For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন কোচ, নতুন উন্মাদনায় অনুশীলন শুরু লালহলুদে, দূরে হঠবে কি অপেশাদারিত্ব

মোহনবাগান গত সপ্তাহ থেকেই অনুশীলনে নেমে পড়েছিল, এবার শুরু করে দিল ইস্টবেঙ্গলও। সোমবার নিজেদের মাঠে অনুশীলন শুরু করালেন আইলিগ জয়ী কোচ খালিদ জামিল। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

সোমবার থেকে ইস্টবেঙ্গলে শুরু মিশন কলকাতা লিগ। টানা সাতবার কলকাতা লিগ জিতে চাঙ্গা লালহলুদ এবার আটে আটের লক্ষ্যে নামতে চলেছে। প্রথম দিনেই তাই জয়ডঙ্কা বাজিয়ে দিলেন সমর্থকরা। খালিদ জামিলের নেতৃত্বে এদিন অনুশীলন করেন ইস্টবেঙ্গলের ২৫ জন ফুটবলার।[আরও পড়ুন:আটে আট করার লক্ষ্যে সোমবার থেকে প্রস্তুতিতে লালহলুদ ব্রিগেড, মশাল কি জ্বালাতে পারবেন খালিদ জামিল]

সোমবার সকাল থেকেই ইস্টবেঙ্গলে পুজোর আমেজ। লালহলুদের দরজা থেকেই ঢাকের আওয়াজে মাতোয়ারা ময়দান। গ্যালারিতে ফাটানো হয় বাজিও। আসলে সদস্য সমর্থকরা বোধহয় চির প্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগানকে মরশুমের শুরুর দিনেই বার্তা দিয়ে রাখলেন। এখনও অবশ্য দলের সঙ্গে বিদেশিরা যোগ দেননি, ভিসা সমস্যায় আসতে পারেনিন তাঁরা। উইলিস প্লাজার ত্রিনিদাদ ও টোবাগোর জাতীয় দলের ম্যাচ থাকায় এখনই আসতে পারেননি। অন্যদিকে অনুর্ধ্ব ১৮ এবং অনুর্ধ্ব ২৩ -এর জাতীয় দলে কিছু ফুটবলার থাকায় তাঁরাও এদিনের অনুশীলনে ছিলেন না। গুরবিন্দরের মেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে থাকায় তিনিও অনুশীলনে যোগ দিতে পারেননি। ফলে ৫ জন দেশি ও ৩ জন বিদেশি ফুটবলারকে ছাড়াই এদিন অনুশীলন শুরু করালেন খালিদ জামিল।[আরও পড়ুন:মেসিকে আটকানো ডিফেন্ডার এবার কলকাতা ময়দানে, ইস্টবেঙ্গলের জার্সি গায়ে কার খেলার অপেক্ষা]

নতুন কোচ, নতুন উন্মাদনায় অনুশীলন শুরু লালহলুদে, দূরে হঠবে কি অপেশাদারিত্ব

প্রথম থেকে বেশ শক্ত হাতে দল পরিচালনার ভাবনায় আই লিগ জয়ী কোচ খালিদ জামিল। এমনকি সংবাদ মাধ্যমের প্রবেশাধিকারেও নিয়ম করে দিচ্ছেন কোচ। অন্যদিকে প্রাথমিক ভাবে কল্যাণীতে আবাসিক শিবিরের কথা থাকলেও সেখানে এখন শিবির চলছে মহামেডানের। তাঁদের শিবিরের পর সেখানকার মাঠের হাল কী রকম থাকবে, তা এখনও স্পষ্ট নয়। তাই আবাসিক শিবিরের ব্যাপারে এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না লালহলুদ কর্তারা। প্রয়োজন হলে দু'বেলা অনুশীলনের ভাবনাও থাকছে।

নতুন কোচ, নতুন উন্মাদনায় অনুশীলন শুরু লালহলুদে, দূরে হঠবে কি অপেশাদারিত্ব

এদিকে গত মরশুমে কোচ ট্রেভর মর্গ্যান চলে যাওয়ার পর বাকি মরশুমে দলের দেখভালের জন্য বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল মনোরঞ্জন ভট্টাচার্য, তুষার রক্ষিত ও ভাস্কর গঙ্গোপাধ্যায়ের ওপর। তবে তাঁরা নাকি কোনও উপদেষ্টা কমিটির সদস্য নন। মরশুমের প্রথম দিনই পরিষ্কার করে দিয়েছেন লালহলুদ কর্মকর্তা দেবব্রত সরকার। তাঁর বক্তব্য, 'মনোরঞ্জন ও তুষার দলের ম্যানেজার।। ভাস্কর থাকবেন , কোচ খালিদ জামিল যদি মনে করেন তাঁর পরামর্শ নেওয়া প্রয়োজন তাহলে পরামর্শ নেবেন।' এদিকে অ্যালিভিটো চতুর্থ বিদেশির খোঁজে ইংল্যান্ডে গেলেও সেখান থেকে তাঁকে খালি হাতেই ফিরত হচ্ছে। পছন্দের ফুটবলার পাওয়া গেলেও মূলত আর্থিক কারণেই সেখানের ট্রায়াল থেকে কোনও বিদেশি নেওয়া যাচ্ছে না। লালহলুদ আপাতত ডিফেন্সিভ মিডফিল্ড ও স্ট্রাইকার পজিশনে ফুটবলার খুঁজছে। তবে ইস্টবেঙ্গল কর্মকর্তারা আশাবাদী দ্রুতই বিদেশিদের খোঁজ পাওয়া যাবে।

English summary
East Bengal starts their practice for Kolkata league
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X