For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এল ক্লাসিকো: মেসি-রোনাল্ডো নেই! এই ৪ টি মুখ্য লড়াই নির্ধারণ করতে পারে রবিবারের ফলাফল

৪টি মুখ্য লড়াই যা রবিবারের (২৮ অক্টোবর) এল ক্লাসিকোর ফলাফল নির্ধারণ করতে পারে।

Google Oneindia Bengali News

এল ক্লাসিকো। সম্ভবত ক্লাব ফুটবলের সবচেয়ে বড় ম্যাচ। রবিবার (২৮ অক্টোবর) লা লিগার ম্যাচে আরও একবার মুখোমুখি দুই দল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ২০০৭ সালের পর থেকে এই প্রথমবার কোনও এল ক্লাসিকোয় থাকছেন না দুই মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি।

গ্রীষ্মের ট্রান্সফার উইন্ডোয় ক্লাব ছেড়েছেন রোনাল্ডো, আর ডান হাতের হাড় ভেঙে অন্তত তিন সপ্তাহের জন্য। মাঠের বাইরে চলে গিয়েছেন মেসি। তবে বাকি যাঁরা আছেন তাঁরাও কিন্তু কেউ কম যান না।

এই অবস্থায় মাইখেল বেঙ্গলি -র মতে অন্তত চার-চারটি সম্মুখ সমর দেখা যেতে পারে রবিবারের এল ক্লাসিকোতে, যা নির্ধারণ করতে পারে এই ম্যাচের ভবিষ্যত।

কলকাতার জলছবি

কলকাতার জলছবি

প্রতিবারের মতো এবারও বৃষ্টিতে তথৈবচ অবস্থা শহর কলকাতার। নিম্নচাপের জেরেই এই বৃষ্টি বলে জানিয়েছে হাওয়া অফিস।

সের্গিও রামোস বনাম লুই সুয়ারেজ

সের্গিও রামোস বনাম লুই সুয়ারেজ

কি বলা যায় তাঁদের? স্প্যানিশ ফুটবলের দুই ভিলেন? দুজনেই পরিচিত মাঠে তাঁদের আগ্রাসনের জন্য। যা কখনও কখনও সীমাও অতিক্রম করে যায়। প্রতিপক্ষ সমর্থকদের চক্ষুশূল এই দুজনের লড়াইতে কিন্তু জমে যেতে পারে এবারের ক্লাসিকো।

মেসির অনুপস্থিতিতে সুয়ারেজের কাঁধে আজ বাড়তি দায়িত্ব রয়েছে। চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিরুদ্ধে ম্যাচে কিন্তু উরুগুয়ের এই ফুটবলারটি দেখিয়ে দিয়েছেন তিনি সেই বাড়তি দায়িত্ব নিতে প্রস্তুত। উল্টোদিকে এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের হৃদস্পন্দন বলা যেতে পারে রামোসকে। তাঁর উপরই দায়িত্ব থাকবে সুয়ারেজকে নির্বিষ করে রাখার।

কলকাতার জলছবি

কলকাতার জলছবি

গত দু'দিনের একটানা বৃষ্টিতে বানভাসি অবস্থা শহর কলকাতা সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার।

জেরাড পিকে বনাম করিম বেঞ্জিমা

জেরাড পিকে বনাম করিম বেঞ্জিমা

মেসির অভাব পূরণের দায়িত্ব যদি থাকে সুয়ারেজের উপর, উল্টো দিকের বক্সে রোনাল্ডোর অনুপস্থিতিতে রিয়ালের হয়ে গোল করার দায়িত্ব থাকবে করিম বেঞ্জিমার উপর। রোনাল্ডো ক্লাব ছাড়ার পর ফরাসী ফরোয়ার্ড অবশেষে পছন্দের সেন্ট্রা স্ট্রাইকার পজিশনে খেলার সুযোগ পেয়েছেন। কিন্তু তারপর থেকে কিন্তু গোল পাননি তিনি। রবিবারের ম্য়াচে তিনি সেই গোলের খরা কাটানোর জন্য মরিয়া থাকবেন।

রামোসকে যদি বলা হয় মি. রিয়াল মাদ্রিদ, তবে মি. বার্সেলোনা হলেন জেরাড পিকে। এমনকী কাতালোনিয়ার রাজনীতি নিয়েও তিনি মুখ খুলেছিলেন। তবে এই মরশুমের শুরুতে কিন্তু তিনি মাঠের মধ্যে বেশ কিছু ভুল-ত্রুটি করেছেন। তবে এই ম্যাচে তাঁর উপরই দায়িত্ব থাকছে বেঞ্জিমাকে সামলানোর।

কলকাতার জলছবি

কলকাতার জলছবি

উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই রাস্তাঘাটে জল থইথই করছে।

মার্ক আন্দ্রে তের স্তেগেন বনাম থিবৌ কুর্তোয়া

মার্ক আন্দ্রে তের স্তেগেন বনাম থিবৌ কুর্তোয়া

দুইদলের সেন্ট্রাল ডিফেন্ডাররাই এই মরশুমে ভাল ফর্মে নেই। তাই দুই দলের গোলকিপারকেই তিন কাঠির নিচে বেশ ব্যস্ত থাকতে হয়েছে।

মেসির পর এই মরশুমে কিন্তু বার্সেলোনার হয়ে সবচেয়ে ধারাবাহিক তাদের জার্মান গোলরক্ষকই। স্তেগেন দেখিয়ে দিয়েছেন প্রয়োজনে বাড়তি দায়িত্ব নিতে তিনি সক্ষম।

