For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৫ বছর পর সুযোগ! আইলিগের লক্ষ্যে ইস্টবেঙ্গল, সামনে গোকুলাম

১৫ বছর পর সুযোগ উপস্থিত হয়েছে লালহলুদ শিবিরের সামনে। আই লিগ কলকাতায় আনার।

  • |
Google Oneindia Bengali News

১৫ বছর পর সুযোগ উপস্থিত হয়েছে লালহলুদ শিবিরের সামনে। আই লিগ কলকাতায় আনার। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই তাই আজ মাঠে নামতে চলেছে ইস্টবেঙ্গল। আইলিগের দুই দাবিদার। ইস্টবেঙ্গল আর চেন্নাই সিটি। ম্যাচ ঘিরে লালহলুদ সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনা। সমর্থকদের ভরসা আছে টিম এবং কোচে।

১৫ বছর পর সুযোগ! আইলিগের লক্ষ্যে ইস্টবেঙ্গল, সামনে গোকুলাম


১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ২ নম্বরে রয়েছে লালহদুল শিবির। অন্যদিকে ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রয়েছে চেন্নাই। নতুন কোচ. নতুন সেটআপে ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত যথেষ্টই ভাল খেলেছে। পর পর দুটো ডার্বিও জিতেছে লালহলুদ শিবির। ফলে সমর্থকদের মধ্যে প্রত্যাশাও অত্যন্ত বেশি।

শনিবারের অঙ্কটা বেশ জটিল। ইস্টবেঙ্গলকে শুধু জিতলেই চলবে না। চেন্নাইকে পয়েন্ট হারাতে হবে। অন্তত ড্র করতে হবে। ফলে চেনশনে রয়েছেন লালহলুদ সমর্থকরা। ফলে অন্য ম্যাচের আগে ফুরফুলে মেজাজে থাকে ইস্টবেঙ্গল, তার থেকে এদিন চাপেই রয়েছে তারা। অধরা আইলিগ এবারে ইস্টবেঙ্গল আসবে বলেই দাবি করছেন সমর্থকরা। তবে তারা ইশ্বরে ভরসাও রাখছেন।

সমর্থকদের ভরসা আছে টিম এবং কোচে। ফলাফল তাদের পক্ষেই যাবে, আশাবাদী সমর্থকরা। খেলোয়াররা সর্বস্ব দিয়ে খেলবে বলে আশাবাদী সমর্থকরা। তবে রাত সাতটার পরেই সব কিছু বলা সম্ভব হবে বলে জানাচ্ছেন সমর্থকরা।

English summary
East bengal will face Gokulam in I-league
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X