For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আটে আট করার লক্ষ্যে সোমবার থেকে প্রস্তুতিতে লালহলুদ ব্রিগেড, মশাল কি জ্বালাতে পারবেন খালিদ জামিল

আর দিন দুয়েক তারপর থেকে নিজেদের মাঠে অনুশীলনে নামছে ইস্টবেঙ্গল। আটে আটের লক্ষ্যে ফোকাসড লালহলুদ শিবির। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

মোহনবাগান ময়দানে অনুশীলন শুরু করে দিয়েছে। সোমবার থেকে ময়দানে নেমে পড়ছে ইস্টবেঙ্গল। আইজলকে আই লিগ এনে দেওয়া কোচ ১৭ জুলাই থেকে পুরোদমে দলকে অনুশীলন শুরু করাবেন।[আরও পড়ুন:'কথা দিলাম', মরশুমের শুরুর আগেই বার্সিলোনাকে কথা দিলেন এলএম টেন]

এই অবস্থায় শুক্রবার লালহলুদে এলেন আইজল থেকে আসা দুই তারকা চুল্লোভা ও ব্র্যান্ডন । ক্লাবসচিব কল্যান মজুমদার তুলে দিলেন ইস্টবেঙ্গলের লালহলুদ জার্সি । প্রথমদিন থেকেই অনুশীলনে যোগ দেবেন এই দুই মিজোরামের ফুটবলার । আই লিগ জয়ী দলের কোচ খালিদ জামিল নিজের পুরোন দল থেকে বেশ কিছু ফুটবলারকে তুলে নিয়েছেন এ মরশুমে ইস্টবেঙ্গলের জন্য।[আরও পড়ুন:এবারের ময়দান কাঁপাতে ক্রোমা-কামো জুটি]

আটে আট করার লক্ষ্যে সোমবার থেকে প্রস্তুতিতে লালহলুদ ব্রিগেড,মশাল কি জ্বালাতে পারবেন খালিদ জামিল

তবে প্রথম দিনে তিন বিদেশি,রফিক,অর্ণব মন্ডল রা অনুশীলনে উপস্থিত থাকতে পারছেন না। অর্ণব রা জাতীয় শিবিরে পরে দলের সঙ্গে যোগ দেবেন। ইস্টবেঙ্গল বিদেশির কোটায় গত মরশুমের প্লাজাকে রেখে দেওয়া হয়েছে। প্লাজা ছাড়াও থাকছেন আল আমনা, কার্লাইল মিচেল।[আরও পড়ুন:অনেক কিছু না পসন্দ এআইএফএফ কর্তাদের, মোহনবাগান মাঠে আই লিগ হওয়া নিয়ে দোলাচল]

আটে আট করার লক্ষ্যে সোমবার থেকে প্রস্তুতিতে লালহলুদ ব্রিগেড, মশাল কি জ্বালাতে পারবেন খালিদ জামিল

এছাড়া বাকি সমস্ত খেলোয়াড় দের ১৭ তারিখেই যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে ক্লাবের তরফ থেকে। এবার কলকাতা লিগের জন্য খালিদ জামিলের পরামর্শে গোলকিপার সঞ্জীবন ঘোষ কে দলে নেওয়ায় হয়েছে। একটানা সাত বার কলকাতা লিগ জিতে নজির গড়েছে ইস্টবেঙ্গল। এবার তাদের সামনে নতুন চ্যালেঞ্জ আটে আট করার। আই লিগ জয়ী কোচ খালিদ জামিল টানা আটবারের রেকর্ড অক্ষুন্ন রাখার চ্যালেঞ্জ নিয়ে সোমবার থেকে ময়দানে অভিযান শুরু করবেন।

English summary
East Bengal will start practicing from Monday in club tent
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X