For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অর্থের অভাবে এবার রাজ্যের বাইরে ইস্ট-মোহন ডার্বি!

স্টেডিয়ামের অত্যধিক ভাড়া দেওয়ার ক্ষেত্রে অসুবিধা থাকায় ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ঐতিহ্যপূর্ণ ডার্বি পশ্চিমবঙ্গের বাইরে হতে পারে বলে খবর।

  • |
Google Oneindia Bengali News

স্টেডিয়ামের অত্যধিক ভাড়া দেওয়ার ক্ষেত্রে অসুবিধা থাকায় ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ঐতিহ্যপূর্ণ ডার্বি পশ্চিমবঙ্গের বাইরে হতে পারে বলে খবর। লাল-হলুদ ক্লাব কর্তাদের তরফে অন্তত সেই আশঙ্কার কথাই জানানো হয়েছে। আর তা হলে যে কলকাতা তথা রাজ্যের ফুটবলে এক কলঙ্কজনক অধ্যায় রচনা হতে চলেছে, তা বলাই যায়।

অর্থের অভাবে এবার রাজ্যের বাইরে ইস্ট-মোহন ডার্বি!

২২ ডিসেম্বর কলকাতার বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে আই লিগের প্রথম ডার্বিতে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। সেটি সবুজ-মেরুণের হোম ম্যাচ। যদিও যুবভারতীতে সেই ম্যাচ আয়োজনের ক্ষেত্রে নেতিবাচক কোনও ইঙ্গিত দেয়নি মোহনবাগান। ১৫ মার্চ আই লিগের ফিরতি ডার্বিতে ফের মুখোমুখি হচ্ছে কলকাতার দুই প্রধান। নির্ধারিত সূচি অনুযায়ী যুবভারতীতে অনুষ্ঠিত হতে চলা তাদের হোম ম্যাচ, রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার আভাস দিয়েছে ইস্টবেঙ্গল।

লাল-হলুদ কর্তাদের তরফে জানানো হয়েছে, ১৫ মার্চ বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামেই ডার্বি হোক, চান তাঁরা। কিন্তু ক্লাবকে অর্থের জোগান দেওয়া সহযোগী কর্পোরেট সংস্থা, সল্টলেক স্টেডিয়ামের মাত্রাতিরিক্ত ভাড়া দিতে রাজি নয় বলে ইস্টবেঙ্গলের তরফে জানানো হয়েছে। একমাত্র কম ভাড়ায় স্টেডিয়াম দেওয়া দিলে তাঁরা কলকাতায় আই লিগের ফিরতি ডার্বি আয়োজন করতে পারবেন বলেও জানিয়েছেন লাল-হলুদ কর্তরা।

ইস্টবেঙ্গলের এক কর্তা জানিয়েছেন, বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে দুই প্রধানের ডার্বি আয়োজন করতে কয়েক লাখ টাকা খরচ হয়ে থাকে। সেই টাকা দেওয়া তাদের পক্ষে সম্ভব নয় বলে লাল-হলুদ শিবিরের তরফে জানানো হয়েছে। মাঠ কর্তৃপক্ষ সহানুভূতিশীল হওয়ার আবেদন জানিয়েছে ইস্টবেঙ্গল।

English summary
East-Mohan derby will shift to another state for high costs of Stadium
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X