For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাহাড়ে পয়েন্ট খুইয়ে লিগের দৌড়ে বড় ধাক্কা ইস্টবেঙ্গলের, লড়লেন শুধু ডুডু

ইস্টবেঙ্গল বনাম শিলং লাজং ম্যাচ সমর্থকদের রক্তচাপ বাড়িয়ে দিল, লালহলুদ ব্রিগেড পাহাড়ি ক্লাবের কাছে পয়েন্ট খোয়ালো।

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

পাহাড় টপকাতে ব্যর্থ ইস্টবেঙ্গল। যে মশালের আচঁ গনগন করে জ্বলছিল সেটা এদিন পাহাড়ি হাওয়ায় অনেকটাই কমে গেল। শিলং লাজংয়ের বিরুদ্ধে খেলা শেষ হল ২-২ গোলে। এদিন লালহলুদের হয়ে জোড়া গোল ডুডু-র। আই লিগের খেতাবি লড়াইতে বড় ধাক্কা খেল খালিদ জামিলের দল।

পাহাড়ে পয়েন্ট খুইয়ে লিগের দৌড়ে বড় ধাক্কা ইস্টবেঙ্গলের

এদিন অবশ্য শুরু থেকেই দারুণ আক্রমণাত্মক ছিল ইস্টবেঙ্গল। খালিদ জামিলের ছেলেরা তিন পয়েন্টের লক্ষ্যে আক্রমণ শানাচ্ছিল। ডিকা , ডুডুকে সামনে রেখে আক্রমণ সাজিয়েছিলেন তারা।

পাহাড়ে পয়েন্ট খুইয়ে লিগের দৌড়ে বড় ধাক্কা ইস্টবেঙ্গলের

শুরুটা অবশ্য পিকচার পারফেক্ট হয়েছিল ইস্টবেঙ্গলের। লালহলুদের চুলোভার সঠিক বল গোলে রাখতে কোনও ভুল করেননি ডুডু। হেড দিয়ে গোলে বল জড়িয়ে দেন তিনি। প্রথমার্ধের খেলা শেষ হয় ১-০ গোলে।

কিন্তু দ্বিতীয়ার্ধে নেমেই গোল শোধ করেন দোহলিং। ফ্রিকিক থেকে লালমুয়ানপুইয়ার বল হেড দিয়ে গোল করে দেন। ৬৭ মিনিটে খেলায় গতি আনতে ডিকাকে তুলে নিয়ে জোবি জাস্টিনকে নামান ইস্টবেঙ্গল কোচ খালিদ জামিল। এরপর ৬৮ মিনিটে পেনাল্ট পায় শিলং লাজং বক্সের বাইরে ফাউল করেন। এর সুবাদে যে পেনাল্টি পান স্যামুয়েল তার থেকে গোল করে যান। ২-১ এগেয়ে যায় শিলং লাজং।

২-১ পিছিয়ে পড়া লাল হলুদ প্রচন্ড তেতে উঠে আক্রমণ শানাতে শুরু করে। কারণ এই ম্যাচ হেরে গেলে আই লিগের খেতাবি লডা়ইয়ের এত কাছে তারা পৌঁছে গেছে তার থেকে অনেক দূরে বেরিয়ে যাবে তা বুঝতে পারে তারা। খালিদ জামিলও লাইনের বাইরে থেকে উত্তপ্ত হয়ে পড়েন।

ফের ডুডু ম্যাজিক। ম্যাচের ৮৮ মিনিটে ক্রোমার ক্রস ফের একবার দুরন্ত হেডে গোলে পৌঁছে দেন লাল হলুদের বিশ্বস্ত সৈনিক। কিন্তু ম্যাচ জিতে তিন পয়েন্টে এনে দিতে ব্যর্থ আমনা, ক্রোমা, কাটসুমিরা।

এদিনের ড্র য়ের ফলে আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার লালহলুদের স্বপ্নে বড় ধাক্কা খেলেন লালহলুদ সমর্থকরা।

English summary
East bengal vs Shilong Lajong pumps blood into Supporters vein. Red and Gold looses point to hill club.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X