বর্ষশেষে হালকা দুঃখ লেগে ছিল লালহলুদ সমর্থকদের মধ্যে। নেরোকা এফসি-র বিরুদ্ধে দু পয়েন্ট মাঠে রেখে আসতে হয়েছিল। কিন্তু বছরের শুরুটা ভরে গেল আনন্দে। অ্যারোজের বিরুদ্ধে ২-০ গোলে জিতল ইস্টবেঙ্গল।
ইস্টবেঙ্গল জার্সি গায়ে গোল পাওয়াটাকে অভ্যাস করে ফেলেছেন কাটসুমি। জাপানি বোমা নিয়মিত গোল করে চলেছেন এই মরশুমে। মোহনবাগানে যেখানে বেশির ভাগ ম্যাচেই গোলে অ্যাসিস্ট করার নায়ক থাকতেন কাটসুমি, তিনি খালিদের টিপসে নিজেকেআরও অনেকটা পরিণত করে নিয়েছেন। পাশাপাশি এই ম্যাচে গোল পেলেন দারুণ ফর্মে থাকা আল আমনা।
পান মাইখেল-এর ব্রেকিং নিউজ অ্যালার্ট Subscribe to Bengali MyKhel.