For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইস্টবেঙ্গলের ভারতীয় ব্রিগেডে আরও এক সংযোজন? অঘটন না হলে জাতীয় দলের এই উইঙ্গার লাল-হলুদ জার্সিতে

ইস্টবেঙ্গলের ভারতীয় ব্রিগেডে আরও এক সংযোজন! অঘটন না হলে জাতীয় দলের এই উইঙ্গার লাল-হলুদ জার্সিতে

  • |
Google Oneindia Bengali News

দলগঠনে এবছর একের পর এক চমক দিয়েই যাচ্ছে ইস্টবেঙ্গল। করোনা লকডাউনের সময়কে দারুণভাবে কাজে লাগিয়ে গত সপ্তাহে চার ফুটবলারের সঙ্গে চুক্তি করে ফেলেছে লাল-হলুদ ব্রিগেড। এবার রিক্রুটারদের টার্গেট ভারতীয় দলের হয়ে মাঝমাঠে খেলা সিকে বিনীত।

ভারতীয় ব্রিগেডই প্রথম লক্ষ্য ইস্টবেঙ্গলের

ভারতীয় ব্রিগেডই প্রথম লক্ষ্য ইস্টবেঙ্গলের

ইস্টবেঙ্গল ক্লাব এবার আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে কেরালার সি কে বিনীতকে সই করাতে চায়। ক্লাবের সঙ্গে বিনীতর সঙ্গে কথাও হয়েছে।

কেরালার দুই অভিজ্ঞ ফুটবলার প্রায় চূড়ান্ত

কেরালার দুই অভিজ্ঞ ফুটবলার প্রায় চূড়ান্ত

সিকে বিনীত ও রিনো অ্যান্টোর সঙ্গে ইস্টবেঙ্গলের বহুদিন কথা চলছে। শেষ কয়েকদিন ফের বিনীত ও অ্যান্টোকে ইস্টবেঙ্গল রাজি করিয়েছে।

কোথায় সমস্যা ছিল

পারিবারিক কারণে এই মুহূর্তে কেরালা ছাড়তে চাইছেন না বিনীত। শেষ পর্যন্ত বিনীত ইস্টবেঙ্গলে খেলেন কিনা,সেটাই এখন দেখার। মাঝমাঠে বিনীত জুড়লে আগামী মরসুমে লাল-হলুদের শক্তি আরও বাড়তে চলেছে বলা যায়

চুক্তিপত্র পাঠালো ইস্টবেঙ্গল

চুক্তিপত্র পাঠালো ইস্টবেঙ্গল

জানা গিয়েছে, রবিবার কেরালার দুই ফুটবলারেরে কাছেই চুক্তিপত্র পাঠানো হয়েছে। বড়সড় অঘটন না হলে আসন্ন মরসুমে রিনো রাইটব্যাক এবং বিনীত রাইট উইঙ্গার। এই জুটি দেখা যেতে চলেছে।

ইস্টবেঙ্গলের ভারতীয় ব্রিগেড

ইস্টবেঙ্গলের ভারতীয় ব্রিগেড

দল গঠনের শুরু থেকেই ইস্টবেঙ্গল এবছর ভারতীয় ফুটবলারদের দল নেওয়ার ক্ষেত্রে ঝুঁকেছে। বলবন্ত সিং, শেহনাজ সিং, কেভিন লোবো, গুরতেজ সিং, নবীন গুরুং, শংকর রায় সহ একঝাঁক ভারতীয় ফুটবলার নিয়েছে ইস্টবেঙ্গল। এবার সিকে বিনীত ও অ্যান্টোর সই শুধু সময়ের অপেক্ষা।

দেশের হয়ে বিনীত কটি ম্যাচ খেলেছেন

জাতীয় দলের হয়ে সি কে বিনীত ৭ টি ম্যাচ খেলেছেন। ক্লাব ফুটবলে বর্তমানে আইএসএলের দল জামশেদপুর এফসিতে খেলেন তিনি।

কোন কোন ক্লাবে খেলেছেন বিনীত

বেঙ্গালুরু, কেরালা ব্লাষ্টার্স, চেন্নাইয়ান এফসি, জামেশদপুরের হয়ে খেলেছেন বিনীত। ২০১১ সালে থেকে ভারতীয় ফুটবলে নামডাক বিনীতের।

মহম্মদ রফিকও প্রায় চূড়ান্ত

মহম্মদ রফিকও প্রায় চূড়ান্ত

সরকারি ঘোষণা না হলেও সূত্রের খবর ভারতের জাতীয় দলের খোলোয়াড় মহম্মদ রফিকও প্রায় চূডা়ন্ত। ভারতীয় ফুটবলারদের নিয়ে শক্তিশালী দল গড়ছে ইস্টবেঙ্গল।

English summary
east bengal target indian footballer c k vineeth, send contract
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X