অপরদিকে চলতি বছরের শুরুতে বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করার পর কুর্তোয়াকে দলে নিয়ে এসেছেন রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। তারপর থেকে রিয়াল রক্ষণের শেষ সৈনি হিসেবে তিনি ভরসা জুগিয়েছেন।

কলকাতার জলছবি

কলকাতার জলছবি

গতকাল রাত থেকেই প্রবল বৃষ্টি শুরু হয় কলকাতা ও পাশ্ববর্তী এলাকায়। রাতের জল দাঁড়িয়ে যায় সমস্ত জায়গায়।

ফিলিপে কুটিনহো বনাম গ্যারেথ বেল

ফিলিপে কুটিনহো বনাম গ্যারেথ বেল

মেসি-রোনাল্ডোর অনুপস্থিতিতে রবিবার নিজেদের জাত চেনানোর বড় সুযোগ রয়েছে এই দুই ফুটবলারের সামনে।

চলতি বছরের জানুয়ারিতে ১৪২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে কুটিনহোকে দলে নিয়েছিল বার্সা। প্রথম দিকে বার্সার খেলার সঙ্গে মানিয়ে নিতে সমস্যায় পড়েছিলেন তিনি। এখন কিন্তু বার্সেলোনার মাঝমাঠের অন্যতম ভরসা তিনি।

অপরদিকে বেশ কয়েক বছর রোনাল্ডোর ছায়ায় ঢেকে ছিলেন বেল। রোনাল্ডো বিদায়ের পর এখন তাঁর সামনে বড় সুযোগ দলে রোনাল্ডোর ফাঁকা জায়গায় মিজেকে প্রতিষ্ঠিত করার।

কলকাতার জলছবি

কলকাতার জলছবি

আজ সকালে কয়েকটি জায়গায় বৃষ্টি হলেও গতরাত ও তার আগের বৃষ্টিই মূলত বানভাসি করে দিয়েছে তিলোত্তমাকে।

কলকাতার জলছবি

কলকাতার জলছবি

উত্তর কলকাতার সিঁথি থেকে শুরু করে দমদম, শ্যামবাজার, শোভাবাজার ইত্যাদি জায়গা জলমগ্ন অবস্থা।

কলকাতার জলছবি

কলকাতার জলছবি

মধ্য কলকাতার কলেজ স্ট্রিট, আমহার্স্ট স্ট্রিট, ঠনঠনিয়া কালীবাড়ি, সেন্ট্রাল অ্যাভিনিউ ইত্যাদি এলাকা বৃষ্টির জলে রুদ্ধ হয়ে পড়েছে।

কলকাতার জলছবি

কলকাতার জলছবি

অন্যদিকে দক্ষিণ কলকাতার লেকগার্ডেন্স, যাদবপুর, গোলপার্ক, চারুমার্কেট, বালিগঞ্জ, রাসবিহারী অ্যাভিনিউ, শরৎবোস রোড, এক্সাইড মোড়, এজেসি বোস রোড ইত্যাদি জায়গাও বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে।

কলকাতার জলছবি

কলকাতার জলছবি

কলকাতার কয়েকটি নিচু জায়গায় হাঁটু ছাড়িয়ে জল উঠে গিয়েছে।

কলকাতার জলছবি

কলকাতার জলছবি

কিছু বস্তি এলাকায় ও এমনিতেই নিচু বাড়িগুলিতে বর্ষার জল ছুকে গিয়ে বিপর্যস্ত অবস্থা। বাড়িতে থাকা দায় হয়ে উঠেছে সাধারণ মানুষের।

কলকাতার জলছবি

কলকাতার জলছবি

দক্ষিণে সোনারপুর নরেন্দ্রপুর, গড়িয়ার পাশাপাশি পূর্বের লেকটাউন, কালিন্দী, বাঙুর, কেষ্টপুর এলাকার মানুষও জলে কার্যত বন্দি।

কলকাতার জলছবি

কলকাতার জলছবি

এছাড়া সল্টলেক ও রাজারহাটের বেশ কয়েকটি জায়গাও জলমগ্ন অবস্থায় রয়েছে।

কলকাতার জলছবি

কলকাতার জলছবি

শিয়ালদহ মেইন, দক্ষিণ ও বনগাঁ শাখায় ট্রেন চলাচল বৃষ্টির জন্য বিঘ্নিত হয়েছে। বৃষ্টির জন্য ট্রেন দেরিতে চলেছে বলেই জানিয়েছেন যাত্রীরা।

কলকাতার জলছবি

কলকাতার জলছবি

কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রতিটি পাম্পিং স্টেশনই কাজ করছে। তবে বৃষ্টি অতিরিক্ত হওয়ায় চারিদিকে জল জমে গিয়েছে।

কলকাতার জলছবি

কলকাতার জলছবি

বিহার ও ঝাড়খণ্ডে নিম্নচাপের জেরে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আরও বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে।

 কলকাতার জলছবি

কলকাতার জলছবি

একটানা বৃষ্টিতেও বিমান পরিষেবায় অবশ্য কোনও ছেদ পড়েনি। কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান পরিষেবা নিরবচ্ছিন্ন রয়েছে।

English summary
4 key battles that could determine the outcome of Sunday's (28 Oct) El Clasico.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X