For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিনিয়োগহীন ইস্টবেঙ্গলে কোষাগারে সংকট, দুই কো-স্পনসরের সঙ্গে আলোচনা লাল-হলুদের

বিনিয়োগহীন ইস্টবেঙ্গলে কোষাগারে সংকট, দুই কো-স্পনসরের সঙ্গে আলোচনা লাল-হলুদের

  • |
Google Oneindia Bengali News

অগাস্টে নতুন স্পনসর আনতে মরিয়া ইস্টবেঙ্গল। শেষ মুহুর্তে নতুন বিনিয়োগকারী এনে ক্লাব বড় চমক দিয়ে আইএসএল খেলতে পারে কিনা, সেই নিয়ে জল্পনা চলছে। এর মাঝেই দুটি কো-স্পনসরের সঙ্গে ক্লাবের আলোচনা হয়েছে।

নতুন মরসুম ফুটবলারদের টাকা দেওয়া নিয়ে চিন্তায় ইস্টবেঙ্গল

নতুন মরসুম ফুটবলারদের টাকা দেওয়া নিয়ে চিন্তায় ইস্টবেঙ্গল

ক্লাবে বিনিয়োগকারী নেই, কোয়েসের সঙ্গেও সম্পর্ক শেষ হয়েছে। তাই আগামী মরসুমে ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত যে লিগেই খেলুক না কেন, ক্লাব ফুটবলারদের কীভাবে টাকা দেবে সেই চিন্তা ঘুরপাক খাচ্ছে।

বিনিয়োগহীন ইস্টবেঙ্গলে কোষাগারে সংকট

বিনিয়োগহীন ইস্টবেঙ্গলে কোষাগারে সংকট

ক্লাবের কোষাগারের অবস্থা একেবারেই ভালো নয়, এই অবস্থায় করোনা ধাক্কায় কোনও বিনিয়োগকারীকে পাচ্ছে না ইস্টবেঙ্গল। ঘরে-বাইরে প্রবল এই মুহূর্তে চাই চাপের মুখে ক্লাব। আগামীদিনে দল গঠনের টাকা কোথা থেকে আসবে সেই নিয়ে ইস্টবেঙ্গলে মিটিংও হয়।

নতুন স্পনসরের সঙ্গে কথা

নতুন স্পনসরের সঙ্গে কথা

এই অবস্থায় বিনিয়োগকারী না পেলেও কো-স্পনসর জোগাড় করে ফুটবলারদের বেতন মেটানোর কথা ভাবছে ক্লাব। জানা গিয়েছে টেকনো ইন্ডিয়া গ্রুপের কর্ণধারের সঙ্গে স্পনসরশিপ নিয়ে আলোচনা করেছে ইস্টবেঙ্গল।

এক এডুকেশন সংস্থার সঙ্গে ইস্টবেঙ্গলের আলোচনা

এক এডুকেশন সংস্থার সঙ্গে ইস্টবেঙ্গলের আলোচনা

পাশাপাশি রাইস এডুকেশন সংস্থার চেয়ারম্যানের সঙ্গেও ইস্টবেঙ্গল ক্লাব স্পনসরশিপ নিয়ে আলোচনা করেছে। ক্লাব এই দুই সংস্থাকে কো-স্পনসর হিসেবে পেতে চাইছে। শেষ পর্যন্ত অবশ্য ইস্টবেঙ্গলে অর্থৈনিতক সংকটের এই অবস্থার উন্নতি হয় কিনা, সেটা সময়ই বলবে।

বয়স বিতর্কে সরব বাংলা কোচ অরুণ লাল, পাশে পেলেন অধিনায়ককেবয়স বিতর্কে সরব বাংলা কোচ অরুণ লাল, পাশে পেলেন অধিনায়ককে

English summary
East Bengal talk with 2 co-sponsors for upcoming season
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X