প্রাচীর কোয়েস,আইজ্যাকের চিঠির পর কী ঘুঁটি সাজাল লাল-হলুদ

ইস্টবেঙ্গল-স্পোর্টিং রাইটসের মাঝে প্রাচীর কোয়েস,আইজ্যাকের চিঠির পর কী ঘুঁটি সাজাল লাল-হলুদ

  • |
Google Oneindia Bengali News

ইস্টবেঙ্গল আর স্পোর্টিং রাইটসের মাঝে প্রাচীর এখন কোয়েস। বিদায়ী বিনিয়োগকারীর সঙ্গে ৩১ মে সম্পর্ক শেষ হয়। এরপরও দুই পক্ষের মধ্যে ঠান্ডা লড়াই যেন কিছুতেই থামতে না। সেক্ষেত্রে এবার কি আইনি পথেই দুই পক্ষের মধ্যে স্পোটিং রাইটস নিয়ে জটিলতা মিটতে চলেছে?

ইস্টবেঙ্গেলের চিঠি

ইস্টবেঙ্গেলের চিঠি

আগামী সপ্তাহে ফেডারেশনের লাইসেন্সিং প্রক্রিয়া শুরু হতে চলেছে। মে মাসের শেষে কোয়েসের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর বিদায়ী বিনোয়োগকারীর থেকে স্পোর্টিং রাইটস পাওয়ার কথা ছিল। জুনের পর এখন জুলাই মাস চললেও স্পোর্টিং রাইটস নিয়ে কোয়েসের থেকে নো অবজেকশন সার্টিফিকেট না আসায় জটিলতার সামনে লাল-হলুদ। লাইসেন্সিং নিয়ে সমস্যা বাড়ার ইঙ্গিতে ফেডারেশনকে চিঠি দিয়েছে ইস্টবেঙ্গল। যেখানে সম্পর্ক শেষ নিয়ে ক্লাবকে দেওয়া কোয়েস সিইও শংকর নাগের চিঠি ফেডারেশনকে পাঠিয়েছে লাল-হলুদ।

কোয়েসের চিঠি

কোয়েসের চিঠি

পাল্টা কোয়েস এরপর ফেডারেশনকে চিঠি দিয়ে ক্লাবের স্পোর্টিং রাইটস এখনও তাদের আওয়াতেই রয়েছে বলে অজিত আইজ্যাক জানিয়েছেন। চুক্তি পুরোপুরি না মেটার কথা জানিয়ে, ইস্টবেঙ্গলকে কোনভাবেই এখনই যেন লাইসেন্স দেওয়া না হয় এই মর্মে কোয়েস চেয়ারম্যান আইজ্যাক ফেডারেশনকে মেইল করেছেন। ফলে ইস্টবেঙ্গল কর্তাদের সঙ্গে কোয়েস কর্তাদের এই ঠান্ডা লড়াইয়ের মাঝে স্পোর্টিং রাইটস না পেলে, ক্লাবের আইএসএল বা আইলিগ খেলা নিয়ে এখন বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।

 ঠান্ডা লড়াইয়ে কোয়েসের চিঠি নিয়ে এবার ইস্টবেঙ্গল শিবিরে কী উত্তর

ঠান্ডা লড়াইয়ে কোয়েসের চিঠি নিয়ে এবার ইস্টবেঙ্গল শিবিরে কী উত্তর

ক্লাব সূ্ত্রে জানা গিয়েছে, কোয়েসের চেয়ারম্যান অজিত আইজ্যাকের চিঠি নিয়ে ইস্টবেঙ্গল একেবারেই আতঙ্কিত নয়। আরও জানা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্য়ে দুই পক্ষ ইস্টবেঙ্গল ও কোয়েসের মধ্য়ে আলোচনার মাধ্যমে চুক্তিভঙ্গ নিয়ে নতুন সাক্ষর হতে পারে। সেই সরকারি চুক্তিভঙ্গের পর দুই সপ্তাহের ব্যবধানের মধ্য়ে কোয়েসের থেকে ইস্টবেঙ্গল স্পোর্টিং রাইটস নিয়ে নো অবজেকশন সার্টিফিকেট পেতে পারে।

ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ

ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ

প্রসঙ্গত ফেডারেশনে কাছে ক্লাব এখনও কোয়েস ইস্টবেঙ্গল নামে নথিভুক্ত, ফলে নো অবজেকশন না পেলে আগামী দিনে ক্লাব ফেডারেশনের কোনও লিগে খেলতে পারবে না।

নামি শিল্পপতির সঙ্গে বিনিয়োগ নিয়ে বৈঠকেও কি প্রাচীর কোয়েসে ধাক্কা খাচ্ছে ইস্টবেঙ্গল? নামি শিল্পপতির সঙ্গে বিনিয়োগ নিয়ে বৈঠকেও কি প্রাচীর কোয়েসে ধাক্কা খাচ্ছে ইস্টবেঙ্গল?

English summary
East bengal stance after quess send mail to federation of Sporting rights issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X