For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অপরিচিত এল ক্লাসিকো, রোনাল্ডোর পর নেই মেসিও! মাঠেই যন্ত্রনায় কাতড়ালেন বার্সা-রাজপুত্র

রোনাল্ডোর পর দো মেসিও আসন্ন এল ক্লাসিকো ম্যাচে খেলবেন না। শনিবারের ম্যাচে তাঁর ডানহাত ভেঙে গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

এক সপ্তাহ পরেই আসছে আরও এক এল ক্লাসিকো। কিন্তু এই ক্লাসিকো ফুটবল বিশ্বের কাছে একেবারেই অপরিচিত ঠেকতে পারে।

গত প্রায় এক দশক বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ মুখোমুখি হওয়া মানেই বিশ্ব ফুটবলের দুই মেগাস্টার মেসি-রোনাল্ডো লড়াই ছিল। এইবার কিন্তু দুই মহাতারকার কেউই নেই ক্লাসিকোতে।

রোনাল্ডোর পর মেসিও হিসেবের বাইরে

রোনাল্ডোর পর মেসিও হিসেবের বাইরে

চলতি বছরের গ্রীষ্মেই রিয়াল ছেড়ে ইতালীয় চ্যাম্পিয়ন জুভেন্টাসে গিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২০০৯ সাল থেকে তিনিই ছিলেন রিয়ালের আক্রমণের প্রধান মুখ। রিয়াল এখনও রোনাল্ডোহীন দলকে গুছিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। কাজেই তাঁর ক্লাসিকোতে উপস্থিত থাকার কোনও সম্ভাবনাই ছিল না। আর শনিবার লা লিগার ম্য়াচে চোট পেয়ে মেসিও চলে গেলেন ক্লাসিকোর হিসেবের বাইরে।

চোট পেলেন বার্সা-রাজপুত্র

চোট পেলেন বার্সা-রাজপুত্র

শনিবার, সেভিয়ার সঙ্গে ম্যাচ ছিল বার্সেলোনার। সেই ম্যাচে বার্সা ৪-২ গোলে জিতলেও হারাতে হয় তাদের সেরা ফুটবলার লিওনেল মেসিকে। ম্যাচের ২৬ মিনিটের মাথাতেই মেসি মাঠের মধ্যে পড়ে য়ান। পড়ার সময় তার দেহের পুরো ভারটা গিয়ে পড়েছিল তাঁর ডান হাতের উপর। মাঠের মধ্যেই যন্ত্রনায় কাতড়াতে দেখা যায় মেসিকে। তার আগেই অবশ্য ১টি গোল করে ও ১টি করিয়ে নিজের কাজটা সেড়ে ফেলেছিলেন বার্সা-রাজপুত্র।

তিন সপ্তাহ মাঠে নেই মেসি

পড়ে জানা যায় মেসির ডানহাতের হাড় ভেঙে গিয়েছে। সুস্থ হতে অন্তত তিন সপ্তাহ লাগবে। ফলে এক সপ্তাহ পরে ন্যু ক্যাম্পে বার্সাকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বীদের স্বাগত জানাতে হবে মেসিকে ছাড়াই। শুধু তাই নয় চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিরুদ্ধে দুটি লেগের ম্য়াচেই দেখা যাবে না আর্জেন্টাইনকে। এছাড়া তাঁকে ছাড়াই বার্সেলোনাকে খেলতে হবে কোপা দেল রে-র একটি ম্যাচ ও লা লিগার আরও দুটি ম্যাচ।

১১ বছর পর মহাতারকাহীন ক্লাসিকো

১১ বছর পর মহাতারকাহীন ক্লাসিকো

শেষ কবে এমন একটি এল ক্লাসিকো হয়েছে যেখানে মেসি বা রোনাল্ডো কেউ ছিলেন না তা খুঁজতে ইতিহাস, বইয়ের সাহায্য নিতে হয়। ইতিহাস বলছে এরকম শেষবার দেখা গিয়েছিল আজ থেকে ১১ বছর আগে, ২০০৭ সালে। তখনও রোনাল্ডো বের্নাবেউতে পা রাখেননি। আর মেসির পায়ের পেশি ছিঁড়ে যাওয়ায় তিনি সেই ম্যাচে খেলতে পারেননি।

সেই এল ক্লাসিকোর দুই দল

সেই এল ক্লাসিকোর দুই দল

সেই ক্লাসিকোর যাঁরা খেলেছিলেন, তাঁদের নামগুলো দেখলেই আন্দাজ করা যায়, ঠিক কতদিন আগের ঘটনা সেটি। বার্সোলোনার হয়ে খেলেছিলেন ভিক্টর ভালদেস, আবিদাল, মার্কেজ, পুয়োল, মিলিতো, ডেকো, জাভি, ইনিয়েস্তা, ইয়াইয়া তুরে, রোনাল্ডিনহো ও এটো। আর রিয়াল দলে ছিলেন, ক্যাসিয়াস, হেইঞ্জে, কানাভারো, রামোস, পেপে, দিয়ারা, স্নেইডার, ব্যাপতিস্তা, নিস্টেলরুই, রাউল ও রোবিনহো।

সেই এল ক্লাসিকোর ফলাফল

সেই এল ক্লাসিকোর ফলাফল

সেই ম্যাচে ব্যাপতিস্তার একমাত্র গোলে রিয়ালের কাছে হারতে হয়েছিল বার্সোলোনাকে। লা লিগা জিতেছিল রিয়াল, দ্বিতীয় স্থানে থাকা ভিয়ারিয়ালের থেকে ৮ পয়েন্টে এগিয়ে। আর বার্সা ছিল তৃতীয় স্থানে রিয়ালের থেকে ১৮ পয়েন্ট পিছনে।

মেসি না খেললে কিন্তু...

মেসি না খেললে কিন্তু...

২০০৪ সালে বার্সেলোনা সিনিয়র দলের হয়ে অভিষেক ঘটেছিল মেসির। তারপর থেকে কিন্তু বার্সার ক্লাসিকো ভাগ্য ওঠা নামা করেছে মেসির খেলা না খেলার উপরে। মাত্র দুটি ক্লাসিকো মেসি খেলেননি তার একটিতেও তো হার হয়েছিল আগেই বলা হয়েছে। ২০০৬ সালের এক মেসিবিহীন আরেক ক্লাসিকোতে ঘরের মাঠে ১-১ ড্র করেছিল কাতালোনিয়ান দলটি।

সর্বোচ্চ গোলদাতা মেসি

সর্বোচ্চ গোলদাতা মেসি

শুধু তাই নয়, ক্লাসিকোর ইতিহাসে গোল করার ক্ষেত্রে মেসির ধারেকাছেও কেউ নেই। এল ক্লাসিকোতে মোট ২৬টি গোল আছে বার্সাস রাজপুত্রের। নিকততম, রিয়ালের দুই খেলোয়াড় - আলফ্রোডো ডি স্টিফানো ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দুজনেরই ক্লাসিকো গোলের সংখ্যা ১৮টি করে।

আগামী রবিবার ঘরের মাঠে আরও এক এল ক্লাসিকোয় মেসিবিহীন বার্সেলোনা কী করে সেটাই দেখার।

English summary
After Ronaldo Messi also going to miss the upcoming el clasico match. His right arm has been fractured during Saturday's match.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